Thursday, August 21, 2025

সন্দীপকে জেরার মধ্যেই R G Kar-র মর্গে হানা সিবিআই দলের, খতিয়ে দেখা হচ্ছে নথি 

Date:

বৃহস্পতিবার সকালে সিজিও কমপ্লেক্সে (CGO Complex ) আর জি কর (RG Kar) মেডিক্যাল কলেজ এবং হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষকে (Sandip Ghosh) যখন জেরা করা হচ্ছে ঠিক তখনই সিবিআইয়ের (CBI) একটি দলটি পৌঁছল আর জি করের মর্গে (Morgue) । এদিন দুপুরে সিবিআই-র পাঁচ সদস্যের একটি দল আর জি কর হাসপাতালে পৌঁছে সোজা চলে যান মৃতদেহ সংরক্ষণ বিভাগে। সেখানে বিভাগীয় কর্মীদের সঙ্গে কথা বলতে দেখা যায় তদন্তকারীদের।

তবে সূত্রের খবর, আর্থিক কেলেঙ্কারি মামলার তদন্ত করতেই এদিন দুপুরে আর জি করে পৌঁছে যান তদন্তকারীরা। মূলত সন্দীপ ঘোষের বিরুদ্ধে হাসপাতালের মর্গ থেকে মৃতদেহ লোপাটের যে অভিযোগ উঠেছিল, তারই তদন্ত করতেই হাসপাতালে পৌঁছেছে সিবিআই। সিবিআই সূত্রে খবর, মর্গের বিভিন্ন তথ্য এবং নথি খতিয়ে দেখতেই এই হানা‌। আর সেখানে গিয়েই প্রথমে কর্মীদের সঙ্গে কথা বলে কিছু তথ্য জানার চেষ্টা করছে তদন্তকারী দল। এর আগে বেশ কয়েক বার আর জি করের ঘটনার তদন্তে একাধিক জায়গায় অনুসন্ধান করলেও এদিন সোজা আর জি করের মর্গে হানা দিলেন তাঁরা। তবে সিবিআই তদন্তে ইতিমধ্যে ঢিলেমির অভিযোগ তুলে সরব হয়েছেন অনেকেই। দোষীদের শাস্তির দাবিতে অবিলম্বে সিবিআইয়ের কঠোর পদক্ষেপ দাবি করা হচ্ছে।

অন্যদিকে এই নিয়ে একটানা ১৪ দিনে ১৩ বার কেন্দ্রীয় এজেন্সির গোয়েন্দাদের জেরার মুখোমুখি হয়েছেন আর জি করের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ। ফের সিবিআইয়ের তলবে বৃহস্পতিবারও সল্টলেক সিজিও কমপ্লেক্সে হাজির হন সন্দীপ। এদিনও টানা জিজ্ঞাসাবাদ হবে তাঁর। সন্দীপ যখন সিজিওতে তখনই আর জি করের মর্গে সিবিআই দল।


Related articles

যোগীরাজ্যের পাঠ্যপুস্তকে বাদ কেন রবীন্দ্রনাথকে? সাংসদ ঋতব্রতর প্রশ্নে অস্বস্তিতে কেন্দ্র

উত্তরপ্রদেশের দ্বাদশ শ্রেণির পাঠ্যপুস্তক থেকে রবীন্দ্রনাথ ঠাকুরকে কি বাদ দেওয়া হয়েছে? তৃণমূলের রাজ্যসভার সাংসদ ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের প্রশ্নে স্পষ্টতই...

প্রয়াত সিপিএম নেতা-প্রাক্তন মন্ত্রী দীনেশচন্দ্র ডাকুয়া

প্রয়াত সিপিএমের বর্ষীয়ান নেতা দীনেশচন্দ্র ডাকুয়া। বুধবার এনআরএস হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। বয়স হয়েছিল ৯৫ বছর।...

উপাচার্য নিয়োগের ইন্টারভিউয়ে ডাক মেলেনি! শীর্ষ আদালতে শান্তা দত্ত 

স্থায়ী উপাচার্য নিয়োগের ইন্টারভিউ পর্বে ডাক পাননি কলকাতা বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তী উপাচার্য শান্তা দত্ত। যোগ্য হয়েও তাঁকে সুযোগ দেওয়া...

১৫ দিনেই রেকর্ড সাফল্য! রাজ্যে সাড়া ফেলল ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ কর্মসূচি

মাত্র পনেরো দিনেই নজির গড়ল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নতুন কর্মসূচি, ‘আমাদের পাড়া আমাদের সমাধান’। রাজ্যের মানুষের হাতে উন্নয়নের...
Exit mobile version