Thursday, August 21, 2025

বিচারের দাবিতে নাগরিক সমাজের মহামিছিলে সেলিব্রিটি থেকে আমজনতা,তুলোধনা সিবিআইকে

Date:

রবিবার দুপুরে নাগরিক সমাজের মহামিছিল হল । কলেজ স্কোয়ারে জমায়েত হলেন সেলিব্রিটি থেকে আমজনতা।কে ছিলেন না সেই মিছিলে। স্বস্তিকা মুখোপাধ্যায়, উষসী চক্রবর্তী, সুদীপ্তা চক্রবর্তী, চৈতি ঘোষালের মতো একঝাঁক সেলিব্রিটি। মিছিলে ছিলেন অপর্ণা সেন, সৃজিত মুখোপাধ্যায়, বাদশা মৈত্র। কোনও দলের বা পতাকার নয়, এই মিছিল ছিল নাগরিক সমাজের। তবে আয়োজনে একটি মঞ্চ, যার নাম “আমরা তিলোত্তমা”। মিছিলে অংশগ্রহণকারীদের কপালে বেগুনি ফেট্টিতে লেখা ‘তিলোত্তমা’।

রবিবার বেলা তিনটে থেকে শুরু হয় মহামিছিল। এই মিছিল থেকে নারী নিরাপত্তা এবং সুরক্ষার জন‍্য ১১ টি দাবি জানানো হবে।মিছিলে পা মেলান চৈতি ঘোষাল, সুদীপ্তা চক্রবর্তীর, দেবলীনা দত্ত, সুদীপ্তা চক্রবর্তী মতো একাধিক টলি অভিনেত্রী।কলকাতার বেশ কয়েকটি সরকারি এবং বেসরকারি স্কুলের পড়ুয়ারাও যোগ দিয়েছেন এই মহামিছিলে।

অপর্ণা সেন বলেন,”সকলে নিজের মতো করে প্রতিবাদ করছেন। কিন্তু ঘটনার তদন্ত কতটা এগিয়েছে, তা এখনও আমরা জানি না।মাত্র একজন গ্রেফতার হয়েছে। সিবিআইয়ের তদন্ত কোন পথে চলছে, খবর আমাদের কাছে নেই।নির্যাতিতার পরিবারকে জবাব দেওয়ারও দায়বদ্ধতা আছে।”মিছিলে দোষীদের ফাঁসির পাশাপাশি সিবিআইয়ের তদন্তের ঢিলেঢালা মনোভাব নিয়েও প্রতিবাদে সোচ্চার হন নাগরিক সমাজ।কয়েক হাজার মানুষ এই মিছিলে পা মেলান।কলেজ স্কোয়ারে শুরু হয়ে এই মিছিল শেষ হয় ধর্মতলা ডোরিনা ক্রসিংয়ে।একদিকে প্রত্যেকের হাতে ছিল প্রতিবাদি প্ল্যাকার্ড, আর গলায় বিচারের দাবিতে স্লোগান।

 

 

Related articles

যোগীরাজ্যের পাঠ্যপুস্তকে বাদ কেন রবীন্দ্রনাথকে? সাংসদ ঋতব্রতর প্রশ্নে অস্বস্তিতে কেন্দ্র

উত্তরপ্রদেশের দ্বাদশ শ্রেণির পাঠ্যপুস্তক থেকে রবীন্দ্রনাথ ঠাকুরকে কি বাদ দেওয়া হয়েছে? তৃণমূলের রাজ্যসভার সাংসদ ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের প্রশ্নে স্পষ্টতই...

প্রয়াত সিপিএম নেতা-প্রাক্তন মন্ত্রী দীনেশচন্দ্র ডাকুয়া

প্রয়াত সিপিএমের বর্ষীয়ান নেতা দীনেশচন্দ্র ডাকুয়া। বুধবার এনআরএস হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। বয়স হয়েছিল ৯৫ বছর।...

উপাচার্য নিয়োগের ইন্টারভিউয়ে ডাক মেলেনি! শীর্ষ আদালতে শান্তা দত্ত 

স্থায়ী উপাচার্য নিয়োগের ইন্টারভিউ পর্বে ডাক পাননি কলকাতা বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তী উপাচার্য শান্তা দত্ত। যোগ্য হয়েও তাঁকে সুযোগ দেওয়া...

১৫ দিনেই রেকর্ড সাফল্য! রাজ্যে সাড়া ফেলল ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ কর্মসূচি

মাত্র পনেরো দিনেই নজির গড়ল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নতুন কর্মসূচি, ‘আমাদের পাড়া আমাদের সমাধান’। রাজ্যের মানুষের হাতে উন্নয়নের...
Exit mobile version