Wednesday, December 3, 2025

যোগীরাজ্যে চলন্ত অ্যাম্বুলেন্সে শ্লীলতাহানি স্ত্রীর, অসুস্থ স্বামীকে ছুড়ে ফেলে খুন

Date:

Share post:

অপরাধের আঁতুরঘর হয়ে উঠেছে যোগীরাজ্য। ফের মহিলার শ্লীলতাহানি চলন্ত গাড়িতে।অসুস্থ স্বামীকে অ্যাম্বুলেন্স করে বাড়ি ফেরার পথে শ্লীলতাহানির শিকার হলেন স্ত্রী। শুধু তাই নয়, মহিলার অসুস্থ স্বামীর অক্সিজেন মাস্ক খুলে তাকে রাস্তায় ফেলে পালিয়ে যায় অভিযুক্ত অ্যাম্বুলেন্স চালক ও তার সহকারী।তাকে উদ্ধার করে গোরক্ষপুর মেডিক্যাল কলেজে নিয়ে যাওয়া হলে সেখানেই মৃত্যু হয় হরিশের।ঘটনাস্থল উত্তরপ্রদেশের সিদ্ধার্থনগর।গত ৩০ অগাস্ট রাতে একটি বেসরকারি অ্যাম্বুলেন্সের চালক ও তার সহযোগীর বিরুদ্ধে এমনই অভিযোগ উঠেছে। তবে এই ঘটনায় কাউকেই গ্রেফতার করেনি যোগীর পুলিশ।

জানা গিয়েছে,বহুদিন ধরেই বাস্তি মেডিক্যাল কলেজে তিনি চিকিৎসাধীন ছিলেন। অবস্থার অবনতি হওয়ায় তাকে লখনউ মেডিক্যাল কলেজে রেফার করা হয়। বেড খালি না থাকায় স্বামীকে ইন্দিরা নগরের ইমপিরিয়া নিউরোসায়েন্স মাল্টি স্পেশালিটি হাসপাতালে ভর্তি করেন মহিলা। কিন্তু, সেটা রীতিমত খরচসাপেক্ষ বলেই দু’দিন পর তিনি স্বামীকে বাড়িতে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেন। একটি বেসরকারি অ্যাম্বুলেন্স ভাড়া করেন তিনি। মহিলার সঙ্গে ছিলেন তার ভাই অনুপ। চালক মহিলাকে সামনের সিটে বসার কথা জানায়। চালকের যুক্তি অনুযায়ী সামনে পুলিশের চেক পোস্ট রয়েছে। উনি সামনে বসলে সুবিধা হবে।

এরপরেই চলন্ত অ্যাম্বুলেন্সের মধ্যেই চালক ও তার সহকারী মহিলার শ্লীলতাহানি শুরু করে। প্রথমেই তিনি বাধা দেন ও চিৎকার শুরু করেন কিন্তু কোনও লাভ হয়নি। প্রায় দেড়শো কিলোমিটার পথ পেরিয়ে বাস্তির কাছে একটা ফাঁকা জায়গায় অ্যাম্বুলেন্সটিকে দাঁড় করিয়ে মহিলার অসুস্থ স্বামী হরিশকে রাস্তায় ফেলে দুজনেই পালিয়ে যায় বলে মহিলা জানান। এর ফলে গুরুতর চোট পান সেই ব্যক্তি। অসহায় অবস্থায় সেই মহিলা সাহায্যের জন্য ১১২ নম্বরে ফোন করেন। পুলিশ এসে অন্য একটি অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করে বাস্তি মেডিক্যাল কলেজে নিয়ে যায় তাদের।

পুলিশের নিষ্ক্রিয়তা নিয়ে সরব হয়েছেন সেই মহিলা। তিনি অভিযোগ করেন, বাস্তির পুলিশ অ্যাম্বুলেন্সের চালক ও সহকারীকে ধরার কোনও চেষ্টাই করেনি।স্বামীর শেষকৃত্য সম্পন্ন করে লখনউয়ের গাজিপুর থানায় ওই মহিলা অভিযোগ দায়ের করেছেন।











spot_img

Related articles

জেলা সফরে বহরমপুরে মুখ্যমন্ত্রী: বুধের সভার জন্য প্রস্তুত মালদহের গাজোল

মঙ্গলবার নবান্নে প্রশাসনিক বৈঠক শেষেই জেলা সফরে মুখ্যমন্ত্রী। পৌঁছে যান মুর্শিদাবাদে বহরমপুরে। বুধবার সকালে  তিনি হেলিকপ্টারে করে উড়ে...

নিভৃতে… খাদ্যহীন! যার জন্য দেশে সূ্ত্রপাত ‘নারী আন্দোলনে’র, সেই ‘মথুরা’ই দুরবস্থায় মহারাষ্ট্রে

সেই সালটা ১৯৭২। এখন ২০২৫। মাঝে পেরিয়েছে ৫৩ বছর। এর মধ্যে তাঁকে ভুলেই গিয়েছে গোটা দেশ। হঠাৎ মনে...

বুধেই ভাগ্য নির্ধারণ! বাংলাদেশে বসে ফেরার অপেক্ষায় অন্তঃসত্ত্বা সোনালি

বাংলাদেশে নির্দোষ প্রমাণিত হয়েছেন। ফলে জেলমুক্তি ঘটেছে। কিন্তু নিজের দেশে, নিজের ঘরে ফেরা কবে? আজও জানেন না বীরভূমের...

প্রশাসনিক গতি ফেরাতে যাদবপুরে দুই মাসের অস্থায়ী রেজিস্ট্রার সেলিম বক্স মন্ডল

যাদবপুর বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক কাজকর্ম দীর্ঘদিন ধরে রেজিস্ট্রার শূন্য থাকার কারণে বিঘ্নিত হচ্ছিল। কর্মসমিতির বৈঠক হলেও রেজিস্ট্রার অনুপস্থিত থাকায়...