Thursday, November 13, 2025

রাস্তা অবরোধ সহ স্কুল বহির্ভূত কোনও কর্মসূচিতে পড়ুয়াদের অংশগ্রহণ নয়, জেলাশাসকদের নির্দেশ রাজ্যের

Date:

স্কুল পড়ুয়াদের রাস্তা অবরোধ সহ স্কুল বহির্ভূত কোনও কর্মসূচিতে নিয়ে যাওয়া যাবে না। প্রতি জেলাশাসককে বিষয়টি নিশ্চিত করতে নির্দেশ দিল রাজ্য সরকার। শুক্রবার নবান্ন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে জেলাশাসকদের সঙ্গে বৈঠক করেন মুখ্য সচিব ভগবতী প্রসাদ গোপালিকা। সেই বৈঠক থেকেই তিনি এই নির্দেশ দিয়েছেন বলে প্রশাসনিক সূত্রে জানা গেছে। কোনও রকমের প্রতিবাদ, রাস্তা অবরোধ-সহ বিভিন্ন কর্মসূচিতে স্কুল পড়ুয়াদের ব্যবহার না করার বিষয়টি নিশ্চিত করতে বলা হয়েছে।

মুখ্যসচিব জানিয়েছেন, স্কুল পড়ুয়াদের এধরণের কর্মসূচিতে নিয়ে যাওয়া কোনওমতেই অনুমোদনযোগ্য নয়। কোথাও এরকম কোনও ঘটনা ঘটে থাকলে সেটা খুঁজে বের করতে হবে। কোনও জায়গায় এরকম কর্মসূচি নেওয়া হলে তা বন্ধ করতে হবে এবং যাঁরা ওই কর্মসূচি গ্রহণ করছেন তাঁদের বিরুদ্ধে পদক্ষেপ করতে হবে বলেও স্পষ্ট ভাবে জানানো হয়েছে। ইতিমধ্যেই পশ্চিম মেদিনীপুর সহ বেশ কয়েকটি জেলার স্কুল পরিদর্শকদের তরফে এই একই মর্মে নির্দেশিকা জারি করা হয়েছে। স্কুল চত্বরের বাইরে স্কুলশিক্ষা দফতরের অনুষ্ঠান ব্যতীত অন্য কোনও কর্মসূচিতে যোগ দিতে পারবেন না স্কুল পড়ুয়ারা বলে নির্দেশ জারি করা হয়েছে।

আরও পড়ুন- বাংলার ৭৫ হাজার কৃষককে আধুনিক কৃষি সরঞ্জাম দেবে রাজ্য

 

 

Related articles

“রিচার নামে স্টেডিয়াম ইতিহাস হয়ে থাকবে”, উচ্ছ্বসিত ঝুলন

শিলিগুড়িতে রিচা ঘোষের(Richa Ghosh)  নামে স্টেডিয়াম হচ্ছে শিলিগুড়িতে। কিছুদিন আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষণা করেছেন বিশ্বকাপজয়ী ক্রিকেটারের নামে...

‘হাঁটি হাঁটি পা পা’-র ট্রেলার-পোস্টার লঞ্চে ‘বাবা-মেয়ে’র রসায়নে চিরঞ্জিৎ-রুক্মিণী

অর্ণব মিদ্যার ছবি 'হাঁটি হাঁটি পা পা'-র ট্রেলার ও পোস্টার লঞ্চের জমজমাট অনুষ্ঠান হল ফ্লোটেলে। বৃদ্ধ বাবা ও...

লক্ষ্য ২০২৭! ২৫ নভেম্বর শুরু ঘাটাল মাস্টারপ্ল্যানের দ্বিতীয় পর্যায়ের কাজ

ঘাটাল মাস্টারপ্ল্যান প্রকল্পের দ্বিতীয় পর্যায়ের কাজ শুরু হচ্ছে আগামী ২৫ নভেম্বর থেকে। রাজ্যের সেচ ও জলপথ মন্ত্রী মানস...

রাজ্যের সমবায় ব্যাঙ্কে স্বচ্ছতা আনতে চালু অনলাইন অডিট ব্যবস্থা

রাজ্যের সমবায় ব্যাঙ্কগুলির আর্থিক লেনদেনে স্বচ্ছতা আনতে বড় পদক্ষেপ নিল রাজ্য সরকার। এ বার থেকে সমস্ত সমবায় সমিতি...
Exit mobile version