Saturday, January 31, 2026

মোদির গুজরাটে ফের ভাঙল ব্রিজ! ৫ বছরেই ‘সুশাসনে’র ছবি প্রকাশ্যে

Date:

Share post:

বিহারে ব্রিজ ভাঙা নিয়ে ডবল ইঞ্জিন সরকারের অপশাসনের চেহারা প্রকাশ্যে এসেছিল। এবার খোদ নরেন্দ্র মোদির গুজরাটেই (Gujarat) ভেঙে পড়ল ব্রিজ। তৈরি হওয়ার মাত্র পাঁচ বছরের মধ্যে সুরেন্দ্রনগরের (Surendernagar) ব্রিজ ভাঙার ঘটনায় উঠে এসেছে সরকারি কাজে দুর্নীতির তত্ত্ব। ঘটনায় কেউ হতাহত না হলেও মুখ পুড়েছে ডবল ইঞ্জিন গুজরাটের।

গুজরাটের সুরেন্দ্রনগর জেলার নানী মোরশাল গ্রাম সংলগ্ন একটি গ্রামের বাঁধ থেকে জল উপচে পড়তেই নদীর জলস্তর বেড়ে যায়। চটিলা শহরের সাব ডিভিশনাল ম্যাজিস্ট্রেট কে কে শর্মা জানিয়েছেন, ভগভো (Bhogavo) নদীর ওপরে থাকা ১০০ মিটারের সেতুটি শহরের সঙ্গে হাবিয়াসর (Habiyasar) নামের একটি গ্রামকে সংযুক্ত করেছিল। নদীর জল বেড়ে যাওয়ায় হুড়মুড়িয়ে ভাঙল সেতুটি।

গত ৩দিন ধরে প্রবল বৃষ্টিতে বিপর্যস্ত গুজরাট। মঙ্গলবার সকালের বৃষ্টিতে দ্বারকা, সুরেন্দ্রনগর, খেদা অঞ্চলও বিধ্বস্ত হয়েছে। তারই মধ্যে সেতু বিপর্যয়ে বিপর্যস্ত সুরেন্দ্রনগর জেলার একটা বড় অংশ। যদিও স্থানীয় বাসিন্দারা আলাদাভাবে কোনও অভিযোগ জানাননি বলেই দাবি জেলাশাসকের। তবে সেতুটি ভেঙে পড়ার ভিডিও তুলেছেন খোদ গ্রামের পঞ্চায়েত প্রধান।

ঘটনার পরই ধামাচাপা দেওয়ার উদ্যোগ শুরু জেলা প্রশাসনের। সাব ডিভিশনাল ম্যাজিস্ট্রেট বলতেই পারলেন না কবে সেতু তৈরি হয়েছিল। তবে পঞ্চায়েত প্রধানের দাবি মাত্র ৫ বছর আগে তৈরি হয়েছিল সেতুটি। বলেন, যেহেতু গ্রাম ও শহরের মধ্যে তেমন বিকল্প যোগাযোগ ব্যবস্থা নেই তাই রাজ্য থেকে কার্যত বিছিন্ন হাবিয়াসর (Habiyasar) গ্রাম ও ৮০০ গ্রামের বাসিন্দা। তাঁর অভিযোগ, সেতু তৈরির সময় পদ্ধতিগত ত্রুটি হচ্ছে বলে দাবি করা হলেও ঠিকাদার নাকি বলেছিলেন, এটাই সেতু তৈরির নয়া পদ্ধতি। পাঁচ বছরে কখনও সেতুটির স্বাস্থ্য পরীক্ষাও হয়নি বলেই দাবি তাঁর।

spot_img

Related articles

বিশ্বকাপের দল ঘোষণা অস্ট্রেলিয়ার: চোট পেয়ে আউট কামিন্স, ব্রাত্য স্মিথও!

অ্যাশেজের সেই পুরনো পিঠের চোটই শেষ পর্যন্ত কাল হলো। আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপ (T-20 World cup) থেকে ছিটকে গেলেন...

মাধ্যমিক পরীক্ষা বানচালের চেষ্টা! SIR-এ স্কুল শিক্ষকদের চাপে তোপ ব্রাত্যর

রাজ্যে এসআইআর প্রক্রিয়ায় এখনও পর্যন্ত যে ১৪০ জনের মৃত্যু হয়েছে, তার মধ্যে বিএলও মৃত্যুর সংখ্য়াটাও কম নয়। কারো...

উদ্ধার আরও দু’জনের ঝলসানো দেহাংশ! আনন্দপুর অগ্নিকান্ডে মৃত বেড়ে ২৭

আনন্দপুর অগ্নিকান্ডে (Anandapur Massive fire) ছাইয়ের স্তূপ থেকে শনিবার ভোরে উদ্ধার হল আরও দুজনের ঝলসানো দেহ। এই নিয়ে...

বাংলায় আগুন রাজনীতি শাহর: বিজেপি রাজ্যে ক্ষতিপূরণ কোথায়, দ্বিচারিতা স্পষ্ট করলেন ব্রাত্য

বাংলার মানুষকে দেওয়ার জন্য ভাঁড়ার শূন্য বিজেপির। নিজেদের খামতি ঢাকতে ব্যস্ত বঙ্গ বিজেপির নেতা থেকে মোদি-শাহ। এবার কলকাতার...