রাস্তা অবরোধ সহ স্কুল বহির্ভূত কোনও কর্মসূচিতে পড়ুয়াদের অংশগ্রহণ নয়, জেলাশাসকদের নির্দেশ রাজ্যের

স্কুল পড়ুয়াদের রাস্তা অবরোধ সহ স্কুল বহির্ভূত কোনও কর্মসূচিতে নিয়ে যাওয়া যাবে না। প্রতি জেলাশাসককে বিষয়টি নিশ্চিত করতে নির্দেশ দিল রাজ্য সরকার। শুক্রবার নবান্ন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে জেলাশাসকদের সঙ্গে বৈঠক করেন মুখ্য সচিব ভগবতী প্রসাদ গোপালিকা। সেই বৈঠক থেকেই তিনি এই নির্দেশ দিয়েছেন বলে প্রশাসনিক সূত্রে জানা গেছে। কোনও রকমের প্রতিবাদ, রাস্তা অবরোধ-সহ বিভিন্ন কর্মসূচিতে স্কুল পড়ুয়াদের ব্যবহার না করার বিষয়টি নিশ্চিত করতে বলা হয়েছে।

মুখ্যসচিব জানিয়েছেন, স্কুল পড়ুয়াদের এধরণের কর্মসূচিতে নিয়ে যাওয়া কোনওমতেই অনুমোদনযোগ্য নয়। কোথাও এরকম কোনও ঘটনা ঘটে থাকলে সেটা খুঁজে বের করতে হবে। কোনও জায়গায় এরকম কর্মসূচি নেওয়া হলে তা বন্ধ করতে হবে এবং যাঁরা ওই কর্মসূচি গ্রহণ করছেন তাঁদের বিরুদ্ধে পদক্ষেপ করতে হবে বলেও স্পষ্ট ভাবে জানানো হয়েছে। ইতিমধ্যেই পশ্চিম মেদিনীপুর সহ বেশ কয়েকটি জেলার স্কুল পরিদর্শকদের তরফে এই একই মর্মে নির্দেশিকা জারি করা হয়েছে। স্কুল চত্বরের বাইরে স্কুলশিক্ষা দফতরের অনুষ্ঠান ব্যতীত অন্য কোনও কর্মসূচিতে যোগ দিতে পারবেন না স্কুল পড়ুয়ারা বলে নির্দেশ জারি করা হয়েছে।

আরও পড়ুন- বাংলার ৭৫ হাজার কৃষককে আধুনিক কৃষি সরঞ্জাম দেবে রাজ্য