Justice for R G Kar: বিচারের দাবিতে রাজপথে ‘বেথুনবালা’-রা

বিচারের দাবিতে কখনও স্লোগান, কখনও গান, কখনও বা নীরব প্রতিবাদ জানিয়ে তাঁরা হাঁটলেন বেথুন স্কুল (Bethune Collegiate School) থেকে শ্যামবাজার পর্যন্ত

বেথুনবালাদের একটাই স্বর – জাস্টিস ফর আর জি কর- তিলোত্তমার দ্রুত বিচারের দাবিতে পথে নামলেন শতাব্দী প্রাচীন বেথুন কলেজিয়েট স্কুলের (Bethune Collegiate School) প্রাক্তনীরা। শুধু প্রাক্তন ছাত্রীরাই নন, মিছিলে পা মিলিয়ে ছিলেন প্রাক্তন শিক্ষিকারাও। সবার একটাই দাবি- দ্রুত বিচার পাক তিলোত্তমা।

আর জি করের (R G Kar Medical College and Hospital) তরুণী চিকিৎসক ধর্ষণ-খুনের ঘটনায় প্রতিবাদে রাজ্য তথা দেশজুড়ে প্রতিবাদের ঝড়। সবাই চাইছে সঠিক দ্রুত বিচার। তবে তদন্তভার সিবিআই (CBI)-এর হাতে যাওয়ার পরেও তেমন অগ্রগতি নজরে না পড়ায় ক্ষোভ বাড়ছে। এই পরিস্থিতিতে শনিবার বিকেল চারটে নাগাদ মিছিল করলেন বেথুন কলেজিয়েট স্কুলের প্রাক্তনীরা (Alumnus)। স্কুলের গেট থেকে মিছিল শুরু হয়ে বিধান সরণি ধরে শেষ হয় শ্যামবাজার (Shyambajar) পাঁচমাথার মোড়ে। মিছিল থেকে সবার একটাই দাবি, “বিচার পাক তিলোত্তমা। একইসঙ্গে আর কোনদিন যেন কোথাও এই ধরনের নৃশংস ঘটনার পুনরাবৃত্তি না হয়, তার দাবিও জানানো হয়। স্কুলের প্রাক্তন শিক্ষিকা অনিতা ঘোষের মতে, “আমাদের এখন একটাই দাবি, এই ঘটনার বিচার হোক। কোনও রং নয়, কোনও রাজনীতি নয়। সঠিক তদন্ত এবং বিচার।”

সদ্য প্রাক্তন বা দীর্ঘদিন আগে স্কুলের গণ্ডি পেরনো- মিছিলে দেখা গেল সব বয়সের বেথুনবালাদের। বিচারের দাবিতে কখনও স্লোগান, কখনও গান, কখনও বা নীরব প্রতিবাদ জানিয়ে তাঁরা হাঁটলেন বেথুন স্কুল (Bethune Collegiate School) থেকে শ্যামবাজার পর্যন্ত।

Previous articleসুপ্রিম কোর্টে ঝুলে ৮৩ হাজার মামলা!
Next articleউত্তরপত্রে রাজনৈতিক স্লোগানে শাস্তি, বিজ্ঞপ্তি উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের