Friday, November 14, 2025

বিভিন্ন স্টেশনে রেল অবরোধ, সকাল থেকেই অশান্তি তৈরির চেষ্টা বিজেপির

Date:

বিজেপির ১২ ঘণ্টার বনধে সকাল থেকেই বিপর্যস্ত রেল পরিষেবা। শিয়ালদহ ডিভিশনে (Sealdah South Division) ১৭টি ট্রেন আটকানো হয়, হাওড়া ডিভিশনে এই সংখ্যাটা ১১। কর্মনাশা সমর্থন করেন না বাংলার মানুষ। তাই সকাল থেকে রাস্তাঘাটে মানুষের স্বাভাবিক ভিড় চোখে পড়তেই ‘গুন্ডামি’ শুরু পদ্ম সমর্থকদের। বিজেপির ‘রেল রোকো’ কর্মসূচিতে বিরক্ত ট্রেন যাত্রীরা। হুগলি স্টেশনে আটকানো হয় ডাউন ব্যান্ডেল হাওড়া লোকাল। রেল পুলিশের তরফে লাইনের উপর শুয়ে পড়া অবরোধকারীদের তুলে দেওয়া হলে কিছুক্ষণ পর কোন্নগর (konnagar) স্টেশনে রেল লাইনের উপর নেমে বিক্ষোভ শুরু করেন বনধ সমর্থনকারীরা। শান্ত বাংলাকে সচল রাখতে সকাল থেকেই পথে নেমে বনধের বিরোধিতা করছে তৃণমূল কংগ্রেস (TMC)।

শিয়ালদহ শাখায় একাধিক স্টেশনে রেল অবরোধ করেন বিজেপির কর্মী সমর্থকরা। যাত্রী হয়রানি ছবি ধরা পড়েছে সর্বত্র। সব থেকে বেশি প্রভাব পড়েছে শিয়ালদহ দক্ষিণ শাখায়। লক্ষ্মীকান্তপুর লাইনের একাধিক স্টেশনে ওভারহেড তারে কলাপাতা ফেললেন বনধ সমর্থকেরা। যার জেরে রেলের ওভারহেড তারের বিদ্যুৎ সংযোগ ব্যাহত। বেল সূত্রে জানা গিয়েছে, শিয়ালদহ থেকে লক্ষ্মীকান্তপুর, কাকদ্বীপ, নামখানাগামী ট্রেন চলাচল বন্ধ। মুর্শিদাবাদ স্টেশনে ট্রেন চলাচল বন্ধ করে দিয়েছেন বিজেপি কর্মী সমর্থকেরা। আটকে রয়েছে ভাগীরথী এক্সপ্রেস। রানাঘাটের বিজেপি সাংসদ জগন্নাথ সরকারের নেতৃত্বে একাধিক রেল স্টেশনে অবরোধ। বনগাঁতেও ট্রেন আটকাতে গেলে রেল পুলিশ এবং জিআরপির সঙ্গে জড়িয়ে পড়েন বন সমর্থনকারীরা। কৃষ্ণনগর রেল স্টেশনে অবরোধ। ট্রেনের সামনে বিজেপির পতাকা হাতে দাঁড়িয়ে রয়েছেন বনধ সমর্থকেরা।


Related articles

সরকারি হাসপাতালে নাবালিকা রোগীর শ্লীলতাহানি! গ্রেফতার RG Kar আন্দোলনের ‘বিপ্লবী’ ডাক্তার

উত্তর ২৪ পরগনা জেলার বারাসাতে সরকারি হাসপাতালে নাবালিকা রোগীর শ্লীলতাহানির অভিযোগে। ঘটনায় গ্রেফতার বারাসাত মেডিকেল কলেজ ও হাসপাতালের...

আন্দুল রোডে বিধ্বংসী অগ্নিকাণ্ড! ভস্মীভূত দুই স্পঞ্জ কারখানা 

রাতের হাওড়ায় ভয়াবহ আগুনে কার্যত ছারখার হয়ে গেল আন্দুল রোডের পাশে হাঁসখালি পোল এলাকার দুটি স্পঞ্জ তৈরির কারখানা।...

সোনারপুরে শুরু হচ্ছে প্রবীণদের জন্য বিনামূল্যে নিউমোনিয়া ও ফ্লু টিকাকরণ কর্মসূচি

শীতের আগমনের সঙ্গে সঙ্গেই নিউমোনিয়ার সংক্রমণ বাড়ছে রাজ্যজুড়ে। বিশেষ করে প্রবীণ নাগরিকদের ক্ষেত্রে এই রোগ অনেক সময় প্রাণঘাতী...

প্রকাশিত হল আইসিএসই এবং আইএসসি পরীক্ষার সময়সূচি

প্রকাশিত হল আগামী বছরের দশম এবং দ্বাদশ শ্রেণির আইসিএসই এবং আইএসসি পরীক্ষার সময়সূচি। কাউন্সিলের তরফে এদিন বিজ্ঞপ্তি জারি...
Exit mobile version