একা ফিরল ‘স্টারলাইনার’, মহাকাশেই থেকে গেলেন সুনীতা- উইলমোর

আট দিনের সফরে গিয়ে আট মাসের জন্য মহাকাশে বন্দি সুনীতা উইলিয়ামস – বুচ উইলমোর (Sunita Williams – Butch Wilmore)। দুজনকে মহাশূন্যে ফেলেই পৃথিবীতে ফিরে এল বোয়িং স্টারলাইনার (Boeing Starliner returns)। গত à§« জুন এই ক্যাপসুলে চড়েই রওনা দিয়েছিলেন দুই মহাকাশচারী । শনিবার সকাল ৯.à§©à§§ মিনিটে নিউ ম্যাক্সিকোর হোয়াইট স্যান্ডস স্পেস হারবারে (White Sands Space Harbor) ফিরল ক্যাপসুলটি। সুনীতাদের ফিরতে আরও ছ মাস বাকি।

আন্তর্জাতিক স্পেস স্টেশনে (International Space station) যাওয়ার পথেই সমস্যায় পড়েছিলেন নাসার বিজ্ঞানীরা।কথা ছিল à§® দিনের মধ্যে কাজ সেরে ফের পৃথিবীতে ফিরবেন তাঁরা। কিন্তু মহাকাশযানের থ্রাস্টার যন্ত্র কাজ না করায় সব পরিকল্পনা ব্যর্থ হয়। আগামী বছরের দ্বিতীয় মাসে স্পেস এক্স সংস্থার তৈরি মহাকাশযান সুনীতা ও বুচকে ফিরিয়ে আনতে রওনা দেবে। তাই ফাঁকা ফিরিয়ে নিয়ে আসা হল স্টারলাইনারকে। এদিন মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসার (NASA) তরফে মহাকাশযান অবতরণের ভিডিও লাইভ সম্প্রচার করা হয়।সকাল à§®.à§«à§® মিনিট নাগাদ পৃথিবীর বায়ুমণ্ডলে প্রবেশ করে। তারপর মাটি ছুঁতে তার সময় লাগে আরও ৪৪ মিনিট। বাহন নির্বিঘ্নে ফিরল, কিন্তু মহাকাশে ‘বন্দি’ হয়ে থেকে গেলেন সুনীতারা।