দেবাশিসের পাশে মুখ্যমন্ত্রী, প্রয়োজনে বিদেশে পাঠিয়ে চিকিৎসা: আশ্বাস গোপালিকার

নবান্ন অভিযানে চোখে আঘাত পাওয়া পুলিশ সার্জেন্টকে মুখ্যমন্ত্রীর নির্দেশে হাসপাতালে দেখে এলেন রাজ্যের মুখ্যসচিব ভগবতী প্রসাদ গোপালিক (BP Gopalika)। বুধবার, তৃণমূলের প্রতিষ্ঠা দিবসের সভা থেকেই মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) প্রশ্ন তোলেন, নবান্ন অভিযানে একটা চোখ নষ্ট হয়ে .যাওয়া ওই পুলিশ আধিকারিকের দায়িত্ব কে নেবে? পরে ওই পুলিশ আধিকারিক দেবাশিস চক্রবর্তীর চিকিৎসার যাবতীয় খরচ বহন করার নির্দেশ দেন মুখ্যমন্ত্রী। সেই মতো বৃহস্পতিবার, দেবাশিসকে (Debashis Chakraborty) দেখতে যান মুখ্যসচিব। তাঁর চিকিৎসার ব্যয়ভার বহনের পাশাপাশি চাকরির ভবিষ্যৎ নিয়েও পরিবারকে আশ্বস্ত করেন গোপালিকা।বিজেপির নবান্ন অভিযানে পাথর বৃষ্টির নজিরবিহীন অরাজকতার সাক্ষী থেকেছে বাংলা। হামালাকারীদের ঠেকাতে আহত হয়েছেন কমপক্ষে ২৫ পুলিশ আধিকারিক-কর্মী। সকলের নজরে পড়েছিল হেস্টিংস এলাকায় কর্মরত পুলিশ আধিকারিকের রক্তাক্ত ছবি, যেখানে তাঁর চোখ ফেটে রক্ত ঝরছিল। বুধবার চিকিৎসকরা জানালেন সম্পূর্ণভাবে বাম চোখের দৃষ্টিশক্তি হারিয়ে ফেলার আশঙ্কা রয়েছে কলকাতা পুলিশের সার্জেন্ট দেবাশিস চক্রবর্তী (Debashis Chakraborty)। নবান্ন সূত্রে খবর, দেবাশিস অত্যন্ত ভাল কাজ করেছেন বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী- সেই বার্তা এদিন তাঁর কাছে পৌছে দেন মুখ্যসচিব। পাশাপাশি, মমতার নির্দেশ মতো, চিকিৎসার সমস্ত খরচ বহন করবে রাজ্য সরকার। এমনকী, দেবাশিসের পরিবারকে আশ্বাস দেওয়া হয়েছে, চোখের চিকিৎসার জন্য যদি বিদেশেও নিয়ে যেতে হয়, তারও দায়িত্ব নেবে রাজ্য।

আপাতত বেসরকারি ওই হাসপাতালে দেবাশিসকে পর্যবেক্ষণে রয়েছেন আহত পুলিশ আধিকারিক। ওই সার্জেন্ট এবং তাঁর পরিবারকে যেন চাকরি নিয়ে দুশ্চিন্তা না করেন সেই নিয়েও আশ্বাস দিয়েছেন মুখ্যসচিব। বিষয়টি নিয়ে মুখ্যমন্ত্রীর তরফে সংশ্লিষ্ট দফতর এবং কলকাতা পুলিশকে জরুরি নির্দেশ দেওয়া হয়েছে।






Previous articleএখনই ছাড় নয় ব্রিজভূষণের, কুস্তিগিরদের যৌন হেনস্থার অভিযোগের মামলার পরবর্তী শুনানি ২৬ সেপ্টম্বর
Next articleসন্দীপকে জেরার মধ্যেই R G Kar-র মর্গে হানা সিবিআই দলের, খতিয়ে দেখা হচ্ছে নথি