ভিনরাজ্যে মৃত বাংলার শ্রমিকের পরিবারের পাশে সাংসদ অভিষেক, পাঠালেন আর্থিক সাহায্য

বাংলার পরিযায়ী শ্রমিককে হরিয়ানায় পিটিয়ে খুনের ঘটনায় এবার মৃতের পরিবারের পাশে দাঁড়ালো পশ্চিমবঙ্গ সরকার। বিজেপিশাসিত রাজ্যে বাংলার শ্রমিককে যে নৃশংসতার সঙ্গে খুন করা হয়েছে তার নিন্দায় সরব তৃণমূল কংগ্রেস (TMC)। অভিযোগের আঙুল স্থানীয় ‘গো রক্ষা’ কমিটির দিকে। যেভাবে ধর্মীয় উসকানি দিয়ে এক নিরীহ শ্রমিকের জীবন শেষ করে দেওয়া হয়েছে তাকে সমর্থন জানিয়েছেন সে রাজ্যের মুখ্যমন্ত্রী। এই নিয়ে বাংলার পদ্মনেতাদের মুখে একটাও কথা নেই। কিন্তু মৃতের পরিবারের পাশে মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee)সরকার। পাশাপাশি আজ ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee)নিজস্ব তহবিল থেকে তিন লক্ষ টাকার আর্থিক সাহায্যও তুলে দেওয়া হয় সাবিরের পরিবারের হাতে।

দক্ষিণ ২৪ পরগনার বাসন্তী থানা এলাকার বাসিন্দা সাবির মল্লিক পরিযায়ী শ্রমিক হিসেবে হরিয়ানায় কাজ করতে গিয়েছিলেন। গত ২৭ আগষ্ট তিনি গোমাংস খেয়েছেন এই সন্দেহে তাঁকে পিটিয়ে খুন করার অভিযোগ উঠেছে। ঘটনায় পুলিশে অভিযোগ দায়ের হওয়ার পর তদন্তে নেমে হরিয়ানার পুলিশ এখনও পর্যন্ত আট জনকে গ্রেফতার করেছে বলে জানা গিয়েছে। রবিবার নিহত পরিযায়ী শ্রমিকের বাড়িতে যান রাজ্যসভার তৃণমূল সাংসদ তথা পশ্চিমবঙ্গ সরকারের পরিযায়ী শ্রমিক কল্যাণ দফতরের চেয়ারম্যান সামিরুল ইসলাম। এদিন সাবিরের পরিবার-পরিজনের সঙ্গে কথা বলেন তিনি, তাঁদের পাশে থাকার আশ্বাস দেন। তিনি বলেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে ওই পরিবারে একটি চাকরিও দেওয়া হবে। ওই ঘটনায় জড়িতদের যাতে অবিলম্বে শাস্তির ব্যবস্থা করা হয়, তার জন্য মুখ্যমন্ত্রী হরিয়ানা সরকারের সঙ্গে কথা বলেছেন। মৃতের পরিবারে আছেন বৃদ্ধ বাবা-মা, ভাই, বোন এবং স্ত্রী ও তিন বছরের একটি সন্তান। সাবির ছিল একমাত্র উপার্জনকারী। তাঁর মৃত্যুতে অসহায় হয়ে পড়েছে পরিবার। এই অবস্থায় পরিবারের পাশে দাঁড়িয়েছে রাজ্য সরকার। বিধায়ক শ্যামল মণ্ডল থেকে সাংসদ প্রতিমা মণ্ডল পরিবারের পাশে দাঁড়িয়ে জানিয়েছেন, তাঁরা এই ঘটনার শেষ দেখে ছাড়বেন। প্রতিমা মণ্ডল জানিয়েছেন, তিনি সংসদে এই ঘটনা তুলে ধরবেন। এদিন সাংসদ সামিরুল ইসলামের সঙ্গে মাইনোরিটি কমিটির চেয়ারম্যান সাবির সিদ্ধার্থ বসাকও যান অসহায় পরিবারের সঙ্গে দেখা করার জন্য। শুক্রবার সকালে সাগিরের কফিনবন্দি দেহ বাসন্তীর বাড়িতে পৌঁছয়। শোকে কাতর গোটা এলাকা।


Previous articleনাগরিক আন্দোলনের নয়, কুরাজনীতির বিরোধী: কেন বললেন কুণাল!
Next articleউদ্বোধনের আধ ঘণ্টায় লুট গোটা মল! পাকিস্তানে লুটেরা ক্রেতারাই