Sunday, November 9, 2025

বুলডোজারে সুপ্রিম ধাক্কা, যোগীর মুখে ঝামা ঘসে নির্দেশিকা তৈরি শুরু

Date:

যোগী রাজ্যে বিজেপি সরকারের অন্যতম হাতিয়ার বুলডোজারে। বাড়ি হোক বা গোটা বস্তি, বারবার গুঁড়িয়ে গিয়েছে। এ নিয়ে বরাবর কেন্দ্রকে নিশানা করেছে সব বিরোধী রাজনৈতিক দল। এবার বিরোধীদের মতে কার্যত সিলমোহর দিল সুপ্রিম কোর্ট। উত্তরপ্রদেশকে কড়া ভর্ৎসনা করে দেশের শীর্ষ আদালতের নির্দেশ, কেউ অভিযুক্ত হলেই তার বাড়ি গুঁড়িয়ে দেওয়া যায় না। এই মামলার পরবর্তী শুনানি আগামী ১৭ সেপ্টেম্বর। গোটা দেশে এই নিয়ে নিয়ম জারি করা জন্য আদালতের পক্ষ থেকে চাওয়া হয়েছে পরামর্শও।

কেন্দ্রের ‘বুলডোজার নীতি’ নিয়ে সুপ্রিম কোর্টের কাছে নির্দেশিকার আবেদন জানিয়ে মামলা করেছিলেন আইনজীবী দুষ্মন্ত দাভে। উদাহরণ হিসেবে তুলে ধরা হয়েছিল কয়েকটি ঘটনা। এর মধ্যে ছিল রাজস্থানের উদয়পুরের এক পড়ুয়া তার সহপাঠীর ওপরে ছুরি চালিয়েছিল বলে ওই পড়ুয়ার বাবার বাড়ি গুঁড়িয়ে দেওয়া, দিল্লির জাহাঙ্গিরপুরীতে এক বাড়ির ছেলে ফৌজদারি মামলায় অভিযুক্ত হয়েছিল বলে তার বাড়ি ভেঙে ফেলার ঘটনা।

সোমবার বিচারপতি বিআর গাভাই ও বিচারপতি কেভি বিশ্বনাথনের ডিভিশন বেঞ্চের প্রশ্ন, কেউ ফৌজদারি মামলায় অভিযুক্ত হলে তাঁর বাড়ি ভেঙে ফেলা হবে কোন যুক্তিতে? যদি তিনি দোষী প্রমাণিতও হন তাহলেও তাঁর বাড়ি ভাঙা যায় না। এরপরে বিচারপতি গাভাই বলেন, অভিযুক্ত বা দোষী হলেই যদি বাড়ি ভাঙা না হয় তাহলে দেশ জুড়ে নির্দেশিকা দেওয়া হচ্ছে। বেঞ্চের নির্দেশ, অবৈধ নির্মাণ হলেই তা ভাঙা যেতে পারে তবে তার আগে পুরসভাকে নোটিস জারি করে করতে হবে। জবাব দেওয়ার জন্য নির্দিষ্ট সময় দিতে হবে। খোলা থাকবে আইনি সমাধানের রাস্তাও। এসবে কাজ না হলে ভাঙা যেতে পারে অবৈধ নির্মাণ।

এই মামলায় হলফনামা দিয়ে কেন্দ্রের সলিসেটর জেনারেল তুষার মেহতা আদালতে বলেন, কোনও ব্যক্তি অভিযুক্ত বা দোষী সাব্যস্ত হলেই তাঁর বাড়ি ধ্বংস করা হয় না। সম্পত্তি অবৈধ হলেই তা ভাঙা যেতে পারে। তিনি বলেন, আদালতের সামনে বিষয়টি ভুল ব্যাখ্যা করা হয়েছে। যদিও বুলডোজারে কোনওভাবেই সম্মতি দেয়নি সর্বোচ্চ আদালত।

Related articles

বালিচকের প্লাটফর্মে ধাক্কা মালগাড়ির, অল্পের জন্য বড় দুর্ঘটনা থেকে রক্ষা

রবিবার সকালে খড়্গপুর ডিভিশনে রেল দুর্ঘটনা। নটা নাগাদ বালিচক স্টেশনে বিকট আওয়াজে একটি মালগাড়ির ইঞ্জিন ধাক্কা মারে প্ল্যাটফর্মে।...

তারকেশ্বরে শিশুকন্যাকে অপহরণ করে যৌন নির্যাতন, গ্রেফতার দাদু!

চার বছরের ঘুমন্ত শিশুকন্যাকে মশারি কেটে বের করে নিয়ে গিয়ে যৌন নির্যাতন। তারকেশ্বর স্টেশন (Tarkeswar Station) সংলগ্ন ড্রেন...

রবিবাসরীয় সকালে চাঁদনী চকের CESC অফিসের ট্রান্সফর্মারে বিস্ফোরণ!

সাতসকালে মহানগরীতে ফের অগ্নিকাণ্ড (Fire incident in Kolkata)। সকাল ৭টা ১০ মিনিট নাগাদ চাঁদনী চকের CESC অফিসের একটি...

গ্রিন লাইনে ট্র্যাফিক ব্লক, রবির শেষ মেট্রোসূচিতে বদল!

ছুটির দিনে মহানগরীর পাতাল পরিষেবায় বদল। হাওড়া ময়দান - সেক্টর ফাইভ (Howrah Maidan to Sector V) রুটে শেষ...
Exit mobile version