Tuesday, December 16, 2025

গাড়িতে ধাক্কা, ক্যাব চালককে আছাড় ডবল ইঞ্জিন মহারাষ্ট্রে!

Date:

দামি গাড়ি থাকলে মানুষকে পিষে মেরে ফেলা যায়। প্রভাবশালী হলে তাতে কোনও শাস্তি হয় না। বারবার এমন ঘটনার সাক্ষী থাকছে মহারাষ্ট্র। এবার আরও একধাপ এগিয়ে দামি গাড়িতে ছোঁয়া লাগলে কীভাবে মানুষের প্রাণ নিতে হয়, তারও উদাহরণ রাখল বিজেপি শাসিত মহারাষ্ট্র। অডি গাড়ির ভুলে পিছনের গাড়ির সামান্য ধাক্কা লাগায় পিছনের গাড়ির চালককে তুলে আছাড় মারলেন মুম্বইকার।

ঋষভ চক্রবর্তী ও তাঁর স্ত্রী অন্তরা ঘোষ নিজেদের অডিতে চড়ে যাচ্ছিলেন ঘাটকোপার এলাকা দিয়ে। তাঁদের গাড়ির পেছনে অ্যাপ ক্যাব চালাচ্ছিলেন কেয়ামুদ্দিন আনসারি। একজন যাত্রীকে নিয়ে ওই ট্যাক্সি রওনা দিয়েছিল নভি মুম্বইয়ের উলওয়ের দিকে। অডি ও অ্যাপ ক্যাবের গতি ছিল ধীর। অসলফা মেট্রো স্টেশনের কাছে একটি মলের উল্টোদিকে হঠাৎ করে অডি দাঁড়িয়ে পড়লে তার পেছনে ধাক্কা লাগে আনসারির অ্যাপ ক্যাবটির। তবে তাতে তেমন কোনও ক্ষতিই হয়নি অডি’র।

অভিযোগ, তারপরেই গাড়ি থেকে নেমে ক্যাব চালককে গালাগালি দেন এক মহিলা। একটু পরেই গাড়ি থেকে নেমে আসেন ওই মহিলার স্বামী। ঘুষি-মারধর করার পরে আনসারিকে তিনি সোজা আছাড় মারেন রাস্তাতেই। মাথায় গুরুতর আঘাত পেয়ে বেশ কিছুক্ষণ রাস্তাতেই পড়ে ছিলেন চালক। তারপর তাঁকে স্থানীয়দের উদ্যোগে নিয়ে যাওয়া হয় রাজাওয়াদি হাসপাতালে। অবস্থার অবনতি হলে তাঁকে স্থানান্তরিত করা হয় জেজে হাসপাতালে। গোটা ঘটনা সিসিটিভি-তে ধরা পড়ে।

এরপরে স্থানীয় থানায় অভিযোগ দায়ের করেন ক্যাব চালক। ঘটনার তদন্তে নেমে পুলিশ দুই পক্ষেরই বয়ান নথিভুক্ত করেছে। অভিযুক্তদের নাম ঋষভ চক্রবর্তী ও অন্তরা ঘোষ। ঋষভ পেশায় সাংবাদিক। গোটা ঘটনায় সরব হয়েছেন নেটিজেনরা। সমালোচনায় বলা হয়েছে কিছু মানুষ ক্ষমতা পেয়ে কীভাবে তার অপব্যবহার করেন, তার উদাহরণ এই ঘটনা।

Related articles

ক্রিসমাসে আলোয় মোড়া হবে পার্ক স্ট্রিট-সহ রাজ্যের একাধিক শহর, সূচি জানালেন ইন্দ্রনীল

কলকাতায় ফের শুরু হতে চলেছে বহু প্রতীক্ষিত কলকাতা ক্রিসমাস ফেস্টিভ্যাল ২০২৫ (Kolkata Christmas Festival)। মঙ্গলবার এমনটাই ঘোষণা করলেন...

অনামীদের নিয়ে তুমুল দর কষাকষি, রাতারাতি কোটিপতি আকিব-প্রশান্তরা

মঙ্গলবার সৌদি আরবে বসেছিল আইপিএলের মিনি নিলাম।প্রত্যাশা মতোই বড় অঙ্কের দাম পেলেন ক্যামেরন গ্রিন। তবে চমক দিলেন তিন...

এক মাসের কর্মসূচি ঘোষণা, সরকারের উন্নয়নের পাঁচালি নিয়ে পথে নামছে মহিলা তৃণমূল 

১৪ বছরের তৃণমূল সরকারের ‘উন্নয়নের পাঁচালি’ রাজ্যবাসীর সামনে তুলে ধরতে সক্রিয় হল তৃণমূল মহিলা কংগ্রেস। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের...

ভারত না থাকলে বাংলাদেশের স্বাধীনতা সম্ভব হত না: ‘বিজয় দিবস’-এ শ্রদ্ধা জানিয়ে স্বীকার মুক্তিযোদ্ধার

বাংলাদেশের (Bangladesh) ৫৪তম স্বাধীনতা দিবসে সেনাবাহিনীর (Army) পূর্বাঞ্চলীয় সদর কলকাতায় পালিত হল হিসেবে। মঙ্গলবার সেখানে বিশেষ যৌথ অনুষ্ঠানের...
Exit mobile version