Sunday, August 24, 2025

ব্রোঞ্জ পদক হাতছাড়ার পর লক্ষ্যকে ফোন দীপিকার, ভারতীয় শাটলারকে কী বলেছিলেন বলিউড অভিনেত্রী ?

Date:

২০২৪ প্যারিস অলিম্পিক্সে সেমিফাইনালে উঠেও পদক হাতছাড়া হয় ভারতীয় ব্যাডমিন্টন তারকা লক্ষ্য সেন। এমনকি ব্রোঞ্জ পদকও জয় করতে পারেনি লক্ষ্য । এরপর হতাশ হয়ে পড়েন ভারতীয় শাটলার। সেই সময় নাকি লক্ষ্যকে চাঙ্গা করেন বলিউড অভিনেত্রী দীপিকা পাড়ুকোন। এদিন এক সাক্ষাতকারে এমনটাই জানান লক্ষ্য। লক্ষ্য জানান, ব্রোঞ্জ পদক ম্যাচে হারের পর লক্ষ্যকে ফোন করেন দীপিকা।

এই নিয়ে লক্ষ্য বলেন, “ ওঁরা সকলে আমার পাশে ছিলেন। ব্রোঞ্জ পদকের ম্যাচে হারের পর দীপিকা আমায় ফোন করেছিলেন। উনি বলেছিলেন, চিন্তা না করতে। আমি ভাল খেলেছি। প্রকাশ স্যর আমার মেন্টর এবং বাবার মতো। কোনও রকম পরামর্শের প্রয়োজন হলেই আমি ওঁদের সঙ্গে নিঃসংকোচে কথা বলতে পারি।” এরপর ভারতীয় শাটলার আরও বলেন, “ সেমিফাইনালের পর আমি ভেঙে পড়েছিলাম। অলিম্পিক্সে দেশকে পদক এনে দিতে না পারার যন্ত্রণা ভুলতে সময় লেগেছিল। আমি জানতাম ভিক্টর অ্যাক্সেলসনের বিরুদ্ধে খেলতে হবে। আমি সেই ভাবেই প্রস্তুতি নিয়েছিলাম। এখন আমি যখন ওই ম্যাচ নিয়ে ভাবি, তখন বুঝতে পারি যে কোন কোন জায়গায় আরও উন্নতি করতে পারতাম। সব ঠিক ছিল, কিন্তু শেষ দিকে আমি পারলাম না।”

আরও পড়ুন- নিজের ইউটিউব চ্যানেলে পরবর্তী লক্ষ্যের কথা জানিয়েই কিংবদন্তি পেলেকে খোঁচা রোনাল্ডোর, কী বললেন সিআরসেভেন?


Related articles

পরিযায়ী শ্রমিকদের জন্য ‘শ্রমশ্রী’ প্রকল্পে নাম নথিভুক্তি শুরু

পরিযায়ী শ্রমিকদের সুবিধার্থে এবার আরও এক পদক্ষেপ রাজ্য সরকারের। ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ কর্মসূচির আওতায় দুয়ারে সরকার শিবিরেও...

‘নিখুঁত ভুলগুলি’, উৎপল সিনহার কলম

একটা দুঃখের কথা পথে ও বিপথে ঘুরে প্রত্যাখ্যাত হতে হতে গান হয়ে ওঠে ...একটি দুঃখের কথা পথে ও বিপথে ঘুরে প্রত্যাখ্যাত হতে হতে গান...

ষোলতেই ১৩০ কেজি! ছেলের খাবার জোগাতেই নাজেহাল বাবা-মা

মুর্শিদাবাদ জেলার সাগরদিঘি থানার কাবিলপুর পঞ্চায়েতের মথুরাপুর গ্রাম। এখানেই থাকেন দিনমজুর মুনশাদ আলি। তাঁর ছোট ছেলে জিশান আলি...

কবে থেকে শুরু জয়েন্টের কাউন্সেলিং? দিনক্ষণ জানিয়ে দিল বোর্ড

ফলপ্রকাশের পর এবার ১৫ দিনের মধ্যেই কাউন্সেলিং প্রক্রিয়া তথা ভর্তি প্রক্রিয়া শেষ করবে জয়েন্ট এন্ট্রান্স বোর্ড। এবার কাউন্সেলিং...
Exit mobile version