Thursday, August 21, 2025

কোনও পদে নিয়োগ হয়নি, বিশেষ ছুটিতে সন্দীপ: গুজব উড়িয়ে জানালেন স্বাস্থ্যসচিব

Date:

আর জি করের আপসারিত অধ্যক্ষ সন্দীপ ঘোষকে কোনও পদেই নিয়োগ করা হয়নি। তাঁরে ওএসডি পদে নিয়োগ করার যে গুজব রয়েছিল তাকে পুরোপুরি নস্যাৎ করে দিয়ে তথ্য দিলেন রাজ্য স্বাস্থ্য সচিব নারায়ণস্বরূপ নিগম। সেই সঙ্গে আর জি করের অধ্যক্ষ থাকাকালীন তাঁর বিরুদ্ধে যা যা আর্থিক বেনিয়মের অভিযোগ উঠেছিল নিয়ে সিট তদন্ত করছে বলেও জানালেন স্বাস্থ্যসচিব। সেই সঙ্গে নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করা হয়েছে সেই আশ্বাস দিয়েই জুনিয়র ডাক্তারদের কাজে ফেরার অনুরোধ জানালো স্বাস্থ্য দফতর।

সংবাদ মাধ্যমে বিভিন্ন ধরনের গুজব ছড়িয়ে আর জি কর ইস্যুকে রাজনৈতিক চেহারা দেওয়ার চেষ্টা হয়েছে গত এক সপ্তাহ ধরে। এরপর প্রাক্তন আর জি কর অধ্যক্ষ সন্দীপ ঘোষের বিরুদ্ধে ডাক্তাররা সরব হওয়ার পরই তাকে ন্যাশানাল মেডিক্যাল কলেজে সরিয়ে দেওয়া হয়। এরপর হাইকোর্টের নির্দেশে তাঁকে সেই পদ থেকেও সরিয়ে অনির্দিষ্টকালের জন্য ছুটিতে পাঠানো হয়। সরিয়ে দেওয়া হয় ন্যাশানাল মেডিক্যালের অধ্যক্ষ পদ থেকেও।

যদিও সম্প্রতি বিভিন্ন সংবাদ মাধ্যমে সন্দীপ ঘোষকে স্বাস্থ্য দফতরের অফিসার ইন স্পেশাল ডিউটি পদে আনার গুজব ছড়ানো হয়। শুক্রবার সাংবাদিক সম্মেলন করে স্বাস্থ্যসচিব জানান, “কিছু সংবাদ মাধ্যমে প্রচারিত হয়েছে যে তাঁকে স্বাস্থ্যভবনের ওএসডি পদে নিয়োগ করা হয়েছে। আমি স্পষ্ট করে দিচ্ছি যে এই ধরনের কোনও নির্দেশ দেওয়া হয়নি যেখানে তাঁকে স্বাস্থ্যভবনের ওএসডি পদে নিয়োগ করা হয়েছে। সেই সঙ্গে আর জি কর হাসপাতালের নতুন অধ্যক্ষ ও এমএসভিপি  পদে যাঁদের দায়িত্ব দেওয়া হয়েছে, তাঁরা দায়িত্বভার গ্রহণ করেছেন ২৬ অগাস্টে।”

সেই সঙ্গে তিনি জানান আর জি করের প্রাক্তন অধ্যক্ষের বিরুদ্ধে আর্থিক বেনিয়মের যে অভিযোগ উঠেছে তা নিয়ে তদন্ত শুরু করেছে স্পেশাল ইনভেস্টিগেটিং টিম যা ১৬ অগাস্ট তৈরি করা হয়েছিল।

স্বাস্থ্যসচিব দাবি করেন, জুনিয়র ডাক্তাররা রাজ্যে স্বাস্থ্য পরিষেবার মেরুদণ্ড। তাঁরা জরুরি পরিষেবা সহ হৃদরোগ, ক্যান্সারের চিকিৎসা সহ জীবনদায়ী পরিষেবা তাঁরা দিচ্ছেন, তাকে অভিনন্দন জানাচ্ছে স্বাস্থ্য দফতর। কিন্তু দরিদ্র রোগী যারা সরকারি হাসপাতালের উপর নির্ভর করেন, তাঁরা ব্যাপকভাবে। প্রতিবছর গোটা রাজ্যে দুহাজার জুনিয়র ডাক্তার পরিষেবা দেন। ছয় বছরের শিক্ষানবিশ মেয়াদে সংখ্যাটা প্রায় নয়-দশ হাজার দাঁড়ায় বলে জানান নারায়ণস্বরূপ নিগম।

Related articles

সল্টলেকে আক্রান্ত প্রাক্তন বিচারপতির আইনজীবী ছেলে! পাল্টা অভিযোগ পুলিশেরও

আইনজীবী তথা প্রাক্তন বিচারপতির ছেলে ও নাতিকে রাস্তায় ফেলে মারের অভিযোগ পুলিশের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে বিধাননগর (Salt Lake)।...

Petrol Diesel price: গোটা দেশে অপরিবর্তিত পেট্রোল-ডিজেলের দাম

২১ অগাস্ট (সোমবার), ২০২৫ কলকাতায় লিটার প্রতি পেট্রোলের দাম ১০৫.৪১ টাকা, ডিজেলের দাম লিটার প্রতি ৯২.০২ টাকা দিল্লিতে লিটার প্রতি...

ছেলেকে খুন করে FBI-র হাতে ধৃত মোস্ট ওয়ান্টেড মহিলার ভারত যোগ

নিজের ছ’বছরের পুত্র সন্তানকে খুনের অভিযোগ উঠেছে এক মহিলার বিরুদ্ধে। ঘটনা ২০২৩ সালের। তবে তারপর থেকে মার্কিন নাগরিক(American...

Gold Silver Price: ঠাণ্ডা হচ্ছে বাজার, ইঙ্গিত সোনার দামে

সোমবার ২১ অগাস্ট, ২০২৫ ১ গ্রাম       ১০ গ্রাম পাকা সোনার বাট     ৯৮৯০ ₹     ৯৮৯০০ ₹ খুচরো পাকা সোনা   ৯৯৪০...
Exit mobile version