Wednesday, December 3, 2025

চিকিৎসককে সপাটে চড়! ফের দিল্লির হাসপাতালে কর্মবিরতিতে রোগী ভোগান্তির আশঙ্কা

Date:

Share post:

সুপ্রিম কোর্টের (Supreme Court) অনুরোধে উঠেছিল কর্মবিরতি। কিন্তু তা বেশিক্ষণ স্থায়ী হল না। ফের এক চিকিৎসককে শারীরিকভাবে হেনস্থার অভিযোগে রীতিমতো অগ্নিগর্ভ হয়ে উঠল দিল্লি (Delhi)। সূত্রের খবর, আর জি করের (R G Kar) ঘটনায় দোষীদের কড়া শাস্তি এবং স্বাস্থ্যকর্মীদের সুরক্ষার দাবিতে কর্মবিরতি পালন করছিলেন জুনিয়র চিকিৎসকরা। কিন্তু পরে সুপ্রিম কোর্টের অনুরোধে সেই কর্মবিরতি উঠলেও লাভের লাভ হল না। দিল্লির ডক্টর হেজওয়ার হাসপাতালে চিকিৎসককে শারীরিকভাবে হেনস্থার অভিযোগে ফের কর্মবিরতি পথে চিকিৎসকরা। নতুন করে কর্মবিরতির কারণে রোগী ভোগান্তির আশঙ্কা করা হচ্ছে।

ঠিক কী ঘটেছিল?

দিল্লির ডক্টর হেজওয়ার হাসপাতালে কর্তব্যরত এক চিকিৎসককে হেনস্থার অভিযোগ রোগীর বিরুদ্ধে! পাশাপাশি রোগীর ছেলে ওই চিকিৎসককে চড় মারেন বলে জানা গিয়েছে। ঘটনার পর চিকিৎসকের অভিযোগের ভিত্তিতে অভিযুক্তের বিরুদ্ধে এফআইআর দায়ের করে একাধিক ধারায় মামলা রুজু করেছে পুলিশ। হাসপাতাল সূত্রে খবর, নাইট ডিউটিতে ছিলেন চিকিৎসক। আচমকাই কপালে গুরুতর চোট নিয়ে হাসপাতালে আসেন এক ব্যক্তি। তবে কপালের চোট এতটাই গুরুতর ছিল যে সেলাই করতেই হত। এমন অবস্থায় চিকিৎসক সেলাই শুরু করতেই চিকিৎসককে রীতিমতো ধাক্কা মেরে সরিয়ে দেন রোগী। এরপরই শুরু হয় অকথ্য ভাষায় গালিগালাজ। সূত্রের খবর, সেই সময় চেম্বারের বাইরে দাঁড়িয়ে ছিলেন চিকিৎসকের ছেলে। গন্ডগোলের আঁচ পেয়ে তিনিও সটান চেম্বারে ঢুকে পড়েন এবং চিকিৎসককে সপাটে চড় মারেন বলে অভিযোগ। ঘটনাকে কেন্দ্র করে রীতিমতো অশান্ত হয়ে ওঠে হাসপাতাল চত্বর।


তবে চিকিৎসক জানিয়েছেন, রোগীর ছেলে মত্ত অবস্থায় ছিলেন। আচমকা কেন তাঁর গায়ে হাত তোলা হল তা বুঝেই উঠতে পারছেন না চিকিৎসক। তবে ঘটনার পরপরই কর্মবিরতির সিদ্ধান্ত নিয়েছেন চিকিৎসকরা। তবে ঘটনায় চিকিৎসকদের নিরাপত্তা নিয়ে ফের প্রশ্ন উঠতে শুরু করেছে‌। পুলিশ সূত্রে খবর, ঘটনার তদন্ত শুরু হয়েছে। রোগী সুস্থ হলেই তাঁকে জিজ্ঞাসাবাদ করা হবে।


spot_img

Related articles

এসআইআর আতঙ্কে তুফানগঞ্জে আতঙ্কে আত্মঘাতী গৃহবধূ! হাওড়ায় অসুস্থ বিএলও

এসআইআর সংক্রান্ত চাপে একই দিনে দুটি মর্মান্তিক ঘটনা ঘটল রাজ্যে। কোচবিহারের তুফানগঞ্জে আতঙ্কে আত্মঘাতী হলেন এক গৃহবধূ, অন্যদিকে...

স্বাস্থ্যবন্ধু প্রকল্পে তিন সপ্তাহে পরিষেবা পেলেন এক লক্ষের বেশি মানুষ, শুভেচ্ছা মুখ্যমন্ত্রীর

রাজ্যের স্বাস্থ্য পরিকাঠামোয় আরও এক উল্লেখযোগ্য অগ্রগতি করল স্বাস্থ্যবন্ধু প্রকল্প। মাত্র তিন সপ্তাহের মধ্যেই এই প্রকল্পের শিবিরগুলিতে চিকিৎসা...

বাংলার পুলিশের ডিএসপি পদে যোগ রিচা ঘোষের: নাম লেখালেন দীপ্তির পাশে

নিয়োগ পত্র আগেই পেয়েছিলেন। বুধবার পুলিশের উর্দি পরে দায়িত্বভার গ্রহণ করলেন রিচা ঘোষ। না, এটা ক্রিকেটের জার্সিতে উইকেট...

আদালতের রায়ে বহাল ৩২ হাজার প্রাথমিক নিয়োগ, হাইকোর্ট চত্বরে অকাল হোলিতে মাতলেন শিক্ষকরা

দীর্ঘ দু’ বছর ধরে লড়াই, অনিশ্চয়তা আর সামাজিক উপহাস—সবকিছু কাটিয়ে অবশেষে স্বস্তির নিঃশ্বাস ফেললেন ৩২ হাজার প্রাথমিক শিক্ষক-শিক্ষিকা।...