নিজের ইউটিউব চ্যানেলে পরবর্তী লক্ষ্যের কথা জানিয়েই কিংবদন্তি পেলেকে খোঁচা রোনাল্ডোর, কী বললেন সিআরসেভেন?

এখনও পর্যন্ত কেরিয়ারে প্রায় ১২০০ ম্যাচ খেলেছেন রোনাল্ডো।

0
1

মাঠ হোক বা মঠের বাইরে, একের পর এক রেকর্ড করে চলেছেন পর্তুগাল তারকা ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। ইউরোপ ছারলেও, ইউরোপীয় ফুটবলে আজও রোনাল্ডোর রেকর্ড ভাঙার ধারেকাছে এখনও আসতে পারেনি। চ্যাম্পিয়ন্স লিগে রেকর্ড সংখ্যক গোল রয়েছে ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর। যে কারণে উয়েফা থেকে বিশেষ সম্মানও পাবেন তিনি। আর এরই মধ্যে নিজের পরবর্তী লক্ষ্যের কথা জনিয়ে দিলেন সিআরসেভেন। সঙ্গে দিলেন প্রয়াত কিংবদন্তী ফুটবলার পেলেকে খোঁচা।

এখনও পর্যন্ত কেরিয়ারে প্রায় ১২০০ ম্যাচ খেলেছেন রোনাল্ডো। সব মিলিয়ে করেছেন ৮৯১ গোল। আন্তর্জাতিক ফুটবলেও সবচেয়ে বেশি গোল রয়েছে তাঁর। প্রতিদ্বন্দ্বী লিওনেল মেসি রয়েছেন তাঁর পিছনে। তবে এরই মধ্যে নিজের ইউটিউব চ্যানেলে আলাপচারিতায় পর্তুগিজ তারকা জানালেন তাঁর আগামী লক্ষ্যের কথা। এই নিয়ে রোনাল্ডো বলেন, “ এর মধ্যেই আমার ৯০০ গোল হয়ে যাবে। তারপর আমি ১০০০ গোলে পৌঁছে যাব। আমি সেটা করতে চাই। ৪১ বছরে অবসর নেব কিনা জানি না। সেই জন্যই বলছিলাম, আমি বর্তমানে বাঁচতে চাই। যদি চোটআঘাত না পাই, তাহলে ১০০০ গোলে পৌঁছব। আমার কাছে ফুটবল জীবনে সেটাই সেরা লক্ষ্য হবে।” এরপর পেলেকে খোঁচা দিয়ে সিআরসেভেন বলেন, “ একটাই পার্থক্য রয়েছে, আমি যত গোল করেছি, তার ভিডিও রয়েছে। ফলে আমি সেটা সত্যিকারে প্রমাণ করতে পারব।” তারপর রোনাল্ডো বলেন, “আমি পেলেকে সম্মান করি। কিন্তু যদি আরও গোল দেখতে চাও, তাহলে আমি ট্রেনিংয়ের ভিডিও নিয়ে আসব। সেগুলোও ভিডিওয় আছে। সবাইকে প্রমাণ দেখাতে পারব।”

আরও পড়ুন- আর জি কর-কাণ্ডের প্রতিবাদ ফের পথে তিন প্রধানের সমর্থকরা