Saturday, November 8, 2025

বিশ্ববিদ্যালয়গুলিতে উপাচার্য পদে ২৫০০ আবেদনকারী, নিয়োগের তথ্য পেশ সুপ্রিম কোর্টে

Date:

Share post:

রাজ্যপালের ‘সংকট’ কাটার পরই বিশ্ববিদ্যালয়গুলিতে নিয়োগে তৎপর রাজ্য সরকার। রাজ্যের বিভিন্ন বিশ্ববিদ্যালয়গুলিতে উপাচার্য পদে নিযুক্তির জন্য আবেদন করেছেন ২৫০০ জন ব্যক্তি। সোমবার দেশের শীর্ষ আদালতে উপাচার্য নিয়োগ মামলার শুনানিতে তথ্য দেন রাজ্যের তরফে সওয়াল করা প্রবীণ আইনজীবী জয়দীপ গুপ্ত। সোমবারের শুনানিতে বিচারপতি সূর্য কান্ত ও বিচারপতি উজ্জ্বল ভুঁইয়ার বেঞ্চ সুপ্রিম কোর্টের নির্দেশে তৈরি কমিটির মাধ্যমেই নিয়োগের প্রক্রিয়া জারি রাখার নির্দেশ বহাল রাখে।

শীর্ষ আদালতের নির্দেশ মতো প্রাক্তন প্রধান বিচারপতি উদয় উমেশ ললিতের নেতৃত্বাধীন কমিটিই রাজ্যের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে উপাচার্য নিয়োগের বিষয়টি দেখভাল করছেন। তাঁরাই বিভিন্ন ব্যক্তিদের আবেদনপত্র খতিয়ে দেখছেন। তা নিয়ে সন্তোষ প্রকাশ করেছেন অ্যাটর্নি জেনারেল আর বেঙ্কটরামানিও। ৬ সপ্তাহ পরে ফের এই মামলার শুনানি। তখন আবার উপাচার্য নিয়োগের অগ্রগতি সংক্রান্ত তথ্য জানাতে হবে সংশ্লিষ্ট সব পক্ষকে।

রাজ্যের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে উপাচার্য পদে নিয়োগ নিয়ে রাজ্যের তৈরি তালিকায় অনুমোদন না দিয়ে দিনের পর দিন ফেলে রেখেছিলেন রাজ্যপাল সি ভি আনন্দ বোস। এর ফলে উচ্চশিক্ষায় পাঠরত পড়ুয়ারা প্রবল সমস্যায় পড়েন। প্রশাসনিক সমস্যা তৈরি হয় রাজ্যের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে। এই আবহে রাজ্যপাল তথা আচার্যের অবস্থানকে চ্যালেঞ্জ জানিয়ে শীর্ষ আদালতের দ্বারস্থ হয় রাজ্য সরকার। সেই মামলার শুনানিতেই সর্বোচ্চ আদালতের তরফে রাজ্যপাল তথা আচার্যকে কার্যত হুঁশিয়ারি দেওয়া হয়। পড়ুয়াদের ভবিষ্যৎ সুরক্ষার স্বার্থে তাঁরা কোনও প্রকার অনিয়ম বরদাস্ত করবেন না, সাফ জানান শীর্ষ আদালতের বিচারপতিরা।

spot_img

Related articles

মতুয়া-ফায়দা লোটার চেষ্টা: অনশন মঞ্চে হঠাৎ হাজির বাম-কংগ্রেস!

বাংলার শাসকদল তৃণমূলের বিরোধিতা করাই বাংলার বাম নেতৃত্ব ও কংগ্রেসের নেতা কর্মীদের স্বভাবসিদ্ধ। বিরোধিতার পর্যায়টা এক এক সময়ে...

জন্মদিনে চরম অসৌজন্য! অভিষেককে নিয়ে বিজেপির পোস্টে সরব নেটদুনিয়া

বাংলায় বরাবর সৌজন্যের রাজনীতি দেখিয়ে এসেছে সব রাজনৈতিক দল। বাম আমলে সিপিআইএম নেতা থেকে তৃণমূল বা কংগ্রেস নেতাদের...

আইএসএল নিয়ে প্রবল অনিশ্চয়তা, অনুশীলনই বন্ধ রাখল মোহনবাগান

অনির্দিষ্টকালের জন্য বন্ধ থাকবে মোহনবাগানের(Mohun Bagan) সিনিয়র দলের অনুশীলন। খবর অনুযায়ী, আইএসএল নিয়ে প্রবল অনিশ্চয়তা। টেন্ডার সংক্রান্ত বিষয়...

জন্মদিনে মানুষের ভালবাসা মনে করিয়ে দেয় কর্তব্য: ভিড়ে মিশে গেলেন অভিষেক

সকাল হওয়ার অপেক্ষা নয়। রাত ১২টা বাজার অপেক্ষায় ছিল বাংলার বিপুল জনতা। জননেতা, তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক...