বিধানসভায় অপরাজিতা বিল পাশ হয়েছে গত মঙ্গলবার। সেই বিল রাজ্যপালের অনুমোদনের জন্য পাঠানোও হয়েছে। এমত অবস্থায় বৃহস্পতিবার নবান্নে আইনমন্ত্রীসহ প্রশাসনের শীর্ষ কর্তাদের সঙ্গে বৈঠক করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

আইনমন্ত্রী মলয় ঘটক ছাড়াও বৃহস্পতিবার বিকেলে নবান্নে ওই বৈঠকে উপস্থিত ছিলেন মুখ্যসচিব মনোজ পন্থ, স্বরাষ্ট্র সচিব নন্দিনী চক্রবর্তী, রাজ্য পুলিশের মহা নির্দেশক রাজীব কুমার, কলকাতার নগরপাল বিনীত গোয়েল। বৈঠকের আলোচ্য বিষয় নিয়ে সরকারিভাবে কিছু না জানানো হলেও প্রস্তাবিত বিলের বাস্তবায়ন নিয়ে ওই বৈঠকে আলোচনা হয়েছে বলে প্রশাসনিক সূত্রে জানা গিয়েছে।