Friday, November 14, 2025

ডবল ইঞ্জিন সরকারের বিহারে চোর সন্দেহে ‘মধ্যযুগীয় অত্যাচার’, ‘ঠুঁটো’ পুলিশে আস্থা নেই জনতার!

Date:

ডবল ইঞ্জিন সরকারের রাজ্যে ফের আক্রান্ত যুবক। চোর সন্দেহে মধ্যযুগীয় অত্যাচার। গোপনাঙ্গে ঢুকিয়ে দেওয়া হয় লঙ্কার গুঁড়ো। আর্তনাদ করেও ছাড় পাননি তিনি। উলটে সেই ভিডিও তুলে ভাইরাল করা হয়েছে। কাজটিকে ‘অমানবিক’ বলে বর্ণনা করে এবং একজনকে গ্রেফতার করেই দায় সেরেছে নীতীশ কুমারের (Nitish Kumar) পুলিশ। ঘটনা নিয়ে বিজেপির (BJP) সঙ্গে জোট করে ক্ষমতায় থাকা জেডিইউ-র মুখ্যমন্ত্রীর মুখে কুলুপ। “এটা নীতীশ কুমার-বিজেপির মহাগুন্ডারাজ-মহাজঙ্গলরাজ। এরা তালিবানের চেয়েও খারাপ।”- তোপ বিরোধী আরজেডি-র।জেডিইউ-বিজেপি শাসিত বিহারের (Bihar) আরারিয়ায় নির্মম নির্যাতন। বাইক চুরির অভিযোগে এক তরুণের হাত বেঁধে, তার প্যান্ট নামিয়ে গোপনাঙ্গে লঙ্কার গুঁড়ো ঢেলে দেয় একদল লোক। নির্যাতনের ঘটনা মোবাইল ফোনে রেকর্ড করে ভিডিওটি সামাজিক মাধ্যমে ছড়িয়ে দেওয়া হয়। হাড় হিম করা এই ভিডিও-তে দেখা যাচ্ছে, এক যুবকের হাত বেঁধে, প্যান্ট নীচে নামিয়ে তাঁকে সামনে দিকে ঝুঁকিয়ে ধরে রাখে। একজন তাঁর গোপনাঙ্গে লাল লঙ্কার গুঁড়ো ঢেলে পেন দিয়ে ঢুকিয়ে দেয়। অসহ্য যন্ত্রনায় চিৎকার করে ছেড়ে দেওয়ার আর্জি জানান নির্যাতিত যুবক। কিন্তু কে শোনে কার কথা! পৈশাচিক আনন্দে হামলাকারীরা তখন দ্বিতীয় দফায় লঙ্কাগুঁড়ো ঢালছে।

ভিড়ের মধ্যে একজন পুলিশ (Police) ডাকার কথা বললেও, বাকিরা তাতে রাজি হননি। তাঁদের মতে, “পুলিশ চোরদের ছেড়ে দেয়”। অর্থাৎ বিহারের (Bihar) পুলিশ-প্রশাসনের উপর সাধারণ মানুষের আস্থা নেই। আর সেই বিজেপিই আবার বাংলা-সহ অবিজেপি রাজ্যের আইনশৃঙ্খলা নিয়ে প্রশ্ন তোলে! এই বিষয় নিয়ে এক্স-হ্যান্ডেলে পোস্ট করে আরারিয়া পুলিশ। লেখে, “চুরির অভিযোগে একজন ব্যক্তির সঙ্গে এই অমানবিক কাজ হয়েছে। এর একজনকে গ্রেফতার করা হয়েছে। অন্যদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হচ্ছে।”

ঘটনাটি নিয়ে নীতীশ কুমারের নেতৃত্বাধীন জেডিইউ-বিজেপি সরকারকে নিশানা করেছে প্রধান বিরোধী আরজেডি। তারা লেখে, “এটা নীতীশ কুমার-বিজেপির মহাগুন্ডারাজ-মহাজঙ্গলরাজ। এরা তালিবানের চেয়েও খারাপ। মুখ্যমন্ত্রীর বোধশক্তি নেই। বিহারে প্রতিদিন অনেক হত্যাকাণ্ড ঘটছে”।

Related articles

ডাক্তারি পড়তে এসে তালিবানি শাসনে! আল ফালায় এভাবেই পড়াত জঙ্গি উমর

অনেক আশা নিয়ে হরিয়ানার আল-ফালাহ বিশ্ববিদ্যালয়ে এমবিবিএস পড়তে এসে হতাশ পড়ুয়ারা। একদিকে পড়াশোনার মান নিয়ে প্রশ্ন উঠেছে। তার...

কোন মন্ত্রে বোলিংয়ে দাপট? ‘ফাইভস্টার’ বুমরাহের উত্তর অনুপ্রাণিত করবে আপনাকেও

অস্ট্রেলিয়া সফরের পর থেকেই জসপ্রীত বুমরাহের (Jaspreet Bumrah )ওয়ার্কলোড নিয়ে অনেক কথা হতে শুরু করে।ইংল্যান্ড সফরে সব ম্যাচ...

নিখোঁজ বালকের কম্বল চাপা দেহ প্রতিবেশীর বন্ধ ঘরে! চাঞ্চল্য আরামবাগে

বৃহস্পতিবার থেকে নিখোঁজ বালকের দেহ শুক্রবার সকালে মিলল প্রতিবেশীর তালাবন্ধ বাড়িতে। ঘটনায় চাঞ্চল্য হুগলির (Hoogli) আরামবাগের (Arambag) মায়াপুর...

আইপিএলে দলবদল! নিজামের ডেরা থেকে নবাবের শহরে শামি?

ভারত-দক্ষিণ আফ্রিকা টেস্টের মধ্যেই চর্চায় আইপিএল(IPL)। শনিবারই রিটেন করা ক্রিকেটারদের তালিকা প্রকাশ করবে ফ্র্যাঞ্চাইজিগুলি। তবে শনিবার বিকেলে চমকের...
Exit mobile version