Friday, November 7, 2025

দেবাশিসের পাশে মুখ্যমন্ত্রী, প্রয়োজনে বিদেশে পাঠিয়ে চিকিৎসা: আশ্বাস গোপালিকার

Date:

Share post:

নবান্ন অভিযানে চোখে আঘাত পাওয়া পুলিশ সার্জেন্টকে মুখ্যমন্ত্রীর নির্দেশে হাসপাতালে দেখে এলেন রাজ্যের মুখ্যসচিব ভগবতী প্রসাদ গোপালিক (BP Gopalika)। বুধবার, তৃণমূলের প্রতিষ্ঠা দিবসের সভা থেকেই মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) প্রশ্ন তোলেন, নবান্ন অভিযানে একটা চোখ নষ্ট হয়ে .যাওয়া ওই পুলিশ আধিকারিকের দায়িত্ব কে নেবে? পরে ওই পুলিশ আধিকারিক দেবাশিস চক্রবর্তীর চিকিৎসার যাবতীয় খরচ বহন করার নির্দেশ দেন মুখ্যমন্ত্রী। সেই মতো বৃহস্পতিবার, দেবাশিসকে (Debashis Chakraborty) দেখতে যান মুখ্যসচিব। তাঁর চিকিৎসার ব্যয়ভার বহনের পাশাপাশি চাকরির ভবিষ্যৎ নিয়েও পরিবারকে আশ্বস্ত করেন গোপালিকা।বিজেপির নবান্ন অভিযানে পাথর বৃষ্টির নজিরবিহীন অরাজকতার সাক্ষী থেকেছে বাংলা। হামালাকারীদের ঠেকাতে আহত হয়েছেন কমপক্ষে ২৫ পুলিশ আধিকারিক-কর্মী। সকলের নজরে পড়েছিল হেস্টিংস এলাকায় কর্মরত পুলিশ আধিকারিকের রক্তাক্ত ছবি, যেখানে তাঁর চোখ ফেটে রক্ত ঝরছিল। বুধবার চিকিৎসকরা জানালেন সম্পূর্ণভাবে বাম চোখের দৃষ্টিশক্তি হারিয়ে ফেলার আশঙ্কা রয়েছে কলকাতা পুলিশের সার্জেন্ট দেবাশিস চক্রবর্তী (Debashis Chakraborty)। নবান্ন সূত্রে খবর, দেবাশিস অত্যন্ত ভাল কাজ করেছেন বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী- সেই বার্তা এদিন তাঁর কাছে পৌছে দেন মুখ্যসচিব। পাশাপাশি, মমতার নির্দেশ মতো, চিকিৎসার সমস্ত খরচ বহন করবে রাজ্য সরকার। এমনকী, দেবাশিসের পরিবারকে আশ্বাস দেওয়া হয়েছে, চোখের চিকিৎসার জন্য যদি বিদেশেও নিয়ে যেতে হয়, তারও দায়িত্ব নেবে রাজ্য।

আপাতত বেসরকারি ওই হাসপাতালে দেবাশিসকে পর্যবেক্ষণে রয়েছেন আহত পুলিশ আধিকারিক। ওই সার্জেন্ট এবং তাঁর পরিবারকে যেন চাকরি নিয়ে দুশ্চিন্তা না করেন সেই নিয়েও আশ্বাস দিয়েছেন মুখ্যসচিব। বিষয়টি নিয়ে মুখ্যমন্ত্রীর তরফে সংশ্লিষ্ট দফতর এবং কলকাতা পুলিশকে জরুরি নির্দেশ দেওয়া হয়েছে।






spot_img

Related articles

চিংড়িঘাটা মোড়ে যানজট কমাতে নতুন সেতু নির্মাণের উদ্যোগ কেএমডিএ-র

ইএম বাইপাসের চিংড়িঘাটা মোড়ে দীর্ঘদিনের যানজট সমস্যার সমাধানে বড় পদক্ষেপ নিতে চলেছে কেএমডিএ। শান্তিনগর খালের উপর বর্তমান সরু...

নামের বানানভুল থেকে ডিটেনশন আতঙ্ক! এসআইআর আতঙ্কে মানসিক চাপে সাঁইথিয়ায় মৃত্যু বৃদ্ধের

ইলামবাজারের ঘটনার পর ফের এসআইআর আতঙ্কে মৃত্যু বীরভূমে। হৃদরোগে প্রয়াত হলেন সাঁইথিয়া পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডের বাসিন্দা বিমান...

বিহারে প্রথম দফায় অতিরিক্ত ভোটদানে নতুন সমীকরণ! চিন্তায় শাসক শিবির

বিহার বিধানসভা নির্বাচনের প্রথম দফায় ভোটদানের হার নিয়ে রাজনৈতিক চর্চা তুঙ্গে। বৃহস্পতিবার ১২১টি আসনে ভোটগ্রহণ শেষ হয়েছে। নির্বাচনী...

JNU-তে ফের বাম জোটের জয়জয়কার, খাতা খুলতে পারল না ABVP

ফের দিল্লির জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ের ছাত্র ভোটে (JNU Students' Union Elections) খাতা খুলতে পারল না এবিভিপি। JNU ছাত্র...