গত ৯ অগস্ট আরজি কর হাসপাতালের ঘটনার জেরে গোটা রাজ্যে তুমুল বিক্ষোভ আছড়ে পড়েছে। গর্জে উঠেছেন চিকিৎসক মহল। অপরাধীর শাস্তির দাবিতে রাজপথে মিছিল নামে। এবার কলকাতা পুরসভার মাসিক অধিবেশনে নানা এলাকার সমস্যা ও কাজের খতিয়ান তুলে ধরার সময় বিচারের দাবিতে সরব হন বিরোধী কাউন্সিলররা।
নীরবতা পালনও হয়। শোকপ্রস্তাবও পাঠ হয়। কিন্তু বিরোধী কাউন্সিলররা দাবি করেন, ‘আজকের কলকাতা পুরসভার অধিবেশন আরজি কর হাসপাতালের নিহত মেয়েটির কথা ভেবে মুলতুবি করতে হবে।’ যা মানতে চাননি মেয়র।