Friday, August 22, 2025

মেয়েদের শৌচাগার থেকে উদ্ধার গোপন ক্যামেরা! অন্ধ্রপ্রদেশের ইঞ্জিনিয়ারিং কলেজে ধুন্ধুমার 

Date:

সুযোগ বুঝে আগেভাগেই মোদির হাত শক্ত করেছেন। সরকারে বসার দৌলতে পাল্টা তাঁকেও নিরাশ করেননি মোদিও। এবার চন্দ্রবাবু নাইডুর রাজ্যে প্রকাশ্যে এল গুরুতর অভিযোগ। কলকাতার আর জি কর (R G Kar) মেডিক্যাল কলেজ ও হাসপাতালে পড়ুয়া ডাক্তারকে ধর্ষন করে খুনের ঘটনায় যখন উত্তাল গোটা বিশ্ব তখন অন্ধ্রপ্রদেশের এক ইঞ্জিনিয়ারিং কলেজে মেয়েদের শৌচাগার (Women’s Washroom) থেকে উদ্ধার গোপন ক্যামেরা (CCTV)। আর সেই ক্যামেরায় তোলা একাধিক ছবি ছেলেদের হস্টেল পর্যন্ত ছড়িয়ে দেওয়ার অভিযোগ ওঠে। ঘটনার কথা জানাজানি হতেই ছাত্রীদের বিক্ষোভে রীতিমতো অশান্ত হয়ে উঠেছে কলেজ। পাশাপাশি অনান্য কলেজের পড়ুয়ারাও ঘটনার প্রতিবাদে সরব।
তবে বিষয়টি জানাজানি হতেই নিজেদের ব্যর্থতা ঢাকতে তড়িঘড়ি ঘটনার তদন্ত শুরু করে চন্দ্রবাবু নাইডুর পুলিশ। ইতিমধ্যে অন্ধ্রপ্রদেশের (Andhra Pradesh) কৃষ্ণা জেলার গুড়লাভাল্লেরু ইঞ্জিনিয়ারিং কলেজের বিজয় নামে এক ছাত্রকে গ্রেফতার করেছে পুলিশ। তার ল্যাপটপ থেকে প্রায় ৩০০টি অশ্লীল ছবি উদ্ধার হয়েছে বলে অভিযোগ। এরপরই পুলিশ বিজয়ের ল্যাপটপটি বাজেয়াপ্ত করে। তবে মেয়েদের শৌচালয়ে গোপন ক্যামেরার কথা জানাজানি হতেই কলেজ পড়ুয়া ও অভিভাবকদের মধ্যে ব্যাপক ক্ষোভ ছড়িয়ে পড়ে। কলেজ কর্তৃপক্ষের বিরুদ্ধে ‘বিচার চাই’ স্লোগান তুলে প্ল্যাকার্ড হাতে বহস্পতিবার রাত থেকেই চলছে বিক্ষোভ।

পুলিশ সূত্রে খবর, অভিযুক্ত বিজয় গোপন ক্যামেরায় তোলা বিভিন্ন আপত্তিজনক ছবি ছেলেদের হস্টেলের অনেকের কাছে মোটা টাকায় বিক্রিও করেছে। পাশাপাশি পড়ুয়াদের জিজ্ঞাসাবাদ করে রহস্যের কিনারা করতে চাইছে পুলিশ। তবে ঘটনায় চন্দ্রবাবু নাইডুর শাসন ব্যবস্থা নিয়ে রীতিমতো প্রশ্ন তুলতে শুরু করেছেন বিরোধীরা।

Related articles

অপমানিত দিলীপ; রবিশঙ্করের আশ্রমে যাওয়ার আগে বললেন, জোর ধাক্কা খাবে

প্রধানমন্ত্রীর বঙ্গ সফরের অনুষ্ঠানে ডাক না পেয়ে ক্ষুব্ধ -হতাশ দিলীপ ঘোষ (Dilip Ghosh) চলে গেলেন বেঙ্গালুরুতে। সেখানে সস্ত্রীক...

কৌশিকী অমাবস্যার প্রার্থনায় ফললাভ, তারাপীঠে লক্ষাধিক ভক্ত সমাগমে জোরদার নিরাপত্তা 

আদ্যাশক্তির বিশেষ প্রকাশে খুলে যাবে স্বর্গ নরকের দরজা! আজ কৌশিকী অমাবস্যায় (Kaushiki Amavasya) সাধক থেকে পুণ্যার্থী, পর্যটক থেকে...

মোদির কর্মসূচির আমন্ত্রণ পত্রে ‘বিরোধী দলনেতা’ শুভেন্দু-শমীক দুজনেই!

বাংলায় ভোটের আগে রাজনীতি করতে প্রায় দেড় যুগ আগে তৎকালীন রেলমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) ঘোষিত রেল প্রকল্পের...

শুক্র-শনিতে অতি ভারী বৃষ্টির কমলা সতর্কতা, বন্ধ হতে পারে চারধাম যাত্রা!

রাত পেরিয়ে সকালেও কমল না দুর্যোগ। উত্তরাখণ্ডের অতি ভারী বৃষ্টির ব্যাহত চারধাম যাত্রা (Char Dham Yatra)। বৃহস্পতিবার একাধিক...
Exit mobile version