নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর সঙ্গে শুক্রবার দীর্ঘ বৈঠক হলো অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। এদিন সন্ধ্যায় দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক কালীঘাটে নেত্রীর বাড়িতে যান। বিভিন্ন বিষয় নিয়ে দুজনের আলোচনা হয়। অভিষেকের চোখের বিষয়ে খোঁজ নেন নেত্রী। সূত্রের খবর, অভিষেকের চোখে এখনো কিছুটা সমস্যা আছে। দেখতে সামান্য অসুবিধে হচ্ছে। কিছুটা ব্যথাও রয়েছে। ফের অস্ত্রোপচারের প্রয়োজনে তাঁকে বাইরে যেতে হতে পারে।

আরও পড়ুন- মালদহের নির্যাতিতাকে নিজের বাড়িতে রাখার বার্তা, পরিবারের সঙ্গে সাক্ষাৎ বীরবাহার
