Tuesday, November 4, 2025

বিজেপি শাসিত রাজ্যেই ছাত্র আত্মহত্যার রেকর্ড! NCRB-র রিপোর্টে বাড়ছে উদ্বেগ

Date:

দেশে লাফিয়ে বাড়ছে ছাত্র আত্মহত্যার (Student Suicide) মতো ঘটনা। বর্তমানে তা রীতিমতো উদ্বেগের। ন্যাশনাল ক্রাইম রেকর্ডস ব্যুরোর (NCRB) তথ্য দেখে রীতিমতো চোখ কপালে ওঠার জোগাড়। প্রতিবেদন রিপোর্টেই স্পষ্ট বার্ষিক জনসংখ্যা বৃদ্ধির হার এবং সামগ্রিক আত্মহত্যার প্রবণতাকে ছাপিয়ে গেছে এই সংখ্যা। সম্প্রতি এনসিআরবি একটি প্রতিবেদন রিপোর্ট সামনে এসেছে। সেখানেই এমন তথ্য উঠে এসেছে।

ছাত্র আত্মহত্যা: যে মহামারী আছড়ে পড়তে চলেছে ভারতে’ শীর্ষক ওই রিপোর্টে স্পষ্ট উল্লেখ করা হয়েছে, দেশে সামগ্রিক আত্মহত্যার সংখ্যা বার্ষিক ২ শতাংশ বেড়েছে। এর মধ্যে ছাত্র আত্মহত্যার ঘটনাগুলি ততটা সামনে না এলেও ছাত্র আত্মহত্যার ঘটনা চার শতাংশ বেড়েছে। যা রীতিমতো উদ্বেগের। রিপোর্ট আরও বলছে, গত দু’দশকে, ছাত্রদের আত্মহত্যার হার বার্ষিক চার শতাংশ বেড়েছে বার্ষিক। যা জাতীয় আত্মহত্যার গড় পরিসংখ্যানের দ্বিগুণ। অন্যদিকে ২০২২ সালে মোট ছাত্র আত্মহত্যার ৫৩ শতাংশ পুরুষ ছাত্র ছিল। যা থেকে বলা যায়, ছাত্রদের আত্মহত্যা ৬ শতাংশ কমেছে। তবে ছাত্রীদের আত্মহত্যা ৭ শতাংশ বেড়েছে বলে খবর। এসব আত্মহত্যার ঘটনা জনসংখ্যা বৃদ্ধির হার এবং সামগ্রিক আত্মহত্যার প্রবণতাকেও পিছনে ফেলে দিল।

এনসিআরবি-র তথ্য সূত্রে খবর, গত এক দশকে ২৪ বছর বয়সিদের জনসংখ্যা কমেছে ১০ লক্ষ। এদিকে ছাত্র আত্মহত্যার সংখ্যা ৬৬৫৪ থেকে বেড়ে হয়েছে ১৩ হাজার ৪৪!রিপোর্ট অনুসারে, মহারাষ্ট্র, তামিলনাড়ু এবং মধ্যপ্রদেশকে এমন রাজ্য হিসেবে চিহ্নিত করা হয়েছে, যেখানে ছাত্রদের আত্মহত্যার সংখ্যা সবচেয়ে বেশি! এই তালিকায় রাজস্থান রয়েছে ১০ নম্বরে, যার মধ্যে বড় সংখ্যক আত্মহত্যার খবর আসে কোটা থেকে। আইসি-৩ ও এক্সপোর বার্ষিক কনফারেন্সে এমন রিপোর্ট সামনে আনে এনসিআরবি।

Related articles

নিউটাউনে ক্ষতবিক্ষত দেহ উদ্ধার: স্বর্ণ ব্যবসায়ীর মৃত্যুতে অভিযুক্ত বিডিও!

সোনা চুরির অভিযোগ। তার জেরে বাড়ি গিয়ে হুমকি দিলেন বিডিও। তারপর অপহরণ। শেষে অপহৃত স্বর্ণ ব্যবসায়ীর (gold businessman)...

হিরে-সোনা সঙ্গেই বাড়ছে বিজ্ঞাপনের পারিশ্রমিক, জানুন স্মৃতিদের প্রাপ্তি তালিকা

বিশ্বকাপ(ICC World cup) জয়ের পরই ভারতীয় মহিলা ক্রিকেটারদের বাড়ছে ব্র্যান্ড ভ্যালু। বিশ্বকাপ জয়ের পরই রাতারাতি মহাতারকা হয়ে উঠেছেন...

বিলাসপুরে ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় শোকাহত পরিবারের প্রতি সমবেদনা-আহতদের দ্রুত আরোগ্য কামনা অভিষেকের

ছত্তিশগড়ের বিলাসপুরে ট্রেন দুর্ঘটনায় (Train Accident) মৃত্যুর ঘটনায় গভীর শোকপ্রকাশ করলেন তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্য়োপাধ্যায়...

বিশ্বকাপ জিতেই গিটার হাতে তৈরি জেমাইমা, কাকে দিলেন গান গাওয়ার প্রস্তাব?

ব্যাট হাতে রান তুলতে যেমন দক্ষ তেমনই গিটারের সুরেও সমান সাবলীল জেমাইমা রদ্রিগেজ(Jemimah Rodrigues )।  বিশ্বকাপ জিতেছে  গিটার...
Exit mobile version