ওসির গায়ে হাত! এসটিএফ আধিকারিককে মারধরে গ্রেফতার যুবক

প্রথমেই বাইক সরাতে বলায় গালিগালাজ শুরু করে ওই যুবক। আচমকাই মারধর করে চড়াও হয় পুলিশের আধিকারিকের উপর

প্রতীকী ছবি

রাজ্যে একের পর এক রাজনৈতিক অস্থিরতায় সম্প্রতি বারবার দেখা গিয়েছে আক্রমণের শিকার পুলিশ কর্মীরা। কার্যত নিয়ম ভেঙে আইনের রক্ষকদের আঘাত করা এক শ্রেণির মানুষ অভ্যাসে পরিণত করেছেন। তবে এবার এক পুলিশ কর্তার গায়ে হাত তুলে গ্রেফতার হল এক যুবক। রাজারহাট থানার (Rajarhat police station) পুলিশ গ্রেফতার করে ওই যুবককে।

বেঙ্গল এসটিএফের (Bengal STF) এক আধিকারিকের বাড়ির সামনে সোমবার রাতে বাইক দাঁড় করিয়েছিল অভিযুক্ত যুবক। এদিকে রাস্তায় গাড়ির সংখ্যা বেশি থাকায় ওই বাইকটি সরিয়ে রাখতে বলা হয়। এরপরই শুরু হয় কথা কাটাকাটি। অভিযোগ, প্রথমেই বাইক সরাতে বলায় গালিগালাজ শুরু করে ওই যুবক। আচমকাই মারধর করে চড়াও হয় পুলিশের আধিকারিকের উপর। পরে রাজারহাট থানায় অভিযোগ দায়ের করেন ওই এসটিএফের ওসি (STF OC)। অভিযুক্ত যুবককে গ্রেফতার করে রাজারহাট থানার পুলিশ।

ঘটনায় আতঙ্কের মধ্যে রাজারহাট বাজার এলাকার স্থানীয় বাসিন্দারাও। তাঁদের দাবি, এলাকায় যদি এমন অশান্তি বিশৃঙ্খলা চলে, পুলিশের গায়েই হাত ওঠে তাহলে নিরাপত্তা প্রশ্নের মুখে পড়ে। পুলিশি নজরদারি বাড়ানোর দাবি জানিয়েছেন তাঁরা।

Previous articleবিচার চাই: পাটুলি থেকে উল্টোডাঙা ১৭ কিলোমিটারের দীর্ঘ বেনজির ‘মানববন্ধন’
Next articleধর্ষণ-বিরোধী ‘অপরাজিতা’ বিল পাশ, রাজ্যপালকে বলুন সই করতে: শুভেন্দুকে জবাব মমতার