Sunday, November 9, 2025

সাঁতরাগাছিতে পুলিশকে ইট-লাঠি! ‘বিজেপির গুণ্ডাদের’ শক্ত হাতে নিয়ন্ত্রণ পুলিশের

Date:

Share post:

শান্তিপূর্ণ নবান্ন অভিযানের নামে কিছু গুণ্ডাবাহিনী দিয়ে সাঁতরাগাছিতে অশান্তি তৈরি করার চেষ্টা আন্দোলনকারীদের। পুলিশের দিকে ইট, লাঠি ধেয়ে আসতেই পরিস্থিতি নিয়ন্ত্রণে নামে পুলিশ বাহিনী। ব্যারিকেড ভাঙতেই অল্প সংখ্যক আন্দোলনকারীকে নিয়ন্ত্রণ করে সাঁতরাগাছির আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ করা হয়। বেআইনি নবান্ন অভিযান নিয়ে প্রথম থেকেই সতর্ক ছিল রাজ্য পুলিশ। সাঁতরাগাছিতে ‘অন্তর্ঘাতমূলক’ কাজের অভিযোগ তোলে শাসকদল।

সকাল থেকেই সাঁতরাগাছিতে ব্যারিকেড তৈরি করে অশান্তি আটকানোর প্রক্রিয়া জারি রেখেছিল রাজ্য পুলিশ। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে সেখানে অল্প পরিমাণ জমায়েত দেখা যায়। ছাত্রদের নামে আন্দোলন করা বাহিনী প্রথমে একের পর এক ব্যারিকেড ভাঙে। তারপরই শুরু হয় পুলিশকে লক্ষ্য করে ইটবৃষ্টি। পতাকার লাঠি খুলে নিয়েও ছুঁড়তে দেখা যায়। এরপরই পরিস্থিতি নিয়ন্ত্রণে বাহিনীর দিকে তেড়ে যায় পুলিশ। প্রাথমিকভাবে জনতাকে ছত্রভঙ্গ করা হয়। তবে তারপরে বার বার বিভিন্ন গলি দিয়ে, সাঁতরাগাছি স্টেশনের দিক থেকে ব্যারিকেডের দিকে এগিয়ে যেতে থাকে আন্দোলনকারীরা। আর বারবার ইটবৃষ্টি করা হয়।

গোটা ঘটনায় উদ্দেশ্য প্রণোদিতভাবে ইট ছোঁড়ার অভিযোগ করেন তৃণমূল নেতা কুণাল ঘোষ। তিনি বলেন, “পুলিশ শান্তিপূর্ণ আন্দোলনের স্পেস দিয়েছিল। আপনাদের লোক নেই। কয়েকজন গুণ্ডাকে লেলিয়ে দিয়ে অশান্তি করার চেষ্টা করেছিলেন। ব্যারিকেড ভাঙতে গেছেন, পুলিশকে ইট ছুঁড়েছেন। একটা সময়ের পরে তো পুলিশ বাধা দেবে। ব্যারিকেড সরিয়ে দিয়ে যদি অন্তর্ঘাতমূলক কাজ করিয়ে দেওয়া হয়, পুলিশ তো প্রয়োজনীয় পদক্ষেপ নেবে।”

spot_img

Related articles

বেঁচে থাকলে রবীন্দ্রনাথ-নজরুলকে অনুপ্রবেশকারী বলে দাগিয়ে দিত! পুরুলিয়ার সভা থেকে বিজেপিকে আক্রমণ দেবাংশুর

ভাগ্যিস রবীন্দ্রনাথ, নজরুল বেঁচে নেই। নইলে বিজেপি রবীন্দ্রনাথকে রোহিঙ্গা ও নজরুলকে অনুপ্রবেশকারী বলে দাগিয়ে দিত। শনিবার পুরুলিয়া শহরের...

টাকা পেয়েও কাজে দেরি! ‘বাংলার বাড়ি’ নিয়ে কড়া প্রশাসন, রিপোর্ট চাইল নবান্ন

প্রথম দফায় ১ লক্ষ ২০ হাজার টাকা পাওয়ার পরও বহু উপভোক্তা এখনও ‘বাংলার বাড়ি’ প্রকল্পের কাজ শুরু করেননি।...

ঝুলনের চোখে বাংলার সেরা ক্রিকেটার রিচা, মহিলা ক্রিকেটের প্রশংসায় পঞ্চমুখ সৌরভ

বাংলার বিশ্বকাপ জয়ী একমাত্র ক্রিকেট তারকা রিচা ঘোষের (Richa Ghosh) সম্বর্ধনা অনুষ্ঠানে শনিবার ইডেন গার্ডেন্সে বিশেষ অনুষ্ঠানের আয়োজন...

সৌরভ ছাড়া অন্য কারও ICC সভাপতি থাকার কথা নয়: বললেন ‘ঠোঁটকাটা’ মমতা

ছিল বিশ্বজয়ী ক্রিকেটার রিচা ঘোষের (Richa Ghosh) সংবর্ধনা অনুষ্ঠান। শনিবার ইডেনে সেই অনুষ্ঠানে বোমা ফাটালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের...