দাবিতে এখনও অনড়, অক্লান্ত আন্দোলন চলছে জুনিয়র ডাক্তারদের

কলকাতা পুলিশের সদর দফতর থেকে ঢিল ছোড়া দূরত্বে ফিয়ার্স লেনে মঙ্গলবার সকালেও অবস্থান-বিক্ষোভ চলছে জুনিয়র ডাক্তারদের। নিজেদের দাবিতে এখনও অনড় তাঁরা। মূল দাবি , কলকাতার নগরপাল বিনীত গোয়েলের পদত্যাগ। গানে-স্লোগানে প্রতিবাদ চলছে জুনিয়র ডাক্তারদের।

এই অবস্থান-বিক্ষোভ শুরু হয় সোমবার রাত থেকে, যা মঙ্গলবার সকালেও চলছে। চোখে-মুখে কোনও ক্লান্তি নেই জুনিয়র ডাক্তারদের। শুধু একটাই দাবি, আর জি করের নির্যাতিতার জন্য সুবিচার চাই। ন্যায়বিচারের দাবিতে ঘণ্টার পর ঘণ্টা পথে বসে থাকতেও কোনও ক্লান্তি নেই তাদের।

আন্দোলনরত ডাক্তারদের দাবি হল, পুলিশ কমিশনার পদত্যাগ করুন, কিংবা তিনি আন্দোলনকারীদের সঙ্গে দেখা করুন। অথবা ব্যারিকেড সরিয়ে চিকিৎসকদের যেতে দেওয়া হোক লালবাজারের দিকে। এই দাবিতেই আপাতত ফিয়ার্স লেনে ট্রাম লাইনের উপর অবস্থান চালিয়ে যাচ্ছেন জুনিয়র চিকিৎসকেরা। রাত জেগেও দৃশ্যত অক্লান্ত আন্দোলনরত জুনিয়র ডাক্তারেরা।

 

Previous article২.৫ লক্ষ সরকারি কর্মীর বেতন বন্ধ যোগী সরকারের! তথ্য না প্রকাশের শাস্তি
Next articleজুনিয়র চিকিৎসকদের কর্মবিরতিতে স্বাস্থ্য পরিষেবায় বড় প্রভাব; কমল রোগী ভর্তি, অপারেশন!