ভোর রাতে ইমেইল করে শর্তসাপেক্ষ আলোচনা চাইলেন জুনিয়র ডাক্তাররা! আর কী কী দাবি

আর জি কর মেডিক্যাল কলেজে ও হাসপাতালে তরুণী চিকিৎসক-পড়ুয়ার ধর্ষণ-খুনের বিচার-সহ একাধিক দাবিতে কর্মবিরতিতে জুনিয়র ডাক্তাররা (Junior Doctor)। মঙ্গলবার, থেকে স্বাস্থ্যভবনের সামনে অবস্থানে বসেছেন তাঁরা। সেখানেই তাঁদের ইমেইল করে বৈঠকে বসার প্রস্তাব দেওয়া হয়। কিন্তু তা উপেক্ষা করে ধিক্কৃত হয়। এবার নিজেরাই একগুচ্ছ শর্তদিয়ে আলোচনায় বসতে চেয়ে নবান্নে (Nabanna) মেইল পাঠালেন তাঁরা। বুধবার জুনিয়ার ডক্টর তরফ থেকে আলোচনা চেয়ে ভোর ৩টে ৫০ মিনিটে মেইল পাঠানো হয়।মঙ্গলবার নবান্ন থেকে আলোচনার প্রস্তাব দিয়ে ইমেইল গিয়েছিল আন্দোলনরত জুনিয়র ডাক্তারদের ((Junior Doctor) কাছে। স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Bandopadhyay) নবান্নে ডাক্তারদের প্রতিনিধি দলের জন্য সন্ধে সাড়ে সাতটা পর্যন্ত অপেক্ষা করেছিলেন। সেই প্রসঙ্গে স্বাস্থ্য ভবনের সামনের ধর্নাস্থল থেকে সাংবাদিকদের মুখোমুখি হয়েছেন জুনিয়র ডাক্তাররা বলেন, ”আমাদের কাছে যে ইমেল পাঠানো হয়েছিল, তাতে মুখ্যমন্ত্রীর উপস্থিত থাকার কোনও উল্লেখ ছিল না। বিভ্রান্তি দূর করতে আমরা আজ ভোর ৩টে ৫০ মিনিটে মুখ্যমন্ত্রীকে ইমেল করেছিলাম।”২৩ ঘণ্টা পরেও স্বাস্থ্য ভবনের সামনে অবস্থান করেছেন জুনিয়র ডাক্তারেরা। এখনও দাবিতে অনড় তাঁরা। শর্ত সাপেক্ষে আলোচনায় বসতে চাইছে জুনিয়র ডক্টরস ফ্রন্ট। শর্তর মধ্যে রয়েছে –

  • অন্তত তিরিশ জন প্রতিনিধিকে আলোচনায় ডাকতে হবে
  • আলোচনা লাইভ টেলিকাস্ট করতে হবে
  • চিকিৎসক-পড়ুয়ার ধর্ষণ-খুনের ঘটনার দ্রুত বিচার
  • দোষীদের গ্রেফতার করে কঠোর শাস্তি
  • সন্দীপ ঘোষকে সাসপেন্ড করে তদন্ত করতে হবে
  • তথ্য লোপাটের জন্য যাঁরা দায়ী তাঁদের বিরুদ্ধে তদন্ত করতে হবে এবং শাস্তিমূলক ব্যবস্থা নিতে
  • স্বাস্থ্য সচিব, ডিএমই, হেল্থ সার্ভিসেসের ডিরেক্টরের ইস্তফা দাবি
  • কলকাতার পুলিশ কমিশনর বিনীত গোয়েল, ডিসি নর্থ, ডিসি সেন্ট্রাল ইস্তফার দাবি

তাঁদরে পাশে থাকার জন্য নাগরিক সমাজকে ধন্যবাদ জানিয়েছেন জুনিয়র চিকিৎসকরা।










Previous articleজীবন না থামিয়ে চলুক প্রতিবাদ! ‘তিলোত্তমা টোটো স্ট্যান্ডে’ চালকের আসনে মহিলারা
Next articleGold Silver Rate: আজ সোনা রুপোর দাম কত? জেনে নিন এক ঝলকে