Saturday, November 15, 2025

একটা মৃত্যু নাড়িয়ে গিয়েছে গোটা রাজ্যকে। আর জি কর হাসপাতালে (RG Kar Medical College and Hospital) চিকিৎসক তরুণীর ধর্ষণ খুনের ঘটনায় পথে নেমে বিচারের দাবিতে সোচ্চার হয়েছে নাগরিক সমাজ। কখনও ‘মেয়েদের রাত দখল’ কর্মসূচি আবার কখনও সুশৃংখল মানববন্ধনে এক অন্য বাংলার ছবি ধরা পড়েছে। প্রতিবাদের আঁচ রাজ্য ছাড়িয়ে দেশের বিভিন্ন প্রান্তে ছড়িয়েছে। তবে এবার বিদেশের মাটিতেও ‘জাস্টিস ফর আর জি কর’ স্লোগান। নির্যাতিতা তরুণীর বিচারের দাবিতে বিশ্বজুড়ে ৯ দেশের রাজপথে হবে মানববন্ধন!

২৬ দিন হয়ে গেল, এখনও মিলল না বিচার। ধর্ষণ খুনের ঘটনায় কাউকে অ্যারেস্ট করতে পারল না সিবিআই। কেন? এই প্রশ্নের জবাব চাইতে রাজ্যের বিভিন্ন জেলায় কখনও মোমবাতি মিছিল কখনও বা ঘরের আলোর নিভিয়ে রেখে সুপ্রিম বিচারের গর্জন – এ যেন এক অন্যরকম পশ্চিমবঙ্গের ছবি তুলে ধরেছে বিশ্বের দরবারে। পতাকা বিহীন নাগরিক আন্দোলনের তীব্রতা এতটাই জোরালো যে এবার তাতে সামিল হলো পাশ্চাত্যের দেশও। আগামী ৮ সেপ্টেম্বর আমেরিকা, ব্রিটেন-সহ ৯ দেশে হবে মানবন্ধন কর্মসূচি। আয়ারল্যান্ড, কানাডা, জার্মানি, সুইৎজারল্যান্ড, জাপান, অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ডের রাজপথে নামবেন সাধারণ মানুষ।ব্রিটেনের লিভারপুল, ম্যাঞ্চেস্টার, লন্ডন-সহ আমেরিকার বোস্টন, শিকাগো, নিউইয়র্ক সিটি, আটলান্টাতে আর জি কর কাণ্ডের বিচারের দাবিতে রবিবার স্থানীয় সময় বিকেল পাঁচটায় মানববন্ধনের ডাক দেওয়া হয়েছে।

মঙ্গলবার রাজ্যের শাসকদল ধর্ষণ-বিরোধী অপরাজিতা বিল পাশ করেছে বিধানসভায়। বুধবার ডাক্তারদের ডাকে এক ঘন্টা বাড়ির আলো নিভিয়ে প্রতিবাদের পাশাপাশি রাত দখলের কর্মসূচি রয়েছে সারা বাংলায়। সকলের নজর এখন ৫ তারিখ সুপ্রিম বিচারের দিকে।


Related articles

রবীন্দ্র সরোবরের ছয় ক্লাবের সঙ্গে চুক্তি: সম্পূর্ণ আইনি পথে কর্পোরেশন

প্রায় পাঁচ দশক পর রাবীন্দ্র সরোবর চত্বরে অবস্থিত ছ’টি ক্লাবের সঙ্গে প্রথমবারের মতো আনুষ্ঠানিক ভাড়ার চুক্তি করল কলকাতা...

বিহারে কমিশনের কারচুপি, তোপ অখিলেশের: ঘুরিয়ে কংগ্রেসকে কটাক্ষ ওমরের

বিহারে এসআইআর প্রয়োগ করে ভোটারদের ভোটাধিকার ছিনিয়ে নিয়েছে নির্বাচন কমিশন। কংগ্রেস-আরজেডির (RJD) মহাজোটের এটাই ছিল বিহার নির্বাচনের মূল...

বিহারের মুখ্যমন্ত্রী কে: ইঙ্গিতপূর্ণ পোস্ট JD(U)-এর!

বিহার বিধানসভা নির্বাচনের ২৪৩ টি আসনের মধ্যে বিজেপি ৮৯ আসনে জয়ী। নীতীশ কুমারের জেডিইউ জিতেছে ৮৫ টি আসন।...

জাদুসম্রাটের বাড়িতে বিয়ের আসর! বিজ্ঞাপন দেখে পাত্র পছন্দ মৌবনীর

জিনা বন্দ্যোপাধ্যায় জনে জনে বার্তা রুটি গেল ক্রমে, বিয়ে করছেন মৌবনী শীতের মরশুমে! মেয়ের জন্য বিজ্ঞাপন দিয়েছিলেন পিসি সরকার, সেখান থেকেই পাত্র...
Exit mobile version