Friday, May 9, 2025

রাতের কলকাতায় চলল গুলি! নিউটাউনে খুন ব্যবসায়ী, কারণ নিয়ে ধোঁয়াশা 

Date:

Share post:

ফের রাতের শহরে চলল গুলি! শনিবার রাতে নিউ টাউনের (Newtown ) ইকো পার্কের (Eco Park) কাছে মৃত্যু হল এক ব্যবসায়ীর। ঘটনাকে কেন্দ্র করে রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। পুলিশ সূত্রে খবর, নিহত ব্যবসায়ীর নাম নাসিমুদ্দিন খান। তিনি ভাঙড়ের বাসিন্দা। এদিন রাতে বাইকে করে এসে ব্যবসায়ীকে লক্ষ্য করে গুলি চালায় দুই দুষ্কৃতী। গুলিবিদ্ধ অবস্থায় তাঁকে হাসপাতালে ভর্তি করানো হলেও লাভ হয়নি। হাসপাতালেই মৃত্যু হয় পেশায় ইটের ব্যবসায়ী নাসিমুদ্দিনের‌। ঘটনার তদন্ত শুরু করেছে বিধাননগরের গোয়েন্দা শাখার পুলিশ।

তবে ব্যবসায়ীকে গুলি করে খুনের পিছনে ব্যবসায়িক কোনও রেষারেষি থাকতে পারে বলে মনে করছেন তদন্তকারীরা। ইতিমধ্যে ঘটনাস্থলের আশেপাশের সিসিটিভি ফুটেজ দেখে অভিযুক্তদের চিহ্নিত করার কাজ শুরু করেছে বিধাননগর গোয়েন্দা শাখার পুলিশ। এদিন রাতে ইকো পার্কের সামনের রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিলেন ব্যবসায়ী। তখনই তাঁর উপর দুষ্কৃতী হামলা হয়। এদিকে গুলির আওয়াজ শুনে স্থানীয়রাই ঘটনাস্থলে এসে ব্যবসায়ীকে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করে। খবর দেওয়া হয় পুলিশেও। স্থানীয়দের দাবি, গুলি চালানোর পরেই সেখান থেকে পালায় দুই দুষ্কৃতী।

তবে প্রত্যক্ষদর্শীদের মতে, শনিবার রাতে ইকো পার্কের সামনের রাস্তা দিয়ে হাঁটছিলেন ভাঙড়ের ইট ব্যবসায়ী নাসিমুদ্দিন। আচমকাই উল্টো দিক থেকে বাইকে করে দুই দুষ্কৃতী এসে তাঁর উপর গুলি চালায়। তবে নিহত ব্যবসায়ীর এমন পরিণতিতে দানা বাঁধছে রহস্য। ইতিমধ্যে তাঁর পরিবারের সদস্যদের জিজ্ঞাসাবাদ শুরু করেছে পুলিশ। নাসিমুদ্দিনের সঙ্গে কারও কোনও ব্যবসায়িক শত্রুতা ছিল কি না তা খতিয়ে দেখা হচ্ছে।


spot_img

Related articles

রাষ্ট্রের বিরুদ্ধে যুদ্ধের উস্কানি! এসটিএফ-এর জালে ২ যুবক

পেহেলগাম জঙ্গি হামলার জেরে গোটা দেশে ব্যাপক সতর্কতা জারি। রাজ্যেরও বিভিন্ন জায়গায় বিচ্ছিন্নতাবাদী শক্তিগুলিকে নজরদারির নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী...

অপারেশন ‘সিন্দুর’- এর সেনাদের সম্মান জানাতে কর্ণাটকে মসজিদ-মন্দিরে একযোগে প্রার্থনা

পেহেলগাম হামলার পাল্টা জবাবে ভারতের চালানো 'অপারেশন সিন্দুর' সারা দেশ জুড়ে ব্যাপক সমর্থন পেয়েছে। ভারতীয় সেনাদের সাহসিকতায় দেশবাসীর...

মার্কিন সাংবাদিক ড্যানিয়েল হত্যার প্রতিশোধ ভারতই নিয়েছে: ব্যাখ্যা বিক্রমের

পাক মদতপুষ্ট জঙ্গি গোষ্ঠী জইশ-ই-মহম্মদের (JeM) হাতে নৃশংসভাবে খুন হন মার্কিন সাংবাদিক ড্যানিয়েল পার্ল। ২০০২ সালের সেই ঘটনায়...

আইপিএল স্থগিত, ভারতীয় ও বিদেশি ক্রিকেটারদের ফেরানোর ব্যবস্থা বোর্ডের

এক সপ্তাহের জন্য আইপিএল(IPL) স্থগিত হয়ে গিয়েছে। ঝুঁকি নিচ্ছে না বিসিসিআই(BCCI)। দেশিয়দের সঙ্গে বিদেশি ক্রিকেটারদেরও(Foreign Cricketers) দেশে ফেরানোর...