Thursday, August 21, 2025

বিজেপি শাসিত রাজ্যেই ছাত্র আত্মহত্যার রেকর্ড! NCRB-র রিপোর্টে বাড়ছে উদ্বেগ

Date:

দেশে লাফিয়ে বাড়ছে ছাত্র আত্মহত্যার (Student Suicide) মতো ঘটনা। বর্তমানে তা রীতিমতো উদ্বেগের। ন্যাশনাল ক্রাইম রেকর্ডস ব্যুরোর (NCRB) তথ্য দেখে রীতিমতো চোখ কপালে ওঠার জোগাড়। প্রতিবেদন রিপোর্টেই স্পষ্ট বার্ষিক জনসংখ্যা বৃদ্ধির হার এবং সামগ্রিক আত্মহত্যার প্রবণতাকে ছাপিয়ে গেছে এই সংখ্যা। সম্প্রতি এনসিআরবি একটি প্রতিবেদন রিপোর্ট সামনে এসেছে। সেখানেই এমন তথ্য উঠে এসেছে।

ছাত্র আত্মহত্যা: যে মহামারী আছড়ে পড়তে চলেছে ভারতে’ শীর্ষক ওই রিপোর্টে স্পষ্ট উল্লেখ করা হয়েছে, দেশে সামগ্রিক আত্মহত্যার সংখ্যা বার্ষিক ২ শতাংশ বেড়েছে। এর মধ্যে ছাত্র আত্মহত্যার ঘটনাগুলি ততটা সামনে না এলেও ছাত্র আত্মহত্যার ঘটনা চার শতাংশ বেড়েছে। যা রীতিমতো উদ্বেগের। রিপোর্ট আরও বলছে, গত দু’দশকে, ছাত্রদের আত্মহত্যার হার বার্ষিক চার শতাংশ বেড়েছে বার্ষিক। যা জাতীয় আত্মহত্যার গড় পরিসংখ্যানের দ্বিগুণ। অন্যদিকে ২০২২ সালে মোট ছাত্র আত্মহত্যার ৫৩ শতাংশ পুরুষ ছাত্র ছিল। যা থেকে বলা যায়, ছাত্রদের আত্মহত্যা ৬ শতাংশ কমেছে। তবে ছাত্রীদের আত্মহত্যা ৭ শতাংশ বেড়েছে বলে খবর। এসব আত্মহত্যার ঘটনা জনসংখ্যা বৃদ্ধির হার এবং সামগ্রিক আত্মহত্যার প্রবণতাকেও পিছনে ফেলে দিল।

এনসিআরবি-র তথ্য সূত্রে খবর, গত এক দশকে ২৪ বছর বয়সিদের জনসংখ্যা কমেছে ১০ লক্ষ। এদিকে ছাত্র আত্মহত্যার সংখ্যা ৬৬৫৪ থেকে বেড়ে হয়েছে ১৩ হাজার ৪৪!রিপোর্ট অনুসারে, মহারাষ্ট্র, তামিলনাড়ু এবং মধ্যপ্রদেশকে এমন রাজ্য হিসেবে চিহ্নিত করা হয়েছে, যেখানে ছাত্রদের আত্মহত্যার সংখ্যা সবচেয়ে বেশি! এই তালিকায় রাজস্থান রয়েছে ১০ নম্বরে, যার মধ্যে বড় সংখ্যক আত্মহত্যার খবর আসে কোটা থেকে। আইসি-৩ ও এক্সপোর বার্ষিক কনফারেন্সে এমন রিপোর্ট সামনে আনে এনসিআরবি।

Related articles

যোগীরাজ্যের পাঠ্যপুস্তকে বাদ কেন রবীন্দ্রনাথকে? সাংসদ ঋতব্রতর প্রশ্নে অস্বস্তিতে কেন্দ্র

উত্তরপ্রদেশের দ্বাদশ শ্রেণির পাঠ্যপুস্তক থেকে রবীন্দ্রনাথ ঠাকুরকে কি বাদ দেওয়া হয়েছে? তৃণমূলের রাজ্যসভার সাংসদ ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের প্রশ্নে স্পষ্টতই...

প্রয়াত সিপিএম নেতা-প্রাক্তন মন্ত্রী দীনেশচন্দ্র ডাকুয়া

প্রয়াত সিপিএমের বর্ষীয়ান নেতা দীনেশচন্দ্র ডাকুয়া। বুধবার এনআরএস হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। বয়স হয়েছিল ৯৫ বছর।...

উপাচার্য নিয়োগের ইন্টারভিউয়ে ডাক মেলেনি! শীর্ষ আদালতে শান্তা দত্ত 

স্থায়ী উপাচার্য নিয়োগের ইন্টারভিউ পর্বে ডাক পাননি কলকাতা বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তী উপাচার্য শান্তা দত্ত। যোগ্য হয়েও তাঁকে সুযোগ দেওয়া...

১৫ দিনেই রেকর্ড সাফল্য! রাজ্যে সাড়া ফেলল ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ কর্মসূচি

মাত্র পনেরো দিনেই নজির গড়ল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নতুন কর্মসূচি, ‘আমাদের পাড়া আমাদের সমাধান’। রাজ্যের মানুষের হাতে উন্নয়নের...
Exit mobile version