Wednesday, December 24, 2025

চিকিৎসককে সপাটে চড়! ফের দিল্লির হাসপাতালে কর্মবিরতিতে রোগী ভোগান্তির আশঙ্কা

Date:

Share post:

সুপ্রিম কোর্টের (Supreme Court) অনুরোধে উঠেছিল কর্মবিরতি। কিন্তু তা বেশিক্ষণ স্থায়ী হল না। ফের এক চিকিৎসককে শারীরিকভাবে হেনস্থার অভিযোগে রীতিমতো অগ্নিগর্ভ হয়ে উঠল দিল্লি (Delhi)। সূত্রের খবর, আর জি করের (R G Kar) ঘটনায় দোষীদের কড়া শাস্তি এবং স্বাস্থ্যকর্মীদের সুরক্ষার দাবিতে কর্মবিরতি পালন করছিলেন জুনিয়র চিকিৎসকরা। কিন্তু পরে সুপ্রিম কোর্টের অনুরোধে সেই কর্মবিরতি উঠলেও লাভের লাভ হল না। দিল্লির ডক্টর হেজওয়ার হাসপাতালে চিকিৎসককে শারীরিকভাবে হেনস্থার অভিযোগে ফের কর্মবিরতি পথে চিকিৎসকরা। নতুন করে কর্মবিরতির কারণে রোগী ভোগান্তির আশঙ্কা করা হচ্ছে।

ঠিক কী ঘটেছিল?

দিল্লির ডক্টর হেজওয়ার হাসপাতালে কর্তব্যরত এক চিকিৎসককে হেনস্থার অভিযোগ রোগীর বিরুদ্ধে! পাশাপাশি রোগীর ছেলে ওই চিকিৎসককে চড় মারেন বলে জানা গিয়েছে। ঘটনার পর চিকিৎসকের অভিযোগের ভিত্তিতে অভিযুক্তের বিরুদ্ধে এফআইআর দায়ের করে একাধিক ধারায় মামলা রুজু করেছে পুলিশ। হাসপাতাল সূত্রে খবর, নাইট ডিউটিতে ছিলেন চিকিৎসক। আচমকাই কপালে গুরুতর চোট নিয়ে হাসপাতালে আসেন এক ব্যক্তি। তবে কপালের চোট এতটাই গুরুতর ছিল যে সেলাই করতেই হত। এমন অবস্থায় চিকিৎসক সেলাই শুরু করতেই চিকিৎসককে রীতিমতো ধাক্কা মেরে সরিয়ে দেন রোগী। এরপরই শুরু হয় অকথ্য ভাষায় গালিগালাজ। সূত্রের খবর, সেই সময় চেম্বারের বাইরে দাঁড়িয়ে ছিলেন চিকিৎসকের ছেলে। গন্ডগোলের আঁচ পেয়ে তিনিও সটান চেম্বারে ঢুকে পড়েন এবং চিকিৎসককে সপাটে চড় মারেন বলে অভিযোগ। ঘটনাকে কেন্দ্র করে রীতিমতো অশান্ত হয়ে ওঠে হাসপাতাল চত্বর।


তবে চিকিৎসক জানিয়েছেন, রোগীর ছেলে মত্ত অবস্থায় ছিলেন। আচমকা কেন তাঁর গায়ে হাত তোলা হল তা বুঝেই উঠতে পারছেন না চিকিৎসক। তবে ঘটনার পরপরই কর্মবিরতির সিদ্ধান্ত নিয়েছেন চিকিৎসকরা। তবে ঘটনায় চিকিৎসকদের নিরাপত্তা নিয়ে ফের প্রশ্ন উঠতে শুরু করেছে‌। পুলিশ সূত্রে খবর, ঘটনার তদন্ত শুরু হয়েছে। রোগী সুস্থ হলেই তাঁকে জিজ্ঞাসাবাদ করা হবে।


spot_img

Related articles

তাম্রলিপ্ত পুরসভার চেয়ারম্যান নির্বাচন অবৈধ, পুনর্নির্বাচনের নির্দেশ হাইকোর্টের

তাম্রলিপ্ত পুরসভার চেয়ারম্যান নির্বাচন নিয়ে বড়সড় পর্যবেক্ষণ হাইকোর্টের। চেয়ারম্যান চঞ্চল কুমার খাঁড়ার নির্বাচন পদ্ধতিকে অবৈধ ঘোষণা করল কলকাতা...

ফের রক্তাক্ত কোচবিহার: দিনহাটায় গুলিবিদ্ধ তৃণমূল নেতা

ফের দুষ্কৃতী দৌরাত্ম্য কোচবিহারে। দিনহাটার (Dinhata) বাড়ি থেকে বেরোতেই গুলি চালানো হয় তৃণমূল নেতা মিঠুন রাজভরকে লক্ষ্য করে।...

টিউশন থেকে ফেরার পথে নাবালিকাকে গলার নলি কেটে খুনের চেষ্টা! চাঞ্চল্য মালদহে 

সাতসকালে নয়, একেবারে জনবহুল সন্ধ্যার অন্ধকারে ফেরার পথে নৃশংস হামলার শিকার হল এক স্কুলছাত্রী। সোমবার সন্ধ্যায় টিউশন পড়ে...

ক্ষত্রিয় সমাজ কার্যালয়ে মমতা বন্দ্যোপাধ্যায়, বিনিময় করলেন উৎসবের শুভেচ্ছা

উৎসবের মরসুমে শহর যখন আলোর সাজে সেজে উঠেছে, ঠিক তখনই জনসংযোগের চেনা মেজাজে ধরা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।...