Friday, May 23, 2025

হারিয়ে গেল অরণ্যের ঘ্রাণ, থেমে গেল সবুজ পাতার কলরব। ভালো পাহাড়ের আজ মন খারাপ। সাহিত্য ভান্ডার যে ‘কমল’হীন! আদ্যন্ত গাছ আর সবুজ প্রকৃতি ভালবাসা রঙিন-কথক কমল চক্রবর্তী (Kamal Chakraborty) প্রয়াত হলেন। ২১ আগস্ট বিকেল থেকেই সংজ্ঞাহীন, গত আটদিন কোমায় ছিলেন। ব্রেনডেথের সম্ভাবনা প্রবল হওয়ার কারণে অপারেশনের সিদ্ধান্ত নিতে পারেননি চিকিৎসকেরা। অবশেষে ৩০ আগষ্ট শেষ হল লড়াই। শোকস্তব্ধ বাংলা সাহিত্য মহল।

কবি ও কথাকার কমল চক্রবর্তী লৌহনগরী জামশেদপুরের মধ্যে যেন এক ব্যতিক্রমী ব্যক্তিত্ব। আধুনিকতার বিপ্রতীপে একটা অন্য জগৎ তৈরি করেছিলেন তিনি। ‘কৌরব’ নাটক এবং ‘কৌরব’ পত্রিকার গণ্ডি ছাড়িয়ে বৃক্ষহীন প্রকৃতিকে সবুজের সমাহারে ভরিয়ে তুলেছিলেন সাহিত্যিক। শহুরে সভ্যতা থেকে দূরে সরে পাহাড় – পাখি আর ঝরনার কাছে খুঁজেছেন জীবনীশক্তির রসদ। গত শতকের সাতের দশকের দুরন্ত কবি ও কথাকার কমল চক্রবর্তী তাঁর ‘জল’, ‘চার নম্বর ফার্নেস চার্জড’ ইত্যাদি কাব্যগ্রন্থের জন্য সাহিত্য প্রেমীদের কাছে চিরস্মরণীয় হয়ে থেকে যাবেন। এক হাতে লিখছেন, অন্য হাতে ছড়িয়েছেন বীজ। স্মৃতি ও সভ্যতার চেনা ছকের বাইরে গিয়ে অচিরেই হয়ে উঠেছেন বৃক্ষমানব। ভালোপাহাড়ে দীর্ঘ সময় ধরে বৃক্ষরোপণ করেছেন কমল। অরণ্য – পাহাড় -পাখিদের গুঞ্জনের মাঝে আদিবাসী অধ্যুষিত এলাকায় খুলেছিলেন স্কুল। বোহেমিয়ান জীবনের উত্তেজনা-যাপনের মাঝেই লৌকিক জীবনের সান্নিধ্যে তৈরি হওয়া কমল-কথার পরিসমাপ্তি। এবার হয়তো অন্যলোকে বৃক্ষ বন্দনা শুরু।


Related articles

ফসল নষ্ট হওয়া রুখতে সৌরশক্তি চালিত কোল্ড চেন ব্যবস্থা চালু করার পরিকল্পনা রাজ্যের

কৃষকদের ফসল নষ্ট হওয়া রুখতে সৌরশক্তি চালিত কোল্ড চেন (Cold Chain) ব্যবস্থা চালু করার পরিকল্পনা করছে রাজ্য সরকার।...

পুলিশ মহলে উৎসাহ জোগাবে: এভারেস্ট জয়ী দেহরক্ষী লক্ষ্মীকান্তকে অভ্যর্থনা CP মনোজ বর্মার

মাউন্ট এভারেস্ট জয় করে কলকাতা পৌঁছালেন কলকাতার পুলিশ কমিশনারের দেহরক্ষী লক্ষীকান্ত মণ্ডল (Lakkhikanta Mandol)। লক্ষ্মীকান্তকে অভ্যর্থনা জানাতে শুক্রবার...

সন্তোষ জয়ী বাংলা দলের বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচ খেলবেন সুনীলরা

সন্তোষ জয়ী(Santosh Trophy) বাংলা দলের সঙ্গে প্রস্তুতি ম্যাচ খেলবেন সুনীল ছেত্রীরা(Sunil Chetri)। আগামী ফিফা উইন্ডোতে দুটো ম্যাচ খেলবে...

Apple-কে ২৫ শতাংশ শুল্কের হুমকি ট্রাম্পের! চাপ বাড়ল ভারতের

অ্যাপেলের (Apple) ফোন উৎপাদন করতে হবে আমেরিকাতেই। নাহলে গুনতে হবে ২৫ শতাংশ শুল্ক (tariff)! প্রকাশ্যে মোবাইল প্রস্তুতকারক সংস্থাকে...
Exit mobile version