Thursday, August 21, 2025

বিচার চাই, নৈরাজ্য নয়। আরজি কর-কাণ্ডের ডাক্তারি পড়ুয়ার খুন ও ধর্ষণ এবং হরিয়ানায় বাঙালি শ্রমিক সাবির মল্লিক হত্যার বিচার চাই। রাজাবাজারে পথসভা থেকে গর্জে উঠল দেশ বাঁচাও গণ মঞ্চ। বাংলার শিল্পী-সাহিত্যিক-বুদ্ধিজীবীরা দাবি করলেন, ২০২৪-এ হেরে বিজেপি বুঝতে পেরেছে বাংলায় ভোটে জিতে ক্ষমতায় আসা তাদের কম্ম নয়। তাই বিশৃঙ্খলা তৈরির চেষ্টা করছে। ভোটের আগে সন্দেশখালি, ইডি-সিবিআই, চ্যানেলে কুৎসার প্রচার, নির্বাচন কমিশনকে কব্জা করেও ভোটে জিততে পারেনি। তাই তাদের চেষ্টা বাংলায় নৈরাজ্য সৃষ্টি করার। আর এই কাজে বিজেপির দোসর হয়েছে সিপিএম ও অধীর চৌধুরীর দল। সেই নৈরাজ্য তৈরির চেষ্টার বিরুদ্ধে সোচ্চার হতে হবে। আমরা বিচার চাই, কিন্তু নৈরাজ্য নয়। এদিনের সভায় উপস্থিত ছিলেন দোলা সেন, সাংবাদিক সুমন ভট্টাচার্য, রন্তিদেব সেনগুপ্ত, গায়ক সৈকত মিত্র, অভিনেতা বিভাস ঘোষ, বর্ণালি মুখোপাধ্যায়, অনিরুদ্ধ ঘোষ, পবিত্র গুহঠাকুরতা, হিমাদ্রি মুখোপাধ্যায়, নাজমুল হক প্রমুখ।

এদিন বাংলার শিল্পী-সাহিত্যিক-বুদ্ধিজীবীরা আওয়াজ তোলেন, ২৭ দিন পেরিয়ে গেলেও বিচার প্রক্রিয়া এগোয়নি। সিবিআই তদন্তে সাফল্য পাচ্ছে না আরজি করের ঘটনায়। হরিয়ানায় বাঙলি শ্রমিক সাবির মল্লিক নৃশংস খুন হলেন। তার পক্ষে কেউ আওয়াজ তুললেন না, প্রতিবাদে মিছিল হল না, মোমবাতি জ্বলল না। মহারাষ্ট্র, উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, রাজস্থান-সহ বিজেপিশাসিত রাজ্যগুলিতে ধারাবাহিক ধর্ষণ ও নারী নির্যাতনের ঘটনা ঘটে চলেছে। সেক্ষেত্রে প্রতিবাদ হয় না। দেশ বাঁচাও গণমঞ্চের দাবি, দেশজুড়ে নিত্যদিনের নারী নির্যাতনে এবার দাঁড়ি পড়ুক। কঠোর শাস্তির মাধ্যমে ধর্ষকদের শাস্তি হোক। কিন্তু বাংলার ঘটনাকে সামনে রেখে যেন নৈরাজ্য সৃষ্টির চেষ্টা না হয়। দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি তোলেন বাংলার বুদ্ধিজীবীরা। দ্রুত তদন্ত শেষ করে দোষীদের শাস্তি দিতে হবে।

আরও পড়ুন- এবার গ্রামীণ এলাকার বাসিন্দারা সরাসরি জানাতে পারবেন অভিযোগ, টোল ফ্রি নম্বর চালু রাজ্যের

 

Related articles

‘নোরা ফাতেহি’ হতে হবে! স্ত্রীকে জোর করে শরীরচর্চা করিয়ে গর্ভপাত শিক্ষকের

যোগীরাজ্যে স্কুলশিক্ষকের ফ্যান্টাসির চূড়ান্ত নমুনা! স্ত্রীকে হতে হবে রোগা ছিপছিপে চেহারার। আর সেই চেহারা বানাতে গিয়েই স্বামীর নির্মম...

গান-কবিতায় সংসদে সরব তৃণমূল! বয়কট রাজ্যসভার চা-চক্র

বৃহস্পতিবার অধিবেশনের শেষ দিনে সংসদ উত্তাল হল বাংলা গান, কবিতা, বিক্ষোভ, প্রতিবাদে। সংসদের অন্দরে যেমন কালাকানুন, এসআইআর, ভাষাসন্ত্রাসের...

নওশাদ-সহ আইএসএফ সমর্থকদের জামিন দিল ব্যাঙ্কশাল আদালত

ধর্মতলার কর্মসূচির নামে অশান্তি পাকানোর চেষ্টা। বুধবার গ্রেফতার করা হয় ভাঙড়ের বিধায়ক নওশাদ সিদ্দিকিকে (Naushad Siddiqui)। বৃহস্পতিবার নওশাদ-সহ...

নোবেল খুঁজতে ব্যর্থ CBI, রাজ্য পুলিশ উদ্ধার করল বুলার পদ্মশ্রী: পুলিশও পদক পাক চান সাঁতারু

হুগলির হিন্দমোটরে সাঁতারু বুলা চৌধুরীর বাড়ি থেকে চুরি যাওয়া পদক অবশেষে উদ্ধার করল রাজ্য পুলিশ। এর মধ্যে রয়েছে...
Exit mobile version