Thursday, May 15, 2025

লালবাজার পৌঁছানোর আগেই ব্যারিকেড, অবস্থানে বসলেন জুনিয়র ডাক্তাররা

Date:

Share post:

আর জি করের ঘটনার প্রতিবাদে সময়ে সময়ে বদলেছে রাজ্যের জুনিয়র ডাক্তারদের দাবি। এবার কলকাতা পুলিশ কমিশনার বিনীত গোয়েলের পদত্যাগের দাবিতে লালবাজার অভিযানের ডাক দিয়েছিল জুনিয়র ডক্টরস ফ্রন্ট। জাতীয় পতাকা, গোলাপ, রজনীগন্ধার মালা ও প্রতীকী শিরদাঁড়া, প্ল্যাকার্ড নিয়ে এদিন জুনিয়র ডাক্তাররা মিছিল করে কলেজ স্কোয়ার থেকে লালবাজারের দিকে রওনা দেন। অন্যদিকে, অশান্তি এড়াতে লালবাজার ঘিরে ফেলা হয়েছে প্রায় ব্যারিকেড দিয়ে। রাখা হয়েছে কাঁদানে গ্যাসও। ফিয়ার্স লেনে পুলিশের ব্যারিকেডে বাধা পেয়ে আন্দোলনকারীরা সেখানেই অবস্থান করছেন। তবে ১০ মিনিটের মধ্যে আন্দোলনকারীদের কাছে আসার জন্য পুলিশকে ডেডলাইন দেওয়া হয়েছে জুনিয়র ডাক্তারদের তরফে।

এদিন দুপুর ১টা ৩০ নাগাদ ফিয়ার্স লেন, বউবাজার, বিবি গাঙ্গুলি স্ট্রিট সহ বিভিন্ন জায়গায় পুলিশ লোহার ব্যারিকেড, গার্ড রেল ও শেকল দিয়ে নিরাপত্তা বেষ্টনী তৈরি করে। কোথাও কোথাও ব্যারিকেডের উচ্চতা ৯ফুট। অশান্তি এড়াতে পুলিশবাহিনীর হাতে ছিল লাঠি, ঢাল, কাঁদানে গ্যাস। একাধিক ড্রোন দিয়েও চালানো হয় নজরদারি।

জুনিয়র ডক্তারদের মিছিল থেকে স্লোগান ওঠে, ‘জাস্টিস ফর আরজি কর’, ‘ছিনিয়ে নিতে ন্যায় বিচার/ গোলাপ হাতে লালবাজার’, ‘লড়াই লড়াই লড়াই চাই’। ফিয়ার্স লেনে মিছিলে বাধা পেয়ে এদিন আন্দোলনকারীদের বেশ কয়েকজনকে ব্যারিকেডের সামনে বসে পড়তেও দেখা যায়। সেখানেই আটকে থাকে মিছিল। পদত্যাগের দাবি জানিয়ে আন্দোলনকারীরা ব্যারিকেডের সামনে পুলিশ কমিশনারের কুশপুতুলও পোড়ান। তবে ব্যারিকেড ভাঙার কোনও চেষ্টাই করেননি তাঁরা। অনেকে আবার পুলিশকর্মীদের উপহার দেন ফুল।

এদিন জুনিয়র ডাক্তারদের বিক্ষোভ মিছিলে এও দেখা যায়, ব্যারিকেডের একপাশে থাকা জুনিয়র ডাক্তার ও অন্য প্রান্তে কর্তব্যরত পুলিশ আধিকারিক- কর্মীদের কথা বলতে। আন্দোলনকারী ডাক্তারদের দাবি, তাঁদের মিছিলকে এগোতে দেওয়া হচ্ছে না। বলা হয়, মিছিলকে এগোতে দিলে লালবাজার থেকে নিরাপদ দূরত্ব বজায় রাখা হবে। ওই সময় ডাক্তারদের প্রতিনিধি দল গিয়ে কর্তব্যরত পুলিশ আধিকারিকদের কাছে গিয়ে তাঁদের দাবি জানাবে।

এদিনের প্রতিবাদ মিছিলে দেখা গেল কামদুনির টুম্পা কয়াল, মৌসুমী কয়ালও। একইভাবে নবান্ন অভিযানের দিনও তাঁদের ঘোলা জলে মাছ ধরতে দেখা গিয়েছিল।

spot_img

Related articles

ফিরলেন জওয়ান পূর্ণম! স্বামীর সঙ্গে পাঠানকোটে দেখা করতে যাচ্ছেন স্ত্রী রজনী

২২ দিনের উদ্বেগ, অপেক্ষা এবং স্নায়ুচাপের অবসান ঘটিয়ে অবশেষে সুখবর পৌঁছল হুগলির সাউ পরিবারে। পাকিস্তানে আটকে পড়া বিএসএফ...

দোহায় ট্রাম্পের সঙ্গে সাক্ষাৎ মুকেশ আম্বানির, নৈশভোজে কী আলোচনা!

কাতারের (Qatar) দোহায় ফের মুখোমুখি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প (Donald Trum) ও রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ লিমিটেডের চেয়ারম্যান মুকেশ আম্বানি...

৩১ জুলাই পর্যন্ত মুর্শিদাবাদে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন, জানালো হাইকোর্ট

ওয়াকফ (WAQF Issue) অশান্তির পর আপাতত শান্ত নবাবের জেলা। কিন্তু আর যাতে কোনও অপ্রীতিকর ঘটনা না ঘটে সেই...

টেস্ট অবসরের পর প্রথম মাঠে নামলেন বিরাট কোহলি

টেস্ট থেকে অবসর নেওয়ার পর প্রথমবার মাঠে নামলেন বিরাট কোহলি(Virat Kohli)। আগামী ১৭ মে আইপিএলে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু(RCB)...