Thursday, January 22, 2026

সাঁতরাগাছিতে পুলিশকে ইট-লাঠি! ‘বিজেপির গুণ্ডাদের’ শক্ত হাতে নিয়ন্ত্রণ পুলিশের

Date:

Share post:

শান্তিপূর্ণ নবান্ন অভিযানের নামে কিছু গুণ্ডাবাহিনী দিয়ে সাঁতরাগাছিতে অশান্তি তৈরি করার চেষ্টা আন্দোলনকারীদের। পুলিশের দিকে ইট, লাঠি ধেয়ে আসতেই পরিস্থিতি নিয়ন্ত্রণে নামে পুলিশ বাহিনী। ব্যারিকেড ভাঙতেই অল্প সংখ্যক আন্দোলনকারীকে নিয়ন্ত্রণ করে সাঁতরাগাছির আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ করা হয়। বেআইনি নবান্ন অভিযান নিয়ে প্রথম থেকেই সতর্ক ছিল রাজ্য পুলিশ। সাঁতরাগাছিতে ‘অন্তর্ঘাতমূলক’ কাজের অভিযোগ তোলে শাসকদল।

সকাল থেকেই সাঁতরাগাছিতে ব্যারিকেড তৈরি করে অশান্তি আটকানোর প্রক্রিয়া জারি রেখেছিল রাজ্য পুলিশ। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে সেখানে অল্প পরিমাণ জমায়েত দেখা যায়। ছাত্রদের নামে আন্দোলন করা বাহিনী প্রথমে একের পর এক ব্যারিকেড ভাঙে। তারপরই শুরু হয় পুলিশকে লক্ষ্য করে ইটবৃষ্টি। পতাকার লাঠি খুলে নিয়েও ছুঁড়তে দেখা যায়। এরপরই পরিস্থিতি নিয়ন্ত্রণে বাহিনীর দিকে তেড়ে যায় পুলিশ। প্রাথমিকভাবে জনতাকে ছত্রভঙ্গ করা হয়। তবে তারপরে বার বার বিভিন্ন গলি দিয়ে, সাঁতরাগাছি স্টেশনের দিক থেকে ব্যারিকেডের দিকে এগিয়ে যেতে থাকে আন্দোলনকারীরা। আর বারবার ইটবৃষ্টি করা হয়।

গোটা ঘটনায় উদ্দেশ্য প্রণোদিতভাবে ইট ছোঁড়ার অভিযোগ করেন তৃণমূল নেতা কুণাল ঘোষ। তিনি বলেন, “পুলিশ শান্তিপূর্ণ আন্দোলনের স্পেস দিয়েছিল। আপনাদের লোক নেই। কয়েকজন গুণ্ডাকে লেলিয়ে দিয়ে অশান্তি করার চেষ্টা করেছিলেন। ব্যারিকেড ভাঙতে গেছেন, পুলিশকে ইট ছুঁড়েছেন। একটা সময়ের পরে তো পুলিশ বাধা দেবে। ব্যারিকেড সরিয়ে দিয়ে যদি অন্তর্ঘাতমূলক কাজ করিয়ে দেওয়া হয়, পুলিশ তো প্রয়োজনীয় পদক্ষেপ নেবে।”

spot_img

Related articles

লিফটের গর্তে শিশুর রক্তাক্ত দেহ! চাঞ্চল্য এন্টালিতে

বহুতলের লিফটের গর্তে শিশুর রক্তাক্ত দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য এন্টালিতে। বুধবার রাতে শিশুটিকে উদ্ধার করে এনআরএস মেডিক্যাল কলেজ...

রাজ্য সফর শুরু বাংলা দিয়েই: বিজেপি সভাপতি নীতীন নবীনের নজরে দুই জেলা

দায়িত্ব নিয়েই দেশের পাঁচ রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে বিধানসভা নির্বাচনের গুরুদায়িত্ব সর্বভারতীয় সভাপতি নীতীন নবীনের কাঁধে। যদিও নরেন্দ্র...

বৃহস্পতিবার বইমেলার মহোৎসবের সূচনা! মমতার নতুন বই ঘিরে উন্মাদনা তুঙ্গে

দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে বৃহস্পতিবার থেকে সল্টলেকের সেন্ট্রাল পার্কে শুরু হচ্ছে ৪৯তম আন্তর্জাতিক কলকাতা বইমেলা। মেলার আনুষ্ঠানিক উদ্বোধন...

ব্যাট হাতে অভিষেক ঝড়, কাপ মহড়ার প্রথম ম্যাচেই সহজ জয়

টি২০বিশ্বকাপের চূড়ান্ত মহড়াটা ভালোভাবেই করল ভারতীয় দল(India)। নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রথম টি-টোয়েন্টি ম্যাচে ৪৮ রানে জয় পেল ভারত। ব্যাটিং...