Thursday, August 28, 2025

অভিষেক-কন্যার উদ্দেশে জঘন্য হুমকি! গর্জে উঠল তৃণমূল, স্বতঃপ্রণোদিত পদক্ষেপ শিশুসুরক্ষা কমিশনের

Date:

অভিষেক-কন্যার উদ্দেশে জঘন্য হুমকি! গর্জে উঠল তৃণমূল, স্বতঃপ্রণোদিত পদক্ষেপ শিশুসুরক্ষা কমিশনের

আর জি কর-কাণ্ড নিয়ে কদর্য আক্রমণের রাস্তায় নেমেছে কিছু রাজনৈতিকদলের একাংশ। চূড়ান্ত ন্যাক্কারজনক ভাবে ‘ধর্ষণের হুমকি’ দেওয়া হয়েছে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) ৯ বছরের কন্যার উদ্দেশে। এই ঘটনার তীব্র নিন্দার ঝড় উঠেছে সব মহলে। তৃণমূলের রাজ্যসভার সাংসদ ডেরেক ও ব্রায়েন (Derek O’Brien) সমাজমাধ্যমে লেখেন, “আপনাদের নোংরা কৌশলের মাধ্যমে আমাদের সঙ্গে রাজনৈতিক ভাবে মোকাবিলা করুন। আগেও তা করেছেন।“ সেই বিষয়ে স্বতঃপ্রণোদিত পদক্ষেপ করেছে পশ্চিমবঙ্গ শিশুসুরক্ষা কমিশন (Child Rights Commission)। যাঁরা হুমকি দিয়েছেন, পুলিশের কাছে তাঁদের গ্রেফতারির দাবিও জানিয়েছে কমিশন।

একটি ভিডিও স্যোশাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। তাতে দেখা গিয়েছে, চিকিৎসককে ধর্ষণ-খুনের ঘটনার প্রতিবাদ কর্মসূচির থেকে একজন বলেছেন, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাবালিকা কন্যাকে কেউ ধর্ষণ করলে তাঁকে ১০ কোটি টাকা পুরস্কার দেওয়া হবে! (ভিডিও-র সত্যতা যাচাই করেনি বিশ্ব বাংলা সংবাদ)। এর পরেই এই নিয়ে নিন্দার ঝড় উঠেছে। শিশুসুরক্ষা কমিশনের তরফে বিবৃতিতে বলা হয়েছে, “আর জি করে (R G Kar Medical College and Hospital) মহিলা চিকিৎসককে ধর্ষণ-খুনের ঘটনার প্রতিবাদ কর্মসূচির একটি ভিডিও সমাজমাধ্যমে দেখা গিয়েছে, যেখানে এক ব্যক্তিকে বলতে শোনা গিয়েছে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাবালিকা কন্যাকে কেউ ধর্ষণ করলে তাঁকে ১০ কোটি টাকা পুরস্কার দেওয়া হবে। আশপাশের কয়েক জন এই ঘোষণায় আনন্দ প্রকাশ করেন। কমিশন এই ধরনের মন্তব্যের তীব্র বিরোধিতা করছে এবং অবিলম্বে আইনি পদক্ষেপের দাবি জানাচ্ছে। পকসো (POCSO), ইউএনসিআরসি (UNCRC) আইনে এই ঘটনার বিরুদ্ধে পদক্ষেপ করা উচিত।“ ধর্ষণের হুমকির ঘটনায় দৃষ্টান্তমূলক পদক্ষেপ না করলে সমাজে ভয়ানক বার্তা যাবে বলেও কমিশনের তরফে জানানো হয়েছে।

এই নিয়ে তৃণমূল সাংসদ ডেরেক ও ব্রায়েন সমাজমাধ্যমে লেখেন, “আপনার নোংরা কৌশলে আমাদের সঙ্গে রাজনৈতিকভাবে লড়াই করো। আপনরা এটা আগে করেছো। কিন্তু আজ সীমা অতিক্রম করেছো। শিশুদের হুমকি দেওয়া বন্ধ করো। আমাদের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের কন্যার উদ্দেশে জঘন্য হুমকির নিন্দার জন্য শব্দই যথেষ্ট নয়। এখনই এটি বন্ধ করো।“

Related articles

সাত লুকের ‘বহুরূপ’ সোহমের, চ্যালেঞ্জ নিয়ে চমকে দিলেন অভিনেতা

যা কখনও হয়নি তা এখন হবে, এবার হবে। সেলিব্রেটিদের রিল - রিয়েলের আলাদা রূপ আর লুক নিয়ে কম...

উন্মুক্ত শৌচমুক্ত ৯৪ পুরসভা, স্বচ্ছতার শংসাপত্র বাংলাকে

শহরাঞ্চলে আর খোলা শৌচের দৃশ্য নেই। পুরসভাগুলির উদ্যোগ এবং পুর দফতরের তদারকিতে উন্মুক্ত শৌচমুক্ত হয়েছে কলকাতা সহ রাজ্যের...

ফাঁকা কেন্দ্রগুলিতে দ্রুত ইআরও–এইআরও নিয়োগের নির্দেশ কমিশনের 

ফাঁকা পড়ে থাকা একাধিক বিধানসভা কেন্দ্রে দ্রুত ইলেক্টোরাল রেজিস্ট্রেশন আধিকারিক (ইআরও) এবং অ্যাসিসটেন্ট ইলেক্টোরাল রেজিস্ট্রেশন আধিকারিক (এইআরও) নিয়োগের...

নথিভুক্ত অথচ নিষ্ক্রিয় রাজনৈতিক দলগুলিকে শুনানিতে তলব করল কমিশন 

নির্বাচন কমিশনের নির্দেশে ফের সক্রিয় হল রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর। নথিভুক্ত হলেও কার্যত নিষ্ক্রিয় রাজনৈতিক দলগুলিকে শুনানিতে...
Exit mobile version