“নিখোঁজ” নয়, ভয়ঙ্কর ষড়যন্ত্রের জন্য ৪ ছাত্রনেতাকে গ্রেফতার! জানিয়ে দিল পুলিশ

নবান্ন অভিযানের (Nabanna Avijan) আগেই মাঝরাত থেকে “নিখোঁজ” “পশ্চিমবঙ্গ ছাত্র সমাজ” নামক সংগঠনের চার জন ছাত্র নেতা। আজ, মঙ্গলবার সাতসকালে সোশ্যাল মিডিয়ায় এই অভিযোগ তুলে বাজার গরম করেছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সুতরাং, বুঝতে অসুবিধা হয় না, নবান্ন অভিযানে রাজনৈতিক উদ্দেশ্যে শুভেন্দু ও বিজেপির প্রত্যক্ষ মদত রয়েছে।

তবে পুলিশের তরফে জানিয়ে দেওয়া হল, ওই চার জনকে গ্রেফতার করা হয়েছে। রাজ্য পুলিশের হ্যান্ডলে জানানো হয়েছে, মঙ্গলবারের নবান্ন অভিযানে (Nabannan Avijan) ওই চার জন অশান্তি পাকানোর পরিকল্পনা করেছিলেন বলে পুলিশের কাছে নির্দিষ্ট তথ্য রয়েছে। সেই কারণেই তাঁদের গ্রেফতার করা হয়েছে।

সোশ্যাল মিডিয়ায় পুলিশ জানিয়েছে, “গতরাত থেকে চার জন পড়ুয়া নিখোঁজ, এই মর্মে এক রাজনৈতিক নেতা টুইট করে বিভ্রান্তি তৈরি করার চেষ্টা করেছেন। সত্যিটা হল, কেউ নিখোঁজ নন। ওই চার জন আজকের নবান্ন অভিযানে ব্যাপক হিংসা ছড়ানোর পরিকল্পনা করেছিলেন বলে আমাদের কাছে নির্দিষ্ট ও অকাট্য তথ্যপ্রমাণ রয়েছে। খুন ও খুনের চেষ্টার চক্রান্ত করছিলেন ওঁরা। শান্তি রক্ষার স্বার্থে, সাধারণ মানুষের নিরাপত্তার স্বার্থে ওঁদের গ্রেফতার করা হয়েছে।” ধৃত চার জনের পরিবারের সদস্যদেরও তা জানিয়ে দেওয়া হয়েছে বলে দাবি পুলিশের।

আরও পড়ুন: চিকিৎসকদের কর্মবিরতির জের, শ্বাসকষ্ট নিয়ে মৃত্যুশয্যায় আশির বৃদ্ধ