নবান্ন অভিযান ঘিরে উত্তেজনা, পানাগড়- দুর্গাপুরে গন্ডগোলের ছবি

পশ্চিমবঙ্গ ছাত্র সমাজের নামে বিজেপি-আরএসএস (BJP- RSS) সমর্থিত সংগঠনের নবান্ন (Nabanna) অভিযানের সকাল থেকেই জেলায় জেলায় গন্ডগোলের খবর। ছাত্র সমাজের তরফে সম্পূর্ণ অরাজনৈতিক কর্মসূচি বলা হলেও সকাল থেকে পানাগড় এবং দুর্গাপুরে বিজেপি সমর্থকদের জমায়েত এবং অশান্তি পাকানোর চেষ্টা থেকেই এই কর্মসূচির রাজনৈতিক রঙ প্রকাশ্যে এনেছে। পানাগড়ে (Panagarh) বিজেপি কর্মী সমর্থকেরা গন্ডগোল পাকানোর চেষ্টা করলে ওভার ব্রিজেই তাঁদের আটকে দেয় পুলিশ। দুর্গাপুর স্টেশনেও (Durgapur Station) পুলিশের সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন পদ্ম শিবিরের সমর্থকরা। মিছিলে অংশ নিতে ইতিমধ্যেই জেলার বিভিন্ন প্রান্ত থেকে ট্রেনে করে হাওড়ার দিকে আসতে শুরু করেছেন অনেকেই।

মঙ্গলের নবান্ন অভিযান ঘিরে নিরাপত্তা আঁটোসাঁটো করেছে পুলিশ। ৬ হাজার পুলিশকর্মী কমব্যাট ফোর্সে কলকাতা হাওড়ার একাধিক জায়গায় শুধুই উর্দিধারীরা। বিদ্যাসাগর সেতু, খিদিরপুর রোড, তারাতলা রোড, ডায়মন্ড হারবার রোড, সার্কুলার গার্ডেনরিচ রোড-সহ কলকাতা বন্দরের সংযোগকারী ফিডার রোডে ও পণ্যবাহী গাড়ি চলাচলে নিষেধাজ্ঞা। অশান্তি এড়াতে গলি থেকে রাজপথ সর্বত্রই ব্যারিকেড দিয়ে রাখা হয়েছে। বেশ কিছু জায়গায় কাঠের সিজার ব্যারিকেডের পাশাপাশি অ্যালুমিনিয়ামের গার্ড ওয়াল তৈরি করা হয়েছে। বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হওয়ার আশঙ্কায় তৎপর কলকাতা পুলিশও (KP)।