Thursday, August 28, 2025

সন্দীপ ঘোষকে নিজেদের হেফাজতেই চাইল না সিবিআই (CBI)। শুধু সন্দীপ নন, আরজি কর দুর্নীতি মামলায় বাকি তিনজনকেও নিজেদের হেফাজতে নেওয়ার জন্য আবেদন করলো না কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। ২৩ সেপ্টেম্বর পর্যন্ত সন্দীপ ঘোষ (Sandeep Ghosh) সহ ৪ জনকে জেল হেফাজতের নির্দেশ দিল আলিপুরের বিশেষ সিবিআই আদালত (Special Court)।

আরজি কর দুর্নীতির তদন্তে সন্দীপ ঘোষকে গ্রেফতারির পর আট দিন নিজেদের হেফাজতে রেখেছিল সিবিআই৷ পাশাপাশি সন্দীপ ঘোষের আরও কিছু সহযোগীর ভূমিকা উঠে এসেছিল সিবিআইয়ের তদন্তে। এদিন সন্দীপ ঘোষ, সুমন হাজরা, বিপ্লব সিংহ এবং আফসর আলিকে নিজাম প্যালেস থেকে আলিপুর আদালতে হাজির করে সিবিআই। তবে সিবিআইয়ের তরফ থেকে হেফাজতে না নিতে চাওয়ায় আগামী ২৩ সেপ্টেম্বর পর্যন্ত চার জনের জেল হেফাজতের নির্দেশ দিল আলিপুরের বিশেষ সিবিআই আদালত৷

সূত্রের খবর, সিবিআইয়ের তরফ থেকে প্রথমে মৌখিক ভাবে পরে লিখিত ভাবে আদালতে ভার্চুয়াল হাজিরার (virtual attendence) আবেদন করা হয়। বিচারক সেই আবেদন খারিজ করায় সন্দীপ সহ বাকিদের সশরীরে এদিন আদালতে নিয়ে যাওয়া হয়। এদিকে তাঁদের আজ আদালতে ঢোকানোর সময় চরম বিশৃঙ্খল পরিস্থির সৃষ্টি হয়।

আদালতে সিবিআই (CBI)-এর তদন্তকারী অফিসার তাদের তরফ থেকে জানানো হয়, সন্দীপের বিরুদ্ধে ডিজিটাল কিছু তথ্যপ্রমাণ পেয়েছেন। তা খতিয়ে দেখার জন্য পরীক্ষা করতে চাইছেন, যা করতে সময় লাগবে। সেই প্রক্রিয়া সম্পন্ন হলে সন্দীপ ঘোষ সহ বাকিদের ভবিষ্যতে ফের হেফাজতে নিতে চায় সিবিআই। ২৩ সেপ্টেম্বর পর্যন্ত বিচার বিভাগীয় হেফাজতে থাকবেন সন্দীপ।

Related articles

সাত লুকের ‘বহুরূপ’ সোহমের, চ্যালেঞ্জ নিয়ে চমকে দিলেন অভিনেতা

যা কখনও হয়নি তা এখন হবে, এবার হবে। সেলিব্রেটিদের রিল - রিয়েলের আলাদা রূপ আর লুক নিয়ে কম...

উন্মুক্ত শৌচমুক্ত ৯৪ পুরসভা, স্বচ্ছতার শংসাপত্র বাংলাকে

শহরাঞ্চলে আর খোলা শৌচের দৃশ্য নেই। পুরসভাগুলির উদ্যোগ এবং পুর দফতরের তদারকিতে উন্মুক্ত শৌচমুক্ত হয়েছে কলকাতা সহ রাজ্যের...

ফাঁকা কেন্দ্রগুলিতে দ্রুত ইআরও–এইআরও নিয়োগের নির্দেশ কমিশনের 

ফাঁকা পড়ে থাকা একাধিক বিধানসভা কেন্দ্রে দ্রুত ইলেক্টোরাল রেজিস্ট্রেশন আধিকারিক (ইআরও) এবং অ্যাসিসটেন্ট ইলেক্টোরাল রেজিস্ট্রেশন আধিকারিক (এইআরও) নিয়োগের...

নথিভুক্ত অথচ নিষ্ক্রিয় রাজনৈতিক দলগুলিকে শুনানিতে তলব করল কমিশন 

নির্বাচন কমিশনের নির্দেশে ফের সক্রিয় হল রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর। নথিভুক্ত হলেও কার্যত নিষ্ক্রিয় রাজনৈতিক দলগুলিকে শুনানিতে...
Exit mobile version