Sunday, January 11, 2026

‘অপরাজিতা‘: টেকনিক্যাল রিপোর্ট নিয়ে সংঘাতের ইঙ্গিত রাজ্যপাল বোসের, পাঠানো হবে- জানালেন স্পিকার

Date:

Share post:

নারী সুরক্ষায় বিধানসভায় পাশ হওয়া ‘অপরাজিতা উইম্যান অ্যান্ড চাইল্ড ওয়েস্ট বেঙ্গল ক্রিমিন্যাল লস সংশোধনী বিল ২০২৪’ বিল নিয়েও রাজ্যের সঙ্গে সংঘাতের ইঙ্গিত রাজ্যপাল সি ভি আনন্দ বোসের (C V Anand Bose)। প্রয়োজনীয় ‘টেকনিক্যাল রিপোর্ট’ (Technical Report) পাঠায়নি রাজ্য। এই অজুহাতে বিলে সম্মতি না দেওয়ার ইঙ্গিত দিয়েছেন রাজ্যপাল বোস। তবে, শুক্রবার, বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় (Biman Banerjee) জানিয়ে দিয়েছেন, প্রয়োজনীয় নথি আজকের মধ্যেই পাঠিয়ে দেওয়া হবে। তবে, রাজ্যপাল নিজেও বিলটি দেখে সই করতে পারতেন। সংবিধানে সেই বিধান আছে।

ধর্ষণ রুখতে কড়া আইনিরে ব্যবস্থা করতে মঙ্গলবার পশ্চিমবঙ্গ বিধানসভায় (Assembly) ‘দ্য অপরাজিতা উইমেন অ্যান্ড চাইল্ড (ওয়েস্ট বেঙ্গল ক্রিমিনাল ল অ্যামেন্ডমেন্ট) বিল ২০২৪’ পেশ হয়। ‘অপরাজিতা’ বিলকে সমর্থন করলেও বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেন, “আমি রেজাল্ট দেখতে চাই। ওই বিলকে আগে আইনে পরিণত করুন।“ তারও জবাবে মমতা বলেন, “বিরোধী দলনেতাকে বলুন বিলে রাজ্যপালকে বলুন সই করতে। তার পরেই দেখবেন রুলস হয়ে গিয়েছে।“৩ সেপ্টেম্বর বিধানসভায় ‘অপরাজিতা বিল’ পাশ হওয়ার পরে তা রাজভবনে পাঠানো হয়েছে। বিল পাশের পর নিয়ম মেনে সেটি পাঠানো হয় রাজভবনে। কিন্তু রাজভবন সূত্রে খবর, সরকারের আচরণে অসন্তোষ প্রকাশ করেছেন রাজ্যপাল বোস। কারণ, বিলের সঙ্গে প্রয়োজনীয় ‘টেকনিক্যাল রিপোর্ট’ পাঠায়নি রাজ্য। রাজ্যের যে কোনও বিল নিয়েই প্রশ্ন তুলতে পারেন রাজ্যপাল। কোনও বিল কেন, কী ভাবে আনা হয়েছে- সেই সংক্রান্ত বিস্তারিত একটি রিপোর্ট বিলের সঙ্গেই জমা দিতে হয়। সেটাই ‘টেকনিক্যাল রিপোর্ট’। রাজ্যের উপর ওই বিল কার্যকর করতে কতটা আর্থিক দায় আসবে, তহবিল থেকে কত খরচ হবে- সেটিও রিপোর্টে উল্লেখ থাকে। পাশাপাশি, কেন্দ্রীয় আইনে সঙ্গে রাজ্যের আনা বিলের সমাঞ্জস্য কতটা, কোনও সংঘাত হচ্ছে কি না- তাও বিস্তারিত জানাতে হয়। ‘অপরাজিতা বিল’ নিয়েও এই সংক্রান্ত তথ্যগুলিই রাজ্যপাল জানতে চাইছেন।

এই বিষয়ে বিধানসভার স্পিকার বলেন, “রাজভবন এখনও এ বিষয়ে বিধানসভার সঙ্গে যোগাযোগ করেনি। আজকের মধ্যেই ওই রিপোর্ট পাঠিয়ে দেওয়া হবে।“ এর পরেই বিমান বন্দ্যোপাধ্যায় বলেন, “আজকের মধ্যেই বিলের Technical Report চলে যাবে। অবিলম্বে পাশ করান উচিত রাজ্যপালের। অন্য রাজ্য সঙ্গে এখানকার বিষয় আলাদা। এখানে সাম্প্রতিক ঘটনায় রাজ্যবাসীর মনে যে উদ্বেগ দেখা দিয়েছে, তার জন্য দ্রুত এই বিল আইনে পরিণত করা উচিৎ। সংবিধানে সবই রয়েছে। প্রয়োজন ‘টেকনিক্যাল রিপোর্ট’ না পেলেও বিল যাচাই করে নিতে পারেন রাজ্যপাল।“










spot_img

Related articles

আজ ফলতায় ‘সেবাশ্রয় ২’ ক্যাম্প পরিদর্শনে যাবেন অভিষেক 

রাজ্যজুড়ে রণসংকল্প যাত্রার মাঝেই রবিবাসরীয় দুপুরে ফলতায় ‘সেবাশ্রয় ২’ (Sebaashray 2) ক্যাম্প পরিদর্শনে যাবেন অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)।...

‘ডুবন্ত টাইটানিক’, উৎপল সিনহার কলম

টাইটানিক যখন সমুদ্রের অতলে তলিয়ে যায়,ঠিক তার ১ ঘন্টা ৪০ মিনিট পর রাত ৪টে ১০ মিনিটে সেখানে আসে...

ফের শিরোনামে ডবল ইঞ্জিন ছত্রিশগড়! এবার পুলিশের জরুরি পরিষেবার গাড়িতে গণধর্ষণ যুবতীকে

ফের নারী নির্যাতনের ঘটনায় উত্তাল হয়ে উঠল ডবল ইঞ্জিন রাজ্য ছত্রিশগড়। এবার খোদ পুলিশের জরুরি পরিষেবা ‘ডায়াল ১১২’-র...

বিজেপির সেমসাইড গোল! শুভেন্দুর নিরাপত্তারক্ষীরা পেটাল বিজেপি নেতাকে

বাংলাকে না চেনেন বিজেপির নেতারা, না তাঁদের ঘিরে থাকা কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনী। ফলে বারবার 'সেমসাইড' হয়ে যাচ্ছে। বিরোধী...