Friday, November 14, 2025

নিজের ইউটিউব চ্যানেলে পরবর্তী লক্ষ্যের কথা জানিয়েই কিংবদন্তি পেলেকে খোঁচা রোনাল্ডোর, কী বললেন সিআরসেভেন?

Date:

মাঠ হোক বা মঠের বাইরে, একের পর এক রেকর্ড করে চলেছেন পর্তুগাল তারকা ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। ইউরোপ ছারলেও, ইউরোপীয় ফুটবলে আজও রোনাল্ডোর রেকর্ড ভাঙার ধারেকাছে এখনও আসতে পারেনি। চ্যাম্পিয়ন্স লিগে রেকর্ড সংখ্যক গোল রয়েছে ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর। যে কারণে উয়েফা থেকে বিশেষ সম্মানও পাবেন তিনি। আর এরই মধ্যে নিজের পরবর্তী লক্ষ্যের কথা জনিয়ে দিলেন সিআরসেভেন। সঙ্গে দিলেন প্রয়াত কিংবদন্তী ফুটবলার পেলেকে খোঁচা।

এখনও পর্যন্ত কেরিয়ারে প্রায় ১২০০ ম্যাচ খেলেছেন রোনাল্ডো। সব মিলিয়ে করেছেন ৮৯১ গোল। আন্তর্জাতিক ফুটবলেও সবচেয়ে বেশি গোল রয়েছে তাঁর। প্রতিদ্বন্দ্বী লিওনেল মেসি রয়েছেন তাঁর পিছনে। তবে এরই মধ্যে নিজের ইউটিউব চ্যানেলে আলাপচারিতায় পর্তুগিজ তারকা জানালেন তাঁর আগামী লক্ষ্যের কথা। এই নিয়ে রোনাল্ডো বলেন, “ এর মধ্যেই আমার ৯০০ গোল হয়ে যাবে। তারপর আমি ১০০০ গোলে পৌঁছে যাব। আমি সেটা করতে চাই। ৪১ বছরে অবসর নেব কিনা জানি না। সেই জন্যই বলছিলাম, আমি বর্তমানে বাঁচতে চাই। যদি চোটআঘাত না পাই, তাহলে ১০০০ গোলে পৌঁছব। আমার কাছে ফুটবল জীবনে সেটাই সেরা লক্ষ্য হবে।” এরপর পেলেকে খোঁচা দিয়ে সিআরসেভেন বলেন, “ একটাই পার্থক্য রয়েছে, আমি যত গোল করেছি, তার ভিডিও রয়েছে। ফলে আমি সেটা সত্যিকারে প্রমাণ করতে পারব।” তারপর রোনাল্ডো বলেন, “আমি পেলেকে সম্মান করি। কিন্তু যদি আরও গোল দেখতে চাও, তাহলে আমি ট্রেনিংয়ের ভিডিও নিয়ে আসব। সেগুলোও ভিডিওয় আছে। সবাইকে প্রমাণ দেখাতে পারব।”

আরও পড়ুন- আর জি কর-কাণ্ডের প্রতিবাদ ফের পথে তিন প্রধানের সমর্থকরা


Related articles

সরকারি হাসপাতালে নাবালিকা রোগীর শ্লীলতাহানি! গ্রেফতার RG Kar আন্দোলনের ‘বিপ্লবী’ ডাক্তার

উত্তর ২৪ পরগনা জেলার বারাসাতে সরকারি হাসপাতালে নাবালিকা রোগীর শ্লীলতাহানির অভিযোগে। ঘটনায় গ্রেফতার বারাসাত মেডিকেল কলেজ ও হাসপাতালের...

আন্দুল রোডে বিধ্বংসী অগ্নিকাণ্ড! ভস্মীভূত দুই স্পঞ্জ কারখানা 

রাতের হাওড়ায় ভয়াবহ আগুনে কার্যত ছারখার হয়ে গেল আন্দুল রোডের পাশে হাঁসখালি পোল এলাকার দুটি স্পঞ্জ তৈরির কারখানা।...

সোনারপুরে শুরু হচ্ছে প্রবীণদের জন্য বিনামূল্যে নিউমোনিয়া ও ফ্লু টিকাকরণ কর্মসূচি

শীতের আগমনের সঙ্গে সঙ্গেই নিউমোনিয়ার সংক্রমণ বাড়ছে রাজ্যজুড়ে। বিশেষ করে প্রবীণ নাগরিকদের ক্ষেত্রে এই রোগ অনেক সময় প্রাণঘাতী...

প্রকাশিত হল আইসিএসই এবং আইএসসি পরীক্ষার সময়সূচি

প্রকাশিত হল আগামী বছরের দশম এবং দ্বাদশ শ্রেণির আইসিএসই এবং আইএসসি পরীক্ষার সময়সূচি। কাউন্সিলের তরফে এদিন বিজ্ঞপ্তি জারি...
Exit mobile version