বাংলার গর্বের দিন: IMA-র মহাসচিব হলেন ডা. শর্বরী দত্ত

বাংলার আরও একটি গর্বের দিন। IMA-র ডিরেক্টর জেনারেল বা মহাসচিব মনোনীত হলেন ডা. শর্বরী দত্ত।

শর্বরী দত্তের হাত ধরে বড় সাফল্য এল বাংলায়। IMA কলকাতা শাখারও দায়িত্বশীল পদে। শুধু কৃতী চিকিৎসকই নন, ডা. শর্বরী দত্ত বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডে নিজেকে জড়িয়ে রাখেন। এদিন সর্বভারতীয় আইএমএ-র মহাসচিবের দায়িত্ব পাওয়ার পর তাঁকে অভিনন্দন জানান সর্বভারতীয় আইএমএ-র প্রাক্তন সভাপতি ডা. সুদীপ্ত রায়।

আরও পড়ুন- R G Kar: বিচারের দাবিতে সব স্কুলের প্রাক্তনীদের বেনজির মিছিলের সাক্ষী উত্তর কলকাতা