Tuesday, November 4, 2025

কলকাতা হাইকোর্টের নির্দেশে সিবিআই আর জি কর কাণ্ডের তদন্তভার হাতে পায় গত ১৫ আগস্ট। তারপর থেকে দু’সপ্তাহ পার, এই ১৪ দিনে ১৩ বার কেন্দ্রীয় এজেন্সির গোয়েন্দাদের জেরার মুখোমুখি হয়েছেন আর জি করের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ (Sandip Ghosh)। ফের সিবিআইয়ের তলবে এর আজ, বৃহস্পতিবারও সল্টলেক সিজিও কমপ্লেক্সে হাজির হলেন সন্দীপ। এদিনও টানা জিজ্ঞাসাবাদ হবে তাঁর।

আর জি করে তরুণী চিকিৎসক পড়ুয়ার ধর্ষণ এবং খুনের ঘটনার তদন্তের পাশাপাশি হাসপাতালের আর্থিক দুর্নীতির তদন্তের দায়িত্বও পেয়েছে সিবিআই। তদন্তে নামতে চলেছে ইডিও। দু’টি মামলাতেই জিজ্ঞাসাবাদ করা হচ্ছে আরজি করের সন্দীপকে। ধর্ষণ ও খুনের মামলায় পরোক্ষে নাম জড়িয়েছে তাঁর। আর দুর্নীতির মামলায় মূল অভিযুক্ত তিনি। দফতরে ডেকে সন্দীপকে (Sandip Ghosh) জিজ্ঞাসাবাদ এখন সিবিআইয়ের রোজ নামচা। পাশাপাশি, তাঁর বেলেঘাটার বাড়িতে গিয়ে তল্লাশিও চালান সিবিআইয়ের গোয়েন্দারা।

আর জি কর কাণ্ডে উত্তাল গোটা রাজ্য। বিচার চেয়ে লাগাতার কর্মবিরতির পথ বেছে নিয়েছেন জুনিয়র ডাক্তাররা। এই ঘটনার জন্য শুরু থেকেই কাঠগড়ায় তোলা হয়েছে প্রাক্তন অধ্যক্ষকে। তারই মধ্যে গত ১৬ অগস্ট থেকে তাঁকে টানা জিজ্ঞাসাবাদ করছে সিবিআই। প্রতি দিন সকালেই সন্দীপ সিজিও কমপ্লেক্সে যাচ্ছেন এবং জেরা শেষে বাড়ি ফিরছেন রাতে। এর মাঝে আদালতের অনুমতিক্রমে পলিগ্রাফ টেস্টও হয়েছে সন্দীপের।

আরও পড়ুন: নবান্ন অভিযানের নামে ভয়ঙ্কর ষড়যন্ত্র, গ্রেফতার ছাত্র সমাজের আরও এক নেতা

 

Related articles

গ্রুপ সি ও ডি নিয়োগে অযোগ্যদের তালিকা প্রকাশ করল এসএসসি

রাজ্যের স্কুল সার্ভিস কমিশন (এসএসসি) গ্রুপ সি ও গ্রুপ ডি পদে অযোগ্য প্রার্থীদের তালিকা প্রকাশ করল। কমিশনের প্রকাশিত...

তিন জেলায় চলবে নজরদারি! এসআইআর পরিদর্শনে আসছে কমিশনের বিশেষ দল

ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনী (এসআইআর) প্রক্রিয়া চলাকালীন রাজ্যে আসছে নির্বাচন কমিশনের বিশেষ পরিদর্শক দল। কমিশন সূত্রে জানা...

এসআইআর চলাকালীন এলাকায় থাকতে হবে মন্ত্রীদের, কড়া নির্দেশ মুখ্যমন্ত্রীর

রাজ্যজুড়ে মঙ্গলবার থেকে শুরু হচ্ছে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনী প্রক্রিয়া (এসআইআর)। এই প্রক্রিয়ায় বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের...

বিশ্বকাপ জিতেই মোটা অঙ্কের আর্থিক পুরস্কার, আয়ে পলাশকে কতটা টেক্কা দিলেন স্মৃতি?

বিশ্বকাপ জিতেই বিয়ের পিঁড়িতে বসার সিদ্ধান্ত নিয়েছেন স্মৃতি মান্ধানা (Smriti Mandhana) । আগামী কয়েকদিনের মধ্যেই জীবনের দ্বিতীয় ইনিংস...
Exit mobile version