Tuesday, August 26, 2025

আর জি কর কাণ্ড: ২৩ দিনের পরেও এখনও মেলেনি উত্তর! সিবিআই-এর কাছে জবাব চাইল তৃণমূল

Date:

তদন্তভার হাতে নেওয়ার পর ২৩ দিন অতিক্রান্ত। তারপরও আরজি করে পড়ুয়া-চিকিৎসকের ধর্ষণ ও খুনের ঘটনায় এখনও নীরব সিবিআই। সেইসঙ্গে রয়েছে ধোঁয়াশাও। এবার জবাব দিক সিবিআই। বৃহস্পতিবার তৃণমূল ভবনে সাংবাদিকদের মুখোমুখি হয়ে ফের এই দাবি জানালেন মন্ত্রী ব্রাত্য বসু ও শশী পাঁজা।

মন্ত্রী ব্রাত্য বসু বলেন, প্রমাণ লোপাটের কথা বলা হচ্ছে। যদি তা হয়েই থাকে, তবে কীভাবে হয়েছে, কারা করেছে? সিবিআই তা বলছে না কেন? সেই অপরাধীদের সিবিআই এখনও পর্যন্ত গ্রেফতার করেনি কেন? কেন তাদের আইনের আওতায় আনা হয়নি? এদিন একইসঙ্গে বিজেপির দ্বিচারিতা নিয়েও সরব হয়েছে তৃণমূল কংগ্রেস।

মন্ত্রী শশী পাঁজা বলেন, বিজেপি বিধানসভার ভিতরে অপরাজিতা বিলকে সমর্থন জানিয়ে বলছে, দেরি করলে সিবিআইয়ের কাছ থেকেও তারা জবাব চাইবে। কিন্তু তারা নবান্ন অভিযান, রাজ্য মহিলা কমিশনের গেটে তালা ঝোলানোর অভিযান করলেও তারা সিজিও কমপ্লেক্স অভিযান করেনি। কেন? তারা বাইরে এক কথা বলবে, আবার বিধানসভার ভিতরে আর এক দাবি করবে, তা তো হতে পারে না! ৯ অগাস্ট ঘটনার দিন থেকেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তদন্তের গতি-প্রকৃতির উপর নজর রেখেছিলেন। তিনি নিজেই একাধিকবার জানিয়েছেন, ওইদিন ঝাড়গ্রামে থাকলেও পুলিশের সঙ্গে ক্রমাগত যোগাযোগে ছিলেন। ১২ ঘণ্টার মধ্যে গ্রেফতার হয়েছিল অভিযুক্ত সঞ্জয় রাই। এরপর হাইকোর্টের নির্দেশে তদন্তভার যায় সিবিআইয়ের হাতে। তারপর ২৩টা দিন কেটে গিয়েছে। নতুন করে আর কোনও গ্রেফতারও হয়নি। তাই এবার জবাব দিক সিবিআই, দাবি তৃণমূল কংগ্রেসের। ব্রাত্য ও শশী দু’জনেরই অনুরোধ, শোকাতুর পরিবারটিকে নিয়ে রাজনীতি করবেন না।

আরও পড়ুন- অগ্নিবীর নিয়ে ব্যাকফুটে মোদি সরকার! সংশোধন হতে পারে পুরো প্রকল্প

 

 

Related articles

ডুবিয়েছে “আগে রাম পরে বাম” থিওরি! বিস্ফোরক পোস্ট বাম জমানার প্রয়াত মন্ত্রীর ভাইপোর, এক সুর সূর্যকান্তরও

তৃণমূলকে ঠেকাতে রাজ্যে রাম-বাম (BJP-Left) হাত মিলিয়েছে। কোথাও বামের সমর্থন করেছে বিজেপিকে (BJP)। কোনও উল্টোটা। এই অভিযোগ শাসকদলের...

কাশ্মীরে বন্যা পরিস্থিতি, দুর্যোগে মৃত ৫ তীর্থযাত্রী, স্থগিত বৈষ্ণোদেবী যাত্রা

ভয়াবহ বিপর্যয় জম্মু ও কাশ্মীরে। উপত্যকার ডোডা জেলায় ভারী বৃষ্টিপাতের কারণে অন্তত নয় জনের মৃত্যুর খবর প্রকাশ্যে এসেছে।...

আইএসএল শুরু হওয়ার সম্ভাব্য দিন ২৪ অক্টোবর!

সরকারীভাবে ঘোষণা না হলেও আইএসএলের(Indian Super League) সম্ভাব্য দিন নিয়ে একটা আলোচনা শুরু হয়েছে। শোনা যাচ্ছে আগামী ২৪...

পুত্র ‘জাতিস্মর’! বেসবল খেলোয়াড়ের মায়ের অবাক করা দাবি ঘিরে চাঞ্চল্য

খেলার মাঠে বিস্ময় বালকদের কথা প্রায়ই শোনা যায়। তারা খবরের শিরোনামে উঠে আসে তাদের ক্রীড়া প্রতিভার জোরে। কিন্তু...
Exit mobile version