সৌজন্য সাক্ষাৎ: রাজভবনে নতুন মুখ্যসচিব পন্থ

দায়িত্বভার নিয়ে রাজভবনের সৌজন্য সাক্ষাতে গেলেন রাজ্যের নতুন মুখ্যসচিব মনোজ পন্থ (Manoj Panth)। শুক্রবার দুপুরে রাজভবনে রাজ্যপাল সি ভি আনন্দ বোসে (C V Anand Bose) সঙ্গে ‘সৌজন্য সাক্ষাৎ’ রাজ্যের নতুন মুখ্যসচিব। তবে দুজনের মধ্যে কোনো বিষয় নিয়ে আলোচনা হয়েছে না শুধুই ‘সৌজন্য সাক্ষতের’ জন্যই রাজভবনে পন্থ কিনা, তা জানা যায়নি।

ঔপচারিকতা অনুসারে রাজ্যের মুখ্যসচিব হিসাবে নতুন দায়িত্ব নেওয়ার পর রাজভবনে সেই আমলা রাজ্যপালের সঙ্গে দেখা করে কুশল বিনিময় করেন। সেই কারণেই মুখ্যসচিব রাজভবনে গিয়েছিলেন বলে খবর

‘অপরাজিতা’ উইমেন অ্যান্ড চাইল্ড (ওয়েস্ট বেঙ্গল ক্রিমিনাল ল অ্যামেরন্ডমেন্ট) বিল ২০২৪ নিয়ে কোনও আলোচনা হয়েছে কি না সে বিষয়ে তথ্য জানা যায়নি। প্রসঙ্গত বিলটি পাশ হওয়ার জন্য পাঠানো হয়েছে রাজভবনে।

৩১ অগাস্ট নবান্নের তরফে বিবৃতির মাধ্যমে নতুন মুখ্যসচিবের নাম ঘোষণা করা হয়। এর পূর্বে প্রাক্তন মুখ্যসচিব ভগবতী প্রসাদ গোপালিকের দ্বিতীয়বার মেয়াদ বৃদ্ধির আবেদন জানিয়েছিল নবান্ন। তবে সেই অনুমোদন না মেলায় নতুন মুখ্যসচিবের নাম ঘোষণা করা হয়।

আরও পড়ুন- রেশনে আটার গুণগত মান বজায় রাখতে উদ্যোগ, ১৫ টি বিশেষ দল গঠন রাজ্যের

 

 

Previous articleরেশনে আটার গুণগত মান বজায় রাখতে উদ্যোগ, ১৫ টি বিশেষ দল গঠন রাজ্যের
Next article‘আমি শুনেছি সেদিন’ গানের রিমেক ভার্সন গেয়ে ট্রোলড অরিজিৎ!