Friday, November 7, 2025

আর জি কর নিয়ে মুখে কুলুপ অনির্বাণের, পথে প্রতিবাদে স্ত্রী মধুরিমা

Date:

হাসপাতালে কর্মরত অবস্থায় চিকিৎসক তরুণীর মৃত্যুর ঘটনায় যখন চারিদিকে বিচারের দাবি তখন নীরব অভিনেতা অনির্বাণ ভট্টাচার্য (Anirban Bhattacharya)। অভিনেতার মুখে কুলুপ এঁটে থাকা নিয়ে কটাক্ষ হয়েছে সোশ্যাল মিডিয়ায়। ঠিক এইরকম পরিস্থিতিতে আর জি কর কাণ্ডের(RG Kar Medical College and Hospital)বিচার চেয়ে পথে নামছেন অনির্বাণ পত্নী মধুরিমা গোস্বামী (Madhurima Goswami)। বুধবার রাতে আর জি কর-কাণ্ড নিয়ে একটি ফেসবুক লাইভ করার বিষয়ে উদ্যোগী হন অভিনেত্রী সোহিনী সরকার (Sohini Sarkar)। বিভিন্ন পেশার মানুষ এই ফেসবুক লাইভে যোগ দেন। সেখানেই নাট্যজগৎ থেকে যোগ দেন শিল্পী মধুরিমা। পাশাপাশি জাস্টিস চেয়ে প্রতিবাদ করা স্কুলকে শোকজ করার বিরুদ্ধেও সরব হয়েছেন তিনি।

আর জি করে যে নারকীয় ঘটনা ঘটেছে তা সমাজের বুকে মেয়েদের নারী সুরক্ষা নিরাপত্তা নিয়ে অনেকগুলো প্রশ্ন তৈরি করেছে। তদন্ত করছে সিবিআই অথচ এখনও পর্যন্ত কাউকে অ্যারেস্ট করা গেল না। দোষীরা শাস্তি পাবে কবে? এই প্রশ্ন নিয়ে বারবার পথে নেমেছেন বিনোদন জগতের কলাকুশলীরা। ১৪ তারিখ মেয়েদের রাত দখল কর্মসূচি থেকে আজ পর্যন্ত এই ঘটনার তীব্র নিন্দা করে গর্জে উঠতে দেখা গেছে অভিনেত্রী সোহিনীকে। কিন্তু তাঁর প্রিয় বন্ধু অনির্বাণ ভট্টাচার্য এসব থেকে অনেক দূরে। চুপ করে থাকার জন্য ট্রোলিং এর শিকার হতে হয়েছে পরিচালক অভিনেতাকে। দেব এবং ঋতুপর্ণার ক্ষেত্রেও একই ঘটনা ঘটেছিল কিন্তু তারপরে তাঁরা প্রতিবাদে সামিল হয়েছেন। কিন্তু অনির্বাণ সে সবকিছু করেন নি। তাই কি মাঠে নামলেন মধুরিমা? সোহিনী তাঁর লাইভে আগামী ১ সেপ্টেম্বর একটি মহামিছিল করার কথা জানান। মিছিল থেকে নারী ও তৃতীয় লিঙ্গের মানুষের সুরক্ষা বিষয়ে কিছু প্রশ্ন তোলা হবে বলেও দাবি তাঁর। সিবিআইকে আরজি করের স্বৈরাচার ও দুর্নীতির মূল ধারক ও বাহক এবং তাদের বাকি সঙ্গীদের গ্রেফতার করতে হবে এবং ধর্ষণ খুনের ঘটনায় নিরপেক্ষভাবে তদন্ত করার দাবি নিয়ে এই মিছিলের সামিল হবেন অনির্বাণের স্ত্রী মধুরিমা গোস্বামী।


Related articles

ব্রিটিশ-তোষণে লেখা ‘জন গণ মন’! বিজেপি সাংসদের অপমানজনক মন্তব্যের তীব্র প্রতিবাদ তৃণমূলের

ব্রিটিশদের তোষণ করতেই নাকি লেখা হয়েছিল ‘জন গণ মন’। ভারতের জাতীয় সঙ্গীত নিয়ে এই ন্যক্কারজনক মন্তব্য করে ফের...

চিংড়িঘাটা মোড়ে যানজট কমাতে নতুন সেতু নির্মাণের উদ্যোগ কেএমডিএ-র

ইএম বাইপাসের চিংড়িঘাটা মোড়ে দীর্ঘদিনের যানজট সমস্যার সমাধানে বড় পদক্ষেপ নিতে চলেছে কেএমডিএ। শান্তিনগর খালের উপর বর্তমান সরু...

নামের বানানভুল থেকে ডিটেনশন আতঙ্ক! এসআইআর আতঙ্কে মানসিক চাপে সাঁইথিয়ায় মৃত্যু বৃদ্ধের

ইলামবাজারের ঘটনার পর ফের এসআইআর আতঙ্কে মৃত্যু বীরভূমে। হৃদরোগে প্রয়াত হলেন সাঁইথিয়া পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডের বাসিন্দা বিমান...

বিহারে প্রথম দফায় অতিরিক্ত ভোটদানে নতুন সমীকরণ! চিন্তায় শাসক শিবির

বিহার বিধানসভা নির্বাচনের প্রথম দফায় ভোটদানের হার নিয়ে রাজনৈতিক চর্চা তুঙ্গে। বৃহস্পতিবার ১২১টি আসনে ভোটগ্রহণ শেষ হয়েছে। নির্বাচনী...
Exit mobile version