Tuesday, November 4, 2025

ত্যাজ্য-বন্ধু! সুদীপ্তা-নীল-ঋত্বিকদের ক্ষোভের পাল্টা নিজের মন্তব্যের ব্যাখ্যা কাঞ্চনের

Date:

জুনিয়র চিকিৎসকদের কর্মবিরতির জেরে চূড়ান্ত দুর্ভোগের মুখে পড়েছেন সাধারণ রোগীরা। হাসপাতালে গিয়েও চিকিৎসা না করিয়ে ফিরে আসতে হচ্ছে তাঁদের। এই পরিস্থিতিত জুনিয়র চিকিৎসকদের কাজে ফিরতে বলেন বিধায়ক-অভিনতা কাঞ্চন মল্লিক (Kanchan Mallik)। তবে, সেটা বলতে গিয়ে তিনি যে মন্তব্য করেছেন, তার তুমুল বিরোধিতা করেছেন তাঁরই বন্ধু স্থানীয় সহকর্মীরা। এমনকী, কাঞ্চনের সঙ্গে নাটকের শো বাতিল করছেন অভিনেতা-পরিচালক সুজন মুখোপাধ্যায় (Sujan Mukharjee)। এর পাল্টা কাঞ্চন জানান, “আমারও যা ব্যক্তিগত মতামত, আমি সেটাই বলেছি। চিকিৎসকরা যখন বেতন পাচ্ছেন, তখন মুমূর্ষু রোগীরা কেন পরিষেবা পাবেন না?”

কী বলেছিলেন কাঞ্চন মল্লিক?
রবিবার কোন্নগরের মহিলা তৃণমূলের (TMC) ধর্নামঞ্চে বিধায়ক কাঞ্চন (Kanchan Mallik) বলেন, “যাঁরা কর্মবিরতি করছেন বা শাসকদলের বিরুদ্ধে বলছেন, তাঁরা সরকারি বেতনটা নিচ্ছেন তো? না কি নিচ্ছেন না? পুজোর বোনাসটা নেবেন তো? আমার প্রশ্ন এগুলো।“ এই মন্তব্যের বিরুদ্ধে একের পর এক পোস্ট হয়। অভিনেত্রী সুদীপ্তা চক্রবর্তী বন্ধু কাঞ্চনকে ‘ত্যাজ্য’ করার কথা ঘোষণা করেন। কাঞ্চনের মন্তব্যের বিরোধিতা করেন ঋত্বিক চক্রবর্তী, জয়দীপ মুখোপাধ্যায়, সুজন নীল মুখোপাধ্যায়, জয়জিৎ বন্দ্যোপাধ্যায়ে, ঋদ্ধি সেন-সহ অনেকেই।

সুদীপ্তা চক্রবর্তী লেখেন, “কাঞ্চন তোকে ত্যাগ দিলাম। অনুপ্রেরণার লকারে চোখ, কান, মাথা, মনুষ্যত্ব, বিবেক, বুদ্ধি, বিবেচনা, শিক্ষা সব ঢুকিয়ে রেখে চাবিটা হারিয়ে ফেলেছিস মনে হয়। চাবিটা খুঁজে পেলে খবর দিস বন্ধু। তখন আবার কথা হবে, আড্ডা হবে।”

‘স্বপ্নসন্ধানী’-তে অভিনয়ের সূত্রে কাঞ্চনের সঙ্গে বন্ধুত্ব সুজন নীল মুখোপাধ্যায়ের। তিনি ফেসবুকে পোস্টে, ”বন্ধুত্বের হয় না পদবি? হয়…সরকারি সিলমোহর।” একসঙ্গে তিনি পোস্ট করে জানান, ‘চেতনা’র ‘মাগন রাজার পালা’ নাটকটির শো- যেখানে তাঁর ও কাঞ্চনের অভিনয়ের কথা ছিল সেটা বাতিল হয়েছে। এছাড়াও ঋদ্ধি থেকে শুরু করে জয়জিৎ সবাই কাঞ্চনের মন্তব্যের বিরোধিতা করেছেন।

এই বিষয়ে বিধায়ক কাঞ্চন জানান, “এই বিষয়ে আলাদা করে বলার কিছু নেই। সুদীপ্তার মনে হয়েছে, ওটা ওঁর ব্যক্তিগত মত। আমারও যা ব্যক্তিগত মতামত, আমি সেটাই বলেছি।“ এর পরেই তিনি প্রশ্ন তোলেন, “চিকিৎসকরা যখন বেতন পাচ্ছেন, তখন মুমূর্ষু রোগীরা কেন পরিষেবা পাবেন না? আমি আন্দোলন করার কথা বলে যদি কাজ বন্ধ রাখি, প্রযোজক কি আমাকে টাকা দেবেন? পেশাদার শিল্পী হিসেবে তো আমাকে কাজটা চালিয়ে যেতেই হবে। শুধু এটুকুই বলতে চেয়েছিলাম।”











Related articles

গ্রুপ সি ও ডি নিয়োগে অযোগ্যদের তালিকা প্রকাশ করল এসএসসি

রাজ্যের স্কুল সার্ভিস কমিশন (এসএসসি) গ্রুপ সি ও গ্রুপ ডি পদে অযোগ্য প্রার্থীদের তালিকা প্রকাশ করল। কমিশনের প্রকাশিত...

তিন জেলায় চলবে নজরদারি! এসআইআর পরিদর্শনে আসছে কমিশনের বিশেষ দল

ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনী (এসআইআর) প্রক্রিয়া চলাকালীন রাজ্যে আসছে নির্বাচন কমিশনের বিশেষ পরিদর্শক দল। কমিশন সূত্রে জানা...

এসআইআর চলাকালীন এলাকায় থাকতে হবে মন্ত্রীদের, কড়া নির্দেশ মুখ্যমন্ত্রীর

রাজ্যজুড়ে মঙ্গলবার থেকে শুরু হচ্ছে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনী প্রক্রিয়া (এসআইআর)। এই প্রক্রিয়ায় বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের...

বিশ্বকাপ জিতেই মোটা অঙ্কের আর্থিক পুরস্কার, আয়ে পলাশকে কতটা টেক্কা দিলেন স্মৃতি?

বিশ্বকাপ জিতেই বিয়ের পিঁড়িতে বসার সিদ্ধান্ত নিয়েছেন স্মৃতি মান্ধানা (Smriti Mandhana) । আগামী কয়েকদিনের মধ্যেই জীবনের দ্বিতীয় ইনিংস...
Exit mobile version