Thursday, August 21, 2025

“আমরা চিকিৎসকদের পাশে, কিন্তু ওনরা আমাদের পাশে নেই”! পরিষেবা না পেয়ে ক্ষোভ রোগীর পরিজনের

Date:

বুকে প্রবল ব্যথা দাদার। খিদিরপুর এক ব্যক্তি ভাইকে নিয়ে আসেন রাজ্যের সবচেয়ে বড় হাসপাতাল এসএসকেএমের (SSKM Hospital) কার্ডিওলজি বিভাগে। কিন্তু আসার পরই এক অদ্ভুত অভিজ্ঞতার সাক্ষী হতে হল তাঁদের। ওই ব্যক্তির কথায়, ডাক্তারবাবু নেই। তাই হাসপাতালের স্বাস্থ্যকর্মীরা কে কবে ছুটি নেবেন, শুধু সেই আলোচনাতেই ব্যস্ত। রোগীর দিকে ফিরেই তাকাচ্ছেন না। রোগীর পরিবারের কোনও কথাতেই কান দিচ্ছিলেন না তাঁরা। প্রায় হাতে পায়ে ধরে কাজ উদ্ধারের চেষ্টা করেন।

এসএসকেএমের (SSKM Hospital) এমারজেন্সি বিভাগের সামনে দাদাকে নিয়ে দাঁড়িয়ে ছিলেন। ডাক্তারদের লাগাতার কর্মবিতরিতে জেরে হাসপাতালের এমন অব্যবস্থা নিয়ে ক্ষোভ চাপা দিতে পারেননি। বলেই ফেললেন, “প্রায় আধ ঘণ্টা ওখানে রোগীকে নিয়ে দাঁড়িয়ে থাকলাম। শুধু ডাক্তারকে ফোন করছে। আর গল্প করে চলেছে। কে কবে ছুটি নেবে। ছুটিতে কে কী করবে, সেইসব নিয়ে শুধু কথা তাঁদের। একজন অসুস্থ মানুষকে নিয়ে এসেছি। তাঁর বুকে ব্যথা করছে। কিছু ওষুধ তো দেবে সাময়িক সুস্থ করতে। সেটুকুও করলেন না ওঁরা। কে কবে ছুটি নেবেন তা নিয়েই ব্যস্ত। অদ্ভুত।”

প্রায় দিশাহারা হয়ে কার্ডিওলজি থেকে আবার এমারজেন্সি বিভাগে নিয়ে এলেন রোগীকে। হাতে প্রেসক্রিপশন আর ইসিজি রিপোর্ট। এবার বললেন, “এখানে কিছুই হবে না। রোগীকে বাঁচাতে আমাকে এখন বেসরকারি কোথাও নিয়ে গিয়ে দেখাতে হবে।” এই ভোগান্তির জন্য কর্মবিরতি আন্দোলনকেই সরাসরি দায়ী করলেন দাদার চিকিৎসা করাতে আসা ওই ব্যক্তি। বললেন, “আর জি করের ওই মহিলা চিকিৎসকের সঙ্গে যা হয়েছে তা কোনওভাবেই মেনে নেওয়া যায় না। বিচার চেয়ে আমরা চিকিৎসকদের পাশে আছি। কিন্তু চিকিৎসকরাই আমাদের পাশে থাকলেন না।”

আরও পড়ুন: কর্মবিরতিতে ছুটির মেজাজ আর জি করে, স্বাস্থ্যকর্মীরা কেউ মোবাইলে খেলছেন গেম, কেউ দিচ্ছেন ভাতঘুম

 

Related articles

যোগীরাজ্যের পাঠ্যপুস্তকে বাদ কেন রবীন্দ্রনাথকে? সাংসদ ঋতব্রতর প্রশ্নে অস্বস্তিতে কেন্দ্র

উত্তরপ্রদেশের দ্বাদশ শ্রেণির পাঠ্যপুস্তক থেকে রবীন্দ্রনাথ ঠাকুরকে কি বাদ দেওয়া হয়েছে? তৃণমূলের রাজ্যসভার সাংসদ ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের প্রশ্নে স্পষ্টতই...

প্রয়াত সিপিএম নেতা-প্রাক্তন মন্ত্রী দীনেশচন্দ্র ডাকুয়া

প্রয়াত সিপিএমের বর্ষীয়ান নেতা দীনেশচন্দ্র ডাকুয়া। বুধবার এনআরএস হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। বয়স হয়েছিল ৯৫ বছর।...

উপাচার্য নিয়োগের ইন্টারভিউয়ে ডাক মেলেনি! শীর্ষ আদালতে শান্তা দত্ত 

স্থায়ী উপাচার্য নিয়োগের ইন্টারভিউ পর্বে ডাক পাননি কলকাতা বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তী উপাচার্য শান্তা দত্ত। যোগ্য হয়েও তাঁকে সুযোগ দেওয়া...

১৫ দিনেই রেকর্ড সাফল্য! রাজ্যে সাড়া ফেলল ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ কর্মসূচি

মাত্র পনেরো দিনেই নজির গড়ল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নতুন কর্মসূচি, ‘আমাদের পাড়া আমাদের সমাধান’। রাজ্যের মানুষের হাতে উন্নয়নের...
Exit mobile version