Thursday, December 4, 2025

চিকিৎসক কর্মবিরতির মিছিল করে ওটিটি সিরিজের বিজ্ঞাপন কেন? কুণালের নিশানায় কিঞ্জল

Date:

Share post:

আর জি কর কাণ্ডের (RG Kar Medical College & Hospital) পর একের পর এক মিটিং মিছিলে কলকাতার রাজপথে হেঁটেছেন জুনিয়র ডাক্তাররা। প্রথম থেকেই সরব হয়েছেন অভিনেতা ডাক্তার কিঞ্জল নন্দ (Kinjal Nanda)। কিন্তু প্রতিবাদের নামে সিজ ওয়ার্ক চালিয়ে যাওয়া এই তরুণ তুর্কি ডাক্তার নিজের অভিনীত ওয়েব সিরিজের প্রচারে বিন্দুমাত্র খামতি রাখছেন না। এবার তাঁকেই নিশানা করলেন কুণাল ঘোষ (Kunal Ghosh)। শুক্রবার তিনি নাম না করে বিঁধেছেন ‘দ্য ডায়েরি অফ ওয়েস্ট বেঙ্গল’-এর পরিচালক সনোজকুমার মিশ্রকে। মন্তব্য করেছেন অরিজিতের পোস্ট নিয়েও। এবার কিঞ্জলের নাম না করেই তাঁকে আক্রমণ তৃণমূল নেতার।

ঠিক কী হয়েছে?

গত কয়েকদিন ধরেই সমাজমাধ্যমে কিছু মানুষের ‘অতিসক্রিয়তা’য় ছড়াচ্ছে ভুয়ো খবর। পাল্টা জবাব দেওয়ার জন্য সমাজমাধ্যমে দলের নেতাদের সক্রিয় থাকার কথা বলেছিলেন স্বয়ং মুখ্যমন্ত্রী। এব্যাপারে প্রথম থেকেই ময়দানে নেমেছেন কুণাল ঘোষ। ক্রমাগত কুৎসা – অপপ্রচারকারীদের বিরুদ্ধে সুর চড়িয়েছেন তিনি। এবার একহাত নিলেন অভিনেতা চিকিৎসককে। সমাজমাধ্যমে তিনি লেখেন , ‘এক তরুণতুর্কী ডাক্তার শোক দেখিয়ে কর্মবিরতির মিছিল করছে আর নিজের অভিনয় করা ওটিটি সিরিজ় দেখুন বলে পোস্ট করছে, নাটক চলবে?’ আসলে শুক্রবার কিঞ্জল নন্দ তাঁর অভিনীত সিরিজ় ‘কাঁটায় কাঁটায়’-এর একটি লুক ভাগ করে নিয়েছিলেন সমাজমাধ্যমে। একই সঙ্গে তিনি সিরিজ়টি দেখারও অনুরোধ জানিয়েছিলেন। এরপরই কিঞ্জলকে বিঁধলেন কুণাল। এখানেই শেষ নয়, তিনি আরও লেখেন, “সরকারি হাসপাতালের কর্মবিরতি সমর্থনে মিছিল করে প্রাইভেট হাসপাতাল, নার্সিংহোম বা চেম্বার করা নীতিগত ভাবে ঠিক? ওড়িশায় হাসপাতালে ধর্ষণ করে ডাক্তার গ্রেফতার। আন্দোলন করবেন? কিংবা ডা. অনিতা দেওয়ান, বর্ণালি দত্ত ভুলে গেলেন?” এরপর চিকিৎসক-অভিনেতা সমাজ মাধ্যমে করা তাঁর শুক্রবারের পোস্ট শেয়ার করে জানান, “কুণালবাবু বোধহয় আমার পোস্ট পুরোটা পড়েননি। গতকাল যা বলেছি আজকেও তাই-ই বলব। একা আমি নই, আমাদের হাসপাতালের আন্দোলনরত প্রত্যেক চিকিৎসকের মানসিক দিক থেকে অস্তিত্ত্ব বিপন্ন। সারা ক্ষণ আমরা আমাদের নির্যাতনে মৃত বোনটিকে সঙ্গে নিয়ে চলেছি। অথচ সমস্যার সমাধান নেই। আমরাও তো রক্তমাংসের মানুষ!” নিজের কাজের স্বপক্ষে যুক্তি দিয়ে অভিনেতার মত আন্দোলনের ধারাকে এগিয়ে নিয়ে যেতে মাঝেমধ্যে বিষয়ান্তরে যেতে হয়। তিনি সেটাই করেছেন মাত্র।


spot_img

Related articles

ফিনিশারের অভাব থেকে অনির্দিষ্ট ‘ডেথ ওভার’ স্ট্র্যাটেজি, সমস্যা বাড়ছে ওডিআইতেও

লাল বলে ভরাডুবির পর এবার সাদা বলেও অশনি সংকেত। রাঁচিতে প্রথম একদিনের(ODI) ম্যাচে জয় পাওয়ায় ভারতীয় দলের ভুল...

গিরিশ পার্কে পরিত্যক্ত বাড়ি থেকে উদ্ধার ট্রেনি-পাইলটের ঝুলন্ত দেহ

দক্ষিণ আফ্রিকায় পাইলট প্রশিক্ষণ নিচ্ছিলেন গিরিশ পার্কের(Girish Park) এক ছাত্র কিন্তু হঠাৎ তাঁর অস্বাভাবিক মৃত্যু ঘিরে চাঞ্চল্য গোটা...

বাংলাদেশে ভূমিকম্প, রিখটার স্কেলে মাত্রা ৪.১

বৃহস্পতিবার সকালে কেঁপে উঠলো বাংলাদেশে (Bangladesh earthquake)। উৎপত্তিস্থল ঢাকার অদূরে অবস্থিত নরসিংদী জেলা (Narsinghdi district) । রিখটার স্কেলে...

বিহার, উত্তরপ্রদেশ, হরিয়ানার ২২ জায়গায় বেআইনি অস্ত্র পাচারের অভিযোগে NIA-র তল্লাশি

বিহারের একাধিক জায়গায় উত্তরপ্রদেশ থেকে বেআইনি অস্ত্র এবং কার্তুজ পাচার করা হচ্ছে এবং এই নিয়ে চলতি বছরের শুরুতে...