Friday, December 19, 2025

ফের মোদিরাজ্যে প্রশ্নের মুখে নারী নিরাপত্তা! অর্ডার দিতে গিয়ে মহিলাকে ‘কুপ্রস্তাব’ ডেলিভারি বয়ের

Date:

Share post:

ফের মোদিরাজ্যে বড়সড় প্রশ্নের মুখে নারী নিরাপত্তা (Women Safety)। এবার আর ঘরের বাইরে নয়, ঘরে বসেই চূড়ান্ত হেনস্থার শিকার এক মহিলা। ঘটনাকে কেন্দ্র করে রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে গুজরাটের আহমেদাবাদে (Ahmedabad)। আর জি কর (R G Kar) কাণ্ডে গোটা দুনিয়া যখন শিউরে উঠছে, তার মধ্যেই আহমেদাবাদে যে ঘটনা সামনে এসেছে তাও কোনও অংশে কম নয়।

পুলিশ সূত্রে খবর, জোম্যাটো অ্যাপের মাধ্যমে রাতে কফি অর্ডার করেছিলেন ওই মহিলা। আর অর্ডার ডেলিভারি করতে এসেই জোম্যাটোর ডেলিভারি বয় নাকি তাঁর সামনে প্যান্ট খুলে যৌনাঙ্গ বের করে ফেলে। তারপর বলে, ম্যাডাম হেল্প করুন। এরপরই মহিলা সোশ্যাল মিডিয়ায় মহিলা জানিয়েছেন, বুধবার রাত ১২টার কিছু পরে তিনি জোম্যাটো অ্যাপে একটি কফি অর্ডার করেছিলেন। ১২টা ৪৮ মিনিট নাগাদ ওই ডেলিভারি বয় কফি দিতে আসে। পনেরো-বিশ মিনিট দেরি করে আসার জন্য ডেলিভারি বয় হাসতে হাসতে বলছিল, পায়ে চোট লেগেছিল বলে আসতে দেরি হল। মহিলা আরও লিখেছেন, “ওই ডেলিভারি বয় আমাকে ওর পায়ের দিকে দেখতে বলে। মোবাইলের ফ্ল্যাশ লাইট সেদিকে ফেলতেই আমি দেখি ওর প্যান্ট থেকে যৌনাঙ্গ বাইরে বের করা রয়েছে। ঘটনায় আমি স্তম্ভিত হয়ে যাই। তখনও ছেলেটি হাসছিল এবং আমাকে বলছিল, ম্যাডাম একটু সাহায্য করে দিন না!’


অভিযোগ পাওয়ার পরই জোম্যাটো ওই ডেলিভারি বয়কে সাসপেন্ড করেছে। এদিকে মহিলার অভিযোগের ভিত্তিতে পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। সোশ্যাল মাধ্যমে রাতের ওই বীভৎস অভিজ্ঞতা শেয়ার করে মহিলা লিখেছেন, “আমি বলব না আমি এখন নিরাপদ বোধ করছি। কারণ সে যদি আমার ঠিকানায় আবার ফিরে আসে?”


spot_img

Related articles

গায়ের জোরে ‘জি রাম জি’ পাশ, MGNREGA-র হত্যা! সংসদ ভবনের সিঁড়িতে রাতভর ধর্নায় তৃণমূল সাংসদরা

ব্যাপক ঠান্ডা দিল্লিতে (Delhi)। এর মধ্যেই ‘জি রাম জি’ বিলের বিরোধিতায় পুরোনো সংসদ ভবনের সিঁড়িতে রাতভর ধর্নায় তৃণমূল...

শীতের স্পেলে ব্রেক, বড়দিনের আগে জাঁকিয়ে ঠান্ডা পড়ার সম্ভাবনা কম 

বছরের শেষ মাসের শুরুর দিকে লম্বা ইনিংস খেলার আশা জাগিয়েও ডিসেম্বরের মাঝামাঝিতে খানিকটা হাঁপিয়ে উঠেছে শীত (Winter), অন্তত...

বাংলাদেশে ভারতীয় উপদূতাবাসে হামলা! চিন্তা বাড়ছে নয়াদিল্লির 

ফের উত্তপ্ত প্রতিবেশী রাষ্ট্র। বাংলাদেশের দুই সংবাদপত্রের দফতরে ভাঙচুর আগুন লাগিয়ে দেওয়ার ঘটনার পর হামলা চট্টগ্রামের ভারতীয় উপদূতাবাসে...

হিজাব বিতর্কে নয়া মোড় ,সরকারি চাকরিতে যোগ দিচ্ছেন না মহিলা চিকিৎসক!

বিহারের সরকারি অনুষ্ঠানে মহিলা চিকিত্‍সকের মুখ থেকে হিজাব টেনে নামিয়ে দিয়ে বিতর্কের জন্ম দিয়েছেন সে রাজ্যের মুখ্যমন্ত্রী নীতীশ...