আর জি করের (R G Kar College And Hospital) তরুণী চিকিৎসকের নৃশংস ধর্ষণ-খুনের ঘটনায় বিচার চেয়ে রাজ্য তথা দেশজুড়ে পথ নেমেছেন নেটিজেনরা। সবাই চাইছেন সঠিক দ্রুত বিচার। তদন্তভার সিবিআই-এর হাতে যাওয়ার পরে তদন্তে অগ্রগতি না হওয়ায় ক্ষোভ বাড়ছে। এই পরিস্থিতিতে শনিবার বিকেল রাজপথ-দখল করে বিচারের দাবি জানালেন উত্তর কলকাতার (North Kolkata) সব স্কুলের প্রাক্তনীরা।
মিছিলের শুরু যখন স্বামীজির বাড়ি ছুঁয়ে এগিয়ে চলেছে বেথুন স্কুল পেরিয়ে হাতিবাগানের দিক মিছিলে শেষ তখনও কলেজ স্কোয়ারের। নানা বয়সের প্রাক্তনীরা জাস্টিস চেয়ে রাজপথে এগিয়ে চলেন শ্যামবাজারে নেতাজির মূর্তির দিকে। দ্রুত বিচারের দাবিতে বেনজির মিছিলের সাক্ষী রইল উত্তর কলকাতার রাজপথ।