এবছর বাংলা থেকে জাতীয় শিক্ষক মনোনীত ২ জন

কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রণালয়ের তালিকা অনুযায়ী চলতি বছর বাংলা থেকে ‘জাতীয় শিক্ষক’ পুরস্কার পাচ্ছেন দুজন।

সামনেই শিক্ষক দিবস। প্রতিবছর এই দিনে জাতীয়স্তরের শিক্ষাক্ষেত্রে অবদানস্বরূপ নির্বাচিত শিক্ষক-শিক্ষিকাদের বিশেষ সম্মান প্রদান করে থাকে কেন্দ্র সরকার। পুরস্কার প্রাপকরা সকলেই রাষ্ট্রপতির হাত থেকে জাতীয় শিক্ষক হিসাবে পুরস্কৃত হন।কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রণালয়ের তালিকা অনুযায়ী চলতি বছর বাংলা থেকে ‘জাতীয় শিক্ষক’ পুরস্কার পাচ্ছেন দুজন।
বাংলা থেকে সম্মানিত হবেন শালবাগান জিএসএফপি স্কুলের শিক্ষক প্রশান্ত কুমার মারিক ও শ্রী নরসিংহ বিদ্যাপীঠের শিক্ষক আশীষ কুমার রায় (অর্কিডম্যান)। আগামী ৫ সেপ্টেম্বর রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু তাঁদের হাতে তুলে দেবেন শংসাপত্র, রুপোর মেডেল ও ৫০ হাজার টাকা।
চলতি বছর বাংলা থেকে প্রাথমিক ভাবে মনোনীত হয়েছিলেন ৬জন। তাঁদের মধ্য থেকে নির্বাচিত হয়েছেন দুজন।উল্লেখ্য, আগামী প্রজন্মের ভবিষ্যৎ গঠনের জন্য পথ প্রদর্শকের ভূমিকা পালন করেন শিক্ষকেরা। প্রতি বছর শিক্ষক দিবসে দেশের বিভিন্ন প্রান্তের শিক্ষকদের জাতীয় পুরস্কার দেওয়ার ব্যবস্থা করে থাকে কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রক।

 

Previous articleএটা সবে শুরু, ৮৯৯ গোল করে পোস্ট রোনাল্ডোর
Next articleকবে ছাত্র সংসদের নির্বাচন? TMCP-র প্রতিষ্ঠা দিবসের অনুষ্ঠান মঞ্চ থেকে জানালেন মমতা