রোগীকে বাড়ি নিয়ে যেতে বাধ্য হল পরিবার! এমনই অমানবিক ঘটনা ঘটেছে কলকাতা মেডিক্যাল কলেজ হাসপাতালে। অভিযোগ, আর জি কর (RG Kar Hospital) কাণ্ড নিয়ে চিকিৎসকদের লাগাতার কর্মবিরতিতে পরিষেবা শিকিয়ে উঠেছে। জরুরি বিভাগের ভিতরে পরিষেবা কার্যত তলানিতে। মারাত্মক সমস্যাতেও চিকিৎসককে ডেকে পাওয়া যাচ্ছে না। বাধ্য হয়েই চিকিৎসাধীন ওই রোগীকে বাড়ি ফিরিয়ে নিয়ে গেলেন তাঁর পরিবারের লোকেরা।

মুখে অক্সিজেন মাস্ক। দু’চোখ কালো হয়ে গিয়েছে। ডান হাতে স্যালাইনের নিডল লাগিয়ে রাখা। ঠিকমতো তাকাতেও পারছেন না রোগী। এই অবস্থা ভর্তি ছিলেন কলকাতা মেডিক্যাল কলেজ হাসপাতালে। ভুক্তভোগীর অসহায় পরিবারের লোকেদের বক্তব্য, “আন্দোলন চলুক। আমরাও এই আন্দোলনের সমর্থক। নির্যাতিতার দোষীরা শাস্তি পাক। কিন্তু কর্মবিরতি উঠুক। আর কতদিন চিকিৎসা ফেলে রেখে কর্মবিরতি চলবে?”

আর জি কর (RG Kar Hospital) কাণ্ডের জেরে চিকিৎসকদের লাগাতার কর্মবিরতিতে রাজ্যের সরকারি হাসপাতালগুলিতে চরম ভোগান্তির শিকার হচ্ছেন হাজার হাজার রোগী ও তাঁদের পরিবার। কলকাতা মেডিকেলে এক রোগীর পরিবার কিছুটা ক্ষোভের সুরেই বললেন, সুপ্রিম কোর্ট বলেছে, কাজে যোগ দিতে। তাহলে এখনও কর্মবিরতি কেন? কাজ করেও তো আন্দোলন করা যায়। আর জি কর কাণ্ডে রোগীরা তো অপরাধী নন, রোগীরা তো ধর্ষক বা খুনি নন, তাহলে তাঁরা কেন শাস্তি পাচ্ছেন? এমনই অনেক প্রশ্ন উঠছে রোগীদের পরিবারের তরফে।

আরও পড়ুন:বিচারের দাবিতে আজ আর্টিস্ট ফোরামের জমায়েত, কটাক্ষ ভুলে সামিল দেব-ঋতুপর্ণাও
